পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ২১ টি পোষ্টে চাকরির বিজ্ঞপ্তি ২০২২। HS পাশে ছেলে ও মেয়ে সবাই আবেদন করো । West Bengal Health Department Recruitment 2022 ।

চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর চিফ মেডিক্যাল অফিসার ও হেলথের তরফ থেকে একগুচ্ছ পদে ভ্যাকান্সি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ দপ্তরের অধীনে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অফলাইনে আবেদন পর্ব গ্রহণ শুরু হয়েছে। 

পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। CMOH Nadia Recruitment 2021 সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন

 


1) পদের নাম- টেকনিক্যাল সুপারভাইজার 

ভ্যাকান্সি- 01 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য বিজ্ঞানে উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং DMLT/DLT/BMLT/PGDMLT করা থাকতে হবে। এছাড়াও কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার নলেজ থাকতে হবে।

বয়স- 40 বছর 

বেতন- 22,000/- টাকা


 গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ ডিসেম্বর মাসের ৩য় সপ্তাহে মোট ১০টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে।


2) পদের নাম- ল্যাব টেকনিশিয়ান 

ভ্যাকান্সি- 01 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য বিজ্ঞানে উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং DMLT/DLT/BMLT/PGDMLT করা থাকতে হবে। এছাড়াও কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা এবং কম্পিউটার নলেজ থাকতে হবে।

বয়স- 40 বছর 

বেতন- 22,000/- টাকা

 

3) পদের নাম- কাউন্সিলর 

ভ্যাকান্সি- 01 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য ফিজিওলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ অ্যানথ্রোপলজি/ হিউম্যান ডেভেলপমেন্ট-এ স্নাতকোত্তর হতে হবে। এছাড়াও কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার  নলেজ থাকতে হবে।

বয়স- 40 বছর 

বেতন- 20,000/- টাকা


4) পদের নাম- কালাজ্বর টেকনিক্যাল সুপারভাইজার 

ভ্যাকান্সি- 02 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য বায়োলজি বিষয়ের স্নাতক হতে হবে এবং বাইকের ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

বয়সসীমা- আবেদনকারীর বয়স 50 বছর থেকে 62 বছরের মধ্যে হতে হবে।

বেতন- 22,000/- টাকা

 

5) পদের নাম- ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট 

ভ্যাকান্সি- 01 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য পাবলিক হেলথ/ সোশ্যাল সাইন্স /ম্যানেজমেন্টে স্নাতকোত্তর হতে হবে অথবা এমবিবিএস বা বিডিএস করা থাকলেও আবেদন করা যাবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়স- 40 বছর 

বেতন- 40,000/- টাকা 

 

গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ কেন্দ্র সরকারের গ্রুপ C পদে চাকরি ২০২২।


6) পদের নাম- সাপোর্ট স্টাফ 

ভ্যাকান্সি- 01 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে এবং বিভিন্ন স্থানীয় ভাষা ও ইংরেজি ভাষা জানতে হবে।

বয়স- 40 বছর 

বেতন- 10,000/- টাকা

 

7) পদের নাম- হসপিটাল অ্যাটেনডেন্ট 

ভ্যাকান্সি- 02 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য কমপক্ষে 2 বছর হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- 40 বছর 

বেতন- 10,000/- টাকা


8) পদের নাম- সিকিউরিটি অ্যাটেনডেন্ট 

ভ্যাকান্সি- 02 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য কমপক্ষে 2 বছর হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- 40 বছর 

বেতন- 10,000/- টাকা

 

9) পদের নাম- মনোরোগ বিশেষজ্ঞ   

ভ্যাকান্সি- 01 টি

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে মনোরোগের উপর  MBBS/MD/DNB/DPN করা থাকতে হবে।

বয়স- 40 বছর 

বেতন- 30,000/- টাকা

 

গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ অ্যাপোলো ফার্মেসিতে Online চাকরির ফর্ম ফিলাপ । মাধ্যমিক পাসে ।


10) পদের নাম- জিএনএম (থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রামের অধীনে)

ভ্যাকান্সি- 02 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য জিএনএম কোর্স কমপ্লিট করা থাকতে হবে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- 40 বছর 

বেতন- 25,000/- টাকা

 

11) পদের নাম- মেডিক্যাল অফিসার (থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রামের অধীনে)

ভ্যাকান্সি- 01 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- 62 বছর 

বেতন- 60,000/- টাকা


12) পদের নাম- NTEP ল্যাব টেকনিশিয়ান 

ভ্যাকান্সি- 02 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়া এক বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়স- 40 বছর 

বেতন-  22,000/- টাকা

13) পদের নাম- সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার 

ভ্যাকান্সি- 01 টি

শিক্ষাগত যোগ্যতা- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে স্নাতক হতে হবে এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

বয়স- 40 বছর 

বেতন-25,000/- টাকা

 

14) পদের নাম- সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার 

ভ্যাকান্সি- 04 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য স্নাতক হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও বাইকের ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

বয়স- 40 বছর 

বেতন- 25,000/- টাকা

 

15) পদের নাম- সিনিয়র মেডিক্যাল অফিসার 

ভ্যাকান্সি- 01 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য এমবিবিএস   হতে হবে।

বয়স- 62 বছর 

বেতন- 60,000/- টাকা

 

গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ কেন্দ্র সরকারের কৃষি দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ । মাধ্যমিক পাশে আবেদন ।


16) পদের নাম- সিনিয়র মেডিক্যাল অফিসার (ফুলটাইম)

ভ্যাকান্সি- 05 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য এমবিবিএস   হতে হবে।

বয়স- 62 বছর 

বেতন- 60,000/- টাকা

 

17) পদের নাম- স্টাফ নার্স 

ভ্যাকান্সি- 32 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য জিএনএম কোর্স করা থাকতে হবে।

বয়স- 40 বছর 

বেতন- 25,000/-  টাকা

 

18) পদের নাম- ল্যাব টেকনিশিয়ান 

ভ্যাকান্সি- 02 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য বিজ্ঞান বিষয়  উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া বেসিক কম্পিউটার নলেজ থাকা আবশ্যক। 

বয়স- 40 বছর 

বেতন- 22,000/- টাকা

 

19) পদের নাম- ফ্যাকাল্টি কনসালট্যান্ট 

ভ্যাকান্সি- 01 টি

শিক্ষাগত যোগ্যতা- এমবিবিএস/ ডেন্টাল/ নার্সিং /লাইফ সায়েন্স/ সোশ্যাল সায়েন্স 

বয়স- 40 বছর 

বেতন- 35,000/- টাকা

 

 গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ ২০২২ ।


20) পদের নাম- FRU

ভ্যাকান্সি- 03 টি

শিক্ষাগত যোগ্যতা- MBBS

বয়স- 62 বছর 

বেতন- 60,000/- টাকা

21) পদের নাম- অ্যাটেনডেন্ট 

ভ্যাকান্সি- 01 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং রান্না করা জানতে হবে এবং বাংলা ভাষা লিখতে ও পড়তে জানতে হবে।

বয়স- 40 বছর 

বেতন- 5000/- টাকা

 

আবেদন পদ্ধতি- 

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিসিয়াল নোটিশ থেকে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে  সেটি পূরণ করতে হবে এবং তার সঙ্গে নিজের সমস্ত পূর্ণ গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের জেরক্স কপি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31/12/2021

 

আবেদন মূল্য- 

জেনারেল আবেদনকারীদের জন্য 100 টাকা এবং এসসি/এসটি/ওবিসি আবেদনকারীদের জন্য 50 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।


 গুরুত্বপূর্ণ স্কলারশিপঃ  LIC-এর ১০হাজার টাকা স্কলারশিপ 2022। অনলাইনে আবেদন শুরু ।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা- 

The Chief Medical Officer of Health, Nadia & Secretary, District Health & Family Welfare Samity, 5 D.L.Roy Road, PO- Krishnagar, District- Nadia, Pin- 741101

বিশেষ দ্রষ্টব্য- উক্ত চাকরিগুলি অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।


Important Links:-

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন