সেন্ট্রাল রেলে আবার ভলেন্টিয়ার নিয়োগ | মাধ্যমিক পাশে | ফোনে ইন্টারভিউ দিয়ে নিয়োগ | আবেদন মূল্য নেই |



নিয়োগকারী সংস্থা - মুম্বাই সেন্ট্রাল রেল।
কাজের লোকেশন - Jagjivan Ram Hospital 
Mumbai Central

পদের নামঃ
১) হসপিটাল এটেন্ডেন্ড 
শূন্যপদ - ৬৫
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ সাথে হসপিটালে কাজের অভিজ্ঞতা

২) হাউস কিপিং এসিট্যান্ট 
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশ ( হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকলে আগে সুযোগ পাবে)
শূন্যপদ - ৯০ 
বেতন - ১৮,০০০ সাথে অন্যান্য সুবিধা ও ভাতা।




বয়স সীমা - ১৮ থেকে ৩৩ 
SC/ST/PWD ৫ বছরের বয়সের উর্ধসীমায় ছাড়।
OBC - ৩  বছরের বয়সের উর্ধসীমায় ছাড়।

আবেদন মূল্য - কোন কাস্টের আবেদন মূল্য নেই।
নিয়োগ প্রক্রিয়া ঃ ফোন কলে ইন্টারভিউ হবে।

আবেদন প্রক্রিয়াঃ অনলাইন

আবেদন করার লিংক - Apply Now
অফিশিয়াল নোটিশ ঃ Download 

আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখে নিচের ভিডিও তে 👇👇


4 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন