কেন্দ্র সরকারের কৃষি দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ । মাধ্যমিক পাশে আবেদন । Central Govt Agriculture Recruitment 2022

  চাকরির খবর ২৪৭ঃ কেন্দ্র সরকারের কৃষি দপ্তর থেকে গ্রুপ C পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের কল্যানী, ব্যারাকপুর সহ বিভিন্ন জায়গায় ভ্যাকান্সি রয়েছে। এবং এর পরিক্ষা কেন্দ্রও কলকাতা, হাওড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। আপনি যেকোন জেলায় থাকেন না কেন, এখানে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই, কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, ভ্যাকান্সি, আবেদন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে।



 নিয়োগকারী সংস্থাঃ- 

ICAR-The Indian Agricultural Research Institute

PUSA, NEW DELHI-110012

F.No. 1-1/2021/Rectt. Cell/Technical (CBT) 

Dated: 18/12/2021



Important Date:-

  • Start Date: 18 December 2021
  • Last Date: 10 January 2022 (11:55 P.M.)
  • Date of online objective type examination (CBT)-Between 25 January- 05 February,2022



শূন্যপদের বিবরনঃ-

1) পদের নামঃ- টেকনিশিয়ান (TECHNICIAN (T-1) )

শিক্ষাগত যোগ্যতাঃ- যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে।

বয়সঃ-  ১০ই জানুয়ারি ২০২২ তারিখ হিসেবে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত বয়স হতে হবে।

বয়সের ছাড়ঃ- SC/T-05 Years, OBC-03 Years । বয়সের ছাড় যুক্ত করেও সর্বচ্চ বয়সসীমা ৫৮ বছর হতে হবে।

ভ্যাকান্সিঃ- ৬৪১ টি । UR-286, EWS-61, SC-93, ST-68, OBC(NCL)-133


গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ কেন্দ্র সরকারের গ্রুপ C পদে চাকরি ২০২২।


আবেদন ফিঃ- 

UR/OBC/EWS: 1000/- (Only for Male)

Women/SC/ST: 300/-



সিলেকশন প্রসেসঃ- 

  • CBT/কম্পিউটার বেসড টেস্ট (১০০ নম্বরের),মাধ্যমিক মানের প্রশ্ন থাকবে, প্রশ্নপত্র ইংরেজি এবং হিন্দি ভাষায় পাবেন, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
  • ইন্টারভিউ,
  • ডকুমেন্ট ভেরিফিকেশন।


গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ ২০২২ ।


সিলেবাসঃ-

  • জেনারেল নলেজ ২৫টি প্রশ্ন থাকবে, ২৫ নম্বর,
  • অঙ্ক ২৫টি প্রশ্ন থাকবে, ২৫ নম্বর,
  • সায়েন্স ২৫টি প্রশ্ন থাকবে, ২৫ নম্বর,
  • সোশ্যাল সায়েন্স ২৫টি প্রশ্ন থাকবে, ২৫ নম্বর ।
MCQ টাইপের মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষার সময় থাকবে ১ঃ৩০ ঘণ্টা।


এক্সাম সেন্টারঃ-

 বর্ধমান, দুর্গাপুর, কল্যানী, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, সুরি, হাওড়া ।



আবেদন পদ্ধতিঃ- 

Online


গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ অ্যাপোলো ফার্মেসিতে Online চাকরির ফর্ম ফিলাপ । মাধ্যমিক পাসে ।


Important Links:- 

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন