বন্ধুরা ভোটে শপথ গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প চালু করছেন , এর জন্য পূর্বের যেসমস্ত ইস্তেহার চালু করেছিলেন তিনি সেই ইস্তেহার কথা অনুযায়ী অর্থাৎ বর্তমানে যে 13 টি ইস্তেহার চালু করেছিলেন সেই ইস্তেহারের মধ্যে নয়টি প্রকল্প নতুন ভাবে চালু করেছেন আমাদের পশ্চিমবঙ্গ বাসির জন্য এবং এই খানে কিন্তু ছেলে থেকে শুরু করে মেয়েরা এবং বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই কিন্তু এই প্রকল্পগুলির সুবিধা পাবেন ।
আর আপনারা যদি এই প্রকল্পে আগে নাম নথিভুক্ত করেন তাহলে আপনাদের নাম কিন্তু আগে থাকবে আর এই প্রকল্পের সুবিধা সকলের আগে পেয়ে যাবেন । তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পের জন্য আবেদন করুন ।
তো এবার আপনাদেরকে এই 9 টি প্রকল্পের কথা জানিয়ে দিই -
1. বাংলার বাড়ি প্রকল্পের 5 লক্ষ বাড়ি বানানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বাংলার বাড়ি প্রকল্পের আবেদন করবেন যারা তাদের সবাইকে এক লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেবেন বলে ঘোষণা করেছেন ।
2. কৃষক বন্ধু প্রকল্পের 64 লক্ষ কৃষককে প্রতিবছর 10 হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন যাতে কৃষকরা এই টাকা পেয়ে তারা চাষবাস ভালোভাবে করতে পারে ।
3. এছাড়া 35 লক্ষ মানুষকে চরম দারিদ্রের হার থেকে রক্ষা করার জন্য তিনি নয়াভাবে সাহায্য করার কথা বলেছেন ।
4. এরপর দুয়ারে রেশন প্রকল্প চালু করছেন সেই প্রকল্পের মধ্যে দিয়ে আপনারা আপনাদের রেশন বাড়িতে বসেই পেয়ে যাবেন , আপনাদের রেশন আনতে আর রেশন দোকানে যেতে হবে না , বাড়ি বসেই আপনারা চাল গম আটা ইত্যাদি সব পেয়ে যাবেন ।
5. দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষ এখন মোট 20 % রয়েছে , বর্তমানে এর পরিমাণ 5% নামিয়ে আনার লক্ষ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী ।
6. বাংলার প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে মেয়েদের হাত খরচা হিসেবে প্রতিমাসে 500 টাকা ( general ) এবং SC / ST / OBC দের জন্য প্রত্যেক মাসে হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন ।
7. এছাড়া 5 লক্ষ নতুন কর্মসংস্থান ও করবেন যাতে আমাদের রাজ্যে বেকারত্ব কমে যায় এবং তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হয় ।
8. প্রতিটি ব্লকে ছোটদের জন্য মডেল স্কুল করার কথা ঘোষণা করেছেন যাতে সবাই ভালোভাবে পড়াশোনা করতে পারেন ।
9. প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ এর ব্যবস্থা ও জলের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার এছাড়া ছাত্র ছাত্রীদের অল্প সুদে দেওয়ার কথা ঘোষণা করেছেন যাতে তাদের পয়সার অভাবে স্কুল বন্ধ না করে পড়াশোনা ভালো করে এগিয়ে যেতে পারে।
আবেদন কোথায় করবেন -
বর্তমানে এই সমস্ত প্রকল্প গুলি খুব শীগ্রই আপনার পঞ্চায়েত অফিস থেকে চালু করা হবে , এবং এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে পঞ্চায়েত অথবা ব্লকে ব্লকে যোগাযোগ করতে হবে । এখান থেকেই আপনি যে প্রকল্পের আবেদন করতে চাইছেন সেই প্রকল্পের বিস্তারিত আপনাকে জানানো হবে সরকারি আধিকারিকদের তরফ থেকে ।
😂😂😂
উত্তরমুছুন