প্রধানমন্ত্রী এই লকডাউনে ৩মাস ফ্রিতে গ্যাস দিচ্ছে |




 করোনা পরিস্থিতিতে আবারও ফ্রীতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় সরকার


কারা কারা পাবেন ? 

1. প্রধামন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস সমস্ত মহিলাদের দেওয়া হয়ে থাকে 

2. 18 বছরের ঊর্ধ্বে অবিবাহিত মেয়েরা ওর ওই যোজনার লাভ নিতে পারবেন ।

3. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যে সমস্ত গ্রাহকরা নতুনভাবে নাম লিখিয়েছেন তারা এই পরিষেবা পাবেন ।

4. উজ্জ্বলা যোজনা গ্রাহকদের ফ্রীতে তিন মাসের গ্যাস দিতে কেন্দ্রীয় সরকারের খরচ হবে 13000 কোটি টাকা ।

5. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধা দেশের কোটি কোটি মানুষ পেয়ে খুবই উপকৃত হবেন।


কি কি ডকুমেন্টস লাগবে - 


1. প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা সুবিধা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার রেশন কার্ড থাকতে হবে ।

2. Sphh , Phh , AAY , RSKY-1 , RSKY-2 

3. আধার কার্ড এর জেরক্স লাগবে 

4. সঙ্গে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে 

5. ব্যাংকের পাস বইয়ের জেরক্স

6. বিবাহিত হলে স্বামীর আধার কার্ড রেশন কার্ডের জেরক্স লাগবে

7. অবিবাহিতদের ক্ষেত্রে বাবার রেশন কার্ডের জেরক্স ও আধার কার্ড এর জেরক্স লাগবে ।


কোন কোম্পানির গ্যাস পাবেন - 


                                              ভারতবর্ষের যে কোনো গ্যাসের ডিস্ট্রিবিউটর থেকে আপনারা প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস এর জন্য আবেদন করতে পারবেন । 

Bharat gas , HP, Indane ইত্যাদি 


কবে থেকে পাবেন - 

                           প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস পাওয়া যাবে আগামী জুন জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত এই তিন মাস ফ্রীতে গ্যাস দেওয়া হবে ।


যোগাযোগ - 

                প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস এর সুবিধা যদি আপনারা নিতে চান তাহলে আপনার নিকটবর্তী যে গ্যাস অফিস রয়েছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে এবং এখান থেকেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদনের ফর্ম ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন