পশ্চিমবঙ্গের ইলেকট্রিক অফিসে ক্যাশ কাউন্টারে চাকরি পাবে কিভাবে | How to Get a Job in Electric Office?

 কারেন্টের বিল জমা দিতে ইলেকট্রিক অফিসে তোমরা কেউ না কেউ গেছই , সেখানে একজন ব্যাক্তি তোমাদের থেকে বিল এবং টাকা নিয়ে, বিল জমা নেয় এবং বিল জমার রিসিপ্ট দেয়। একটু ভাবো তো, এই পোষ্টে চাকরি টা তুমি কিভাবে পেতে পারো? 

এই পোষ্টে চাকরি করতে গেলে কোন ফর্ম তোমাদের কখন ফিলাপ করতে হবে? শিক্ষাগত যোগ্যতা, বয়স কত লাগবে? আবেদন ফি কত দিতে হবে? কি কি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে? চলো সমস্ত কিছু জেনে নিই আজকের এই আর্টিকেলের মাধ্যমে ।

See the source image


ক্যাশ কাউন্টারে চাকরি করতে গেলে কোন পদে আবেদন করতে হবে?

পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের নাম WBSEDCL (West Bengal State Electricity Distribution Company) এবং তোমাদের যেই পদের জন্য আবেদন করতে হবে তার নাম, "অফিস এক্সিকিউটিভ" ।

 

পোস্টিংঃ-

পশ্চিমবঙ্গের ইলেকট্রিক অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টে পোস্টিং দিতে পারে । যেমন যোনাল অফিসে,  হেড অফিস, DM অফিস, এবং আমরা যেখানে গিয়ে কারেন্টের বিল জমা দিই তাকে বলে CCE/কাস্টমার কেয়ার সেন্টার । এককথায়, ইলেক্ট্রিক  ডিপার্টমেন্টেযে আলাদা আলাদা অফিস আছে, তার যেকোন একটায় আপনার পোস্টিং দিতে পারে, সেটা নির্ভর করে ডিপার্টমেন্টের উপর, তুমি "অফিস এক্সিকিউটিভ" পদে জয়েন করলেই মানে ক্যাশ কাউন্টারে পোস্টিং দেবে, এমনটা কিন্ত নয়।

 

কাজের ধরন/Job Profile:-

যদি আপনার ক্যাশ কাউন্টারে পোস্টিং পরে তাহলে, 
  1. কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে বিল জমা নেওয়া, 
  2. কেউ যদি নতুন কানেকশন নেয় তার ডকুমেন্টস জমা নিয়ে, কানেকশনের ব্যবস্থা করে দেওয়া,
  3. কেউ বিল দিতে দেরি করছে, বা অনেকদিন ধরে বিল পে করছে না, তার কানেকশন কাটার ব্যবস্থা করা,
  4. আমাদের বাড়িতে যে মিটার রিডিং করতে আসে এবং বাড়িতে বাড়িতে বিল দেয়, তাকে কোনদিন কোন গ্রামে যেতে হবে তার দায়িত্ব, মিটার রিডিং এর সাথে বিল ডিস্ট্রিবিউশন ঠিক হলো কিনা, যেগুলো দেখা,
  5. অফিসে একদিন যত ক্যাশ জমা পড়ল, সেটা ব্যাঙ্কে জমা দিয়ে, রিসিপ্ট নিয়ে আসা এই 

এই সমস্ত কাজ একজন "অফিস এক্সিকিউটিভের করতে হয়, যদি তার পোস্টিং ইলেকট্রিক অফিসের ক্যাশ কাউন্টারে পরে ।

এবার ধরি আপনার পোস্টিং বাদ বাকি ইলেক্ট্রিক অফিসে পড়েছে, তাহলে ক্লারিকাল যত কাজ আছে সেগুলো আপনাকে করতে হবে, হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের মধ্যে কমিউনিকেট করাও আপনার কাজের মধ্যে পড়বে।

বয়সঃ-

  • General: 18-27 Years
  • OBC: 18-30 Years
  • SC/ST: 18-32 Years

 

শিক্ষাগত যোগ্যতাঃ- 

 যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ এবং তার সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, এক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাশ করা থাকলে আগে সুযোগ পাবেন।

ছেলে ও মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন।


স্যালারিঃ-

বেসিক পে, TA+DA মিলিয়ে মোট ৩০ হাজার টাকা প্রতিমাসে স্যালারি পাবে।


প্রমোশোনঃ

মিনিমাম ৮ বছর অফিস এক্সিকিউটিভ পদে কাজ করার পর তোমার প্রমোশোন হবে অভিজ্ঞতার ভিত্তিতে, এবং বিভিন্ন রকম ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে আরও দ্রুত এই প্রমোশন পেতে পারো ।


আবেদন পদ্ধতিঃ- 

অনলাইনে আবেদন করতে পারবেন www.wbsedcl.in  এই ওয়েবসাইটের মাধ্যমে ।

 

আবেদন ফিঃ- 

General: RS 300/-

Women/PWD/SC/ST: No Fees

 

আবেদন পদ্ধতিঃ- 

  1. লিখিত পরিক্ষা (Total Marks: 100),
  2. কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট (Total Marks: 20),
  3. পার্সোনাল ইন্টারভিউ (Total Marks: 30), । 

এই ৩টি ধাপ মিলিয়ে মোট ১৫০ নম্বরের পরিক্ষায় যত মার্ক পাবে, সেই মার্কের উপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী ঘোষনা করা হবে।


সিলেবাসঃ-

লিখিত পরিক্ষা (MCQ), Time 120 Mins.

  • General Awarness: Marks 15, 
  •  Reasoning: Marks 15, 
  • Quantitative Aptitude: Marks 20,  
  • English Grammer & Comprehension: : Marks 20,
  •  Data Analysis, Data Interpretation& Data Sufficiency: : Marks 20, 
  • Computer Awarness(MS-Office): : Marks 10 .
 

কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টঃ Time 30 Mins.

MS Office (MS Word, MS Excel & Power Point): Marks 20

পার্সোনাল ইন্টারভিউ : Marks 30


ইলেকট্রিক অফিসের ক্যাশ কাউন্টারে চাকরির জন্য সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিলাম, আর কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও, এবং পরবর্তীতে আর কোন বিষয়ের উপর জানতে চাও, কমেন্ট করে জানিয়ে দাও ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন