চাকরির খবর ২৪৭ঃ আপনার বয়স যদি ১৮ বছর কিংবা তার বেশি হয়ে থাকে, আর আপনি এখনও পর্যন্ত ভোটার কার্ড আবেদন না করে থাকেন। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আপনি এখন খুব সহজেই আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনার ভোটার কার্ডটি অনলাইনে কয়েক মিনিটে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। দেখুন নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….
আপনি ভোটার কার্ড অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করতে পারবেন-
https://www.nvsp.in/ কিংবা https://voterportal.eci.gov.in/ ওয়েবসাইট থেকে। তার পাশাপাশি আপনি মোবাইল App এর মাধ্যমেও আবেদন করতে পারবেন। আজকে আমরা দেখে নিচ্ছি যে কিভাবে Voter Helpline App দিয়ে নতুন ভোটার কার্ড আবেদন করতে পারবেন।
১) প্রথমে প্লে স্টোর থেকে Voter Helpline App টি ডাউনলোড করুন।
২) এরপর ওপেন করুন।
৩) নিচে Explore এ ক্লিক করে New Voter Registration(Form 6) ক্লিক করুন।
৪) এরপর আপনি ভারতীয় কিনা তা সিলেক্ট করুন ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যান।
৫) এরপর আপনার রাজ্যের নাম,জেলার নাম,বিধানসভার নাম ও জন্ম তারিখ বসিয়ে দিয়ে, জন্ম তারিখ প্রমান আপলোড করে এগিয়ে যান।
৬) যদি আপনার বয়স ২১ বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনাকে Age Declaration Form Download করে ফিলাপ করে আপলোড করতে হবে। ফর্মে আবেদনকারীর নাম,বাবা/মা/স্বামীর নাম, ঠিকানা ও বিধানসভার নাম ও সিগনেচার করে আপলোড করতে হবে।
৭) এরপর পরবর্তী পেজে আপনার ফটো আপলোড করুন নাম,গ্রাম ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৮) এরপর আপনি স্ট্যাটাস চেক করার জন্য রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন কিংবা রেজিস্ট্রার মোবাইল নাম্বারেও চলে আসবে। এরপর সেটি দিয়ে স্ট্যাটাস চেক করে নিন।Explore এ ক্লিক Application Status Check এ ক্লিক করে।
Important Links:-
- Age Declaration Form Download Link:- Click Here
- Voter Card Status Check Link:-Click Here