বাড়িতে/দোকানে SBI ATM মেশিন বসিয়ে কিভাবে ইনকাম করবেন? SBI ATM Franchise Online Apply 2022 ।

চাকরির খবর ২৪৭ঃ বন্ধুরা, এই পোস্টের মাধ্যমে শেয়ার করা হল কিভাবে এসবিআই অথবা আইসিআইসিআই ব্যাংকের এটিএম ফ্রানচাইজ পেতে পারবেন। এবং এটিএম মেশিন বসিয়ে আপনারা প্রত্যেক মাসে ৫০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত মাসিক আয় করতে পারবেন।

এই এটিএম মেশিন ফ্রানচাইজ নেওয়ার জন্য কি কি শর্ত আপনাদের মানতে হবে? কত টাকা ইনভেস্ট করতে হবে? এই এটিএম মেশিন বসিয়ে কিভাবে আয় করতে পারবেন? এই সমস্ত তথ্য গুলো এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব।


SBI ATM Franchise নেয়ার জন্য কি কি প্রাথমিক জিনিসের প্রয়োজন পড়বে?

  • আপনার ৫০ থেকে ৮০ স্কয়ার ফিট জায়গার প্রয়োজন পড়বে, (নিজস্ব অথবা ভাড়া)
  • আপনি যেখানে ATM মেশিন বসাবেন তার থেকে 100 মিটার দূরত্বে SBI এর আর কোন ATM থাকবে না,
  •  ATM টি আপনাকে লোক চলাচল ব্যবসায়িক জায়গায় গ্রাউন্ড ফ্লোরে বসাতে হবে,
  • ২৪ ঘন্টাই ১ কিলো ওয়ার্ড বিদ্যুৎ পরিষেবা থাকা প্রয়োজন,
  • এটিএম কাউন্টার টির ছাদ কংক্রিটের হতে হবে,
  • NOC / নো-অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন ।


এসবিআই এটিএম বসানোর জন্য কি কি কাগজপত্র প্রয়োজন?

  • আইডি প্রুফ এর জন্য আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড প্রয়োজন,
  • এড্রেস প্রুফ এর জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, রেশন কার্ড, ইলেকট্রিক বিল প্রয়োজন,
  • ব্যাংক একাউন্ট আর পাসবুক,
  • ফটো, email-id, ফোন নম্বর,
  • জিএসটি নাম্বার,
  • অন্যান্য ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ।

এটিএম ফ্রানচাইজ পাওয়ার জন্য আপনাকে কত টাকা বিনিয়োগ করতে হবে?

 SBI ATM এর জন্য দু’লক্ষ টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা রাখতে হবে তবে এটি সম্পূর্ণ ফেরত যোগ্য। যখন এই ATM মেশিন তুলে নেবেন তখন ব্যাঙ্ক আপনাকে এই সিকিউরিটি মানি ফেরত দিয়ে দেবে । 

এছাড়া আরো তিন লক্ষ টাকা কার্যকরী মূলধন প্রয়োজন ।  এই তিন লক্ষ টাকা আপনার আলাদা একাউন্টে রাখতে হবে কারন লোকজন টাকা যা তুলবে সব এই ৩লক্ষ টাকার থেকেই কাটবে, এবং আপনার একাউন্টে আবার জমা হবে । মানে ধরুন রাম আপনার ATM থেকে ১০ হাজার টাকা ক্যাশ তুলল, সেই ক্যাশ টি আপনার ATM থেকে বের হবে, এবং রামের ব্যাংক থেকে ১০ হাজার টাকা আপনার একাউন্টে জমা হবে, এইভাবে রাম পেয়ে গেল ক্যাশ, আর আপনি পেলেন ব্যাঙ্ক একাউন্টে । অর্থাৎ সব মিলিয়ে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।


SBI ATM Franchise থেকে মাসে কত ইনকাম হতে পারে?

SBI ATM Franchise প্রত্যেকটি নগদ লেনদেনের ৮ টাকা এবং নন ক্যাশ ট্রানজেকশন (ব্যালেন্স চেক, পিন পরিবর্তন, প্রভৃতি) ২ টাকা কমিশন দেয়। মনে করুন প্রতিদিন ৩০০ টি নগদ লেনদেন হল তাহলে আপনার কমিশন হল ৩০০x৮=২৪০০ টাকা। আবার ধরুন ২০০টি নন ক্যাশ ট্রানজেকশন হলো তাহলে ২০০x২=৪০০ টাকা, মোট ২৪০০+৪০০=২৮০০ টাকা।

ধরুন যদি প্রতিদিন এটিএম-এ লেনদেন হয় ২৫০টি ট্রানজেকশন যার মধ্যে ৬৫ শতাংশ নগদ লেনদেন এবং ৩৫ শতাংশ নন ক্যাশ লেনদেন তাহলে মাসিক আয় মোটামুটি ৪৫ হাজার টাকার কাছাকাছি হবে।

তো এখানে ইনকাম করার জন্য আপনাকে কোন কাজ করতে হবেনা, আপনি জাস্ট ATM মেশিন বসিয়ে রাখলেই ইনকাম হবে ।

কিভাবে SBI ATM Franchise পাবার আবেদন করবেন?

বন্ধুরা সাধারণভাবে এটা ধারণা করা হয় যে SBI অথবা ICICI, Axis, HDFC অথবা অন্যান্য ব্যাংকগুলো তাদের এটিএম গুলো ডাইরেক্ট ব্যাংক প্রোভাইড করে, কিন্তু আসলে তা নয়। এই ATM গুলো বসানোর জন্য ব্যাংক কিছু তাদের অথরাইজ সংস্থা/কোম্পানি কে নিযুক্ত করে। আর এই অথরাইজ কোম্পানিগুলো ব্যাংকের হয়ে ATM গুলো প্রোভাইড করে। বর্তমান সময়ে বেস্ট ৪টি ATM প্রোভাইড কারী থার্ড পার্টি কোম্পানিগুলি হলঃ-

  1. টাটা ইন্ডি ক্যাশ = https://indicash.co.in/
  2.  মুথুট এটিএম = https://muthootatmgroups.com/
  3.  ইন্ডিয়া ওয়ান = https://india1payments.in/
  4.  হিটাচি = https://www.hitachi.co.in/


বন্ধুরা এই চারটি কোম্পানিকে অথরাইজ করা হয়েছে এটিএম বসানোর জন্য। এই চারটি কোম্পানির কাছে আপনি এটিএম মেশিন বসানোর জন্য আবেদন করতে পারেন। আপনারা এই চারটি কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করে সমস্ত তথ্য জেনে নেওয়ার পর ATM Franchise নেওয়ার জন্য আবেদন করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন