আগামী মাসে বিনামূল্যে দেওয়া হবে বস্তাভর্তি রেশন আর সেই সঙ্গেই পাবেন 2 কিস্তিতে 2500 টাকা করে মোট 5 হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হবে ।
আপনার কাছে যদি একটা রেশন কার্ড থাকে তাহলে আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন বস্তাভর্তি চাল এবং সেইসঙ্গে বস্তাভর্তি গম আর তারই সাথে দেওয়া হবে 5000 টাকার আর্থিক অনুদান ।
বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন চলছে এবং সেই সঙ্গে বাসের সাথে সাথে ট্রেনও বন্ধ রয়েছে , এইরকম পরিস্থিতিতে বহু এমন দীন দরিদ্র খেটে খাওয়া মানুষ রয়েছেন যাদের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে এবং তাদের রোজগার বন্ধ হয়ে গেছে ।
তাই পুনরায় যদি সম্পূর্ণ লকডাউন ডাকা হয় এই সমস্ত মানুষদের আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে পড়বে তাই তাদের কথায় চিন্তাভাবনা করে তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 5000 টাকার অনুদান 2500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন ।
কিভাবে পাবেন -
বিনামূল্যের রেশন আপনারা সরাসরি আপনাদের রেশন দোকান থেকে পেয়ে যাবেন রাজ্য সরকারের 2 কেজি চাল এবং কেন্দ্রীয় সরকারের 2 কেজি চাল মোট 4 কেজি চাল এবং রাজ্য সরকারের গম 2 কেজি এবং কেন্দ্রীয় সরকারের গম 3 কেজি মোট 5 কেজি পাবেন । এবং এই যে 5000 টাকাটা এটার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যদি পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লকডাউন করতেই হয় তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদনের পদ্ধতি জানানো হবে ।