LIC-এর ১০হাজার টাকা স্কলারশিপ 2022। অনলাইনে আবেদন শুরু । মাধ্যমিক/HS পাশ দের জন্য । West Bengal LIC Golden Jubilee Scholarship Scheme 2022 ।

চাকরির খবর ২৪৭ঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য LIC-লাইফ ইন্সুরেন্স কোম্পানি প্রত্যেক বছর ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করে স্কলারশিপের মাধ্যমে। আপনি যদি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে হাইয়ার স্টাডি করতে চান, তাহলে অবশ্যই এই স্কলারশিপের জন্য আবেদন করুন। এই আর্টিকেলে আমি আপনাদের কে সম্পূর্ণ তথ্য দেব, কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন? যোগ্যতা কি লাগবে? কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু, চলুন জেনে নিই....!!



LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম ২০২২

এই স্কলারশিপের উদ্দেশ্য :-

এই স্কলারশিপের উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করা যাতে তাদের উচ্চ শিক্ষার জন্য আরও ভাল সুযোগ প্রদান করা যায় এবং এইভাবে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা যায়।


এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে?

আপনি যদি ভারতের মধ্যে কোন সরকারি বা প্রাইভেট স্কুল, কলেজে পড়াশোনা করছেন তাহলেই আবেদন করতে পারবেন, এর সাথে যারা NCVT বোর্ডে ITI করছেন তারাও আবেদন করতে পারবেন এই স্কলারশিপে।



শিক্ষাগত যোগ্যতা:-

  1. 2019-20 শিক্ষাবর্ষে কমপক্ষে 60% নম্বর সহ দ্বাদশ/HS শ্রেণির পরীক্ষায় (বা তার সমতুল্য) পাস করা সমস্ত প্রার্থীরা, এবং
  2. যে সমস্ত প্রার্থীরা 2019-20 শিক্ষাবর্ষে ন্যূনতম 60% নম্বর সহ দশম শ্রেণির পরীক্ষা (বা তার সমতুল্য) পাস করেছেন এই স্কলারশিপের জন্য আবেদন করার যোগ্য।
  3. যারা উপরের এই সমস্ত কোর্স পাশ করার পর, উচ্চ শিক্ষা গ্রহণ করতে আগ্রহী (যেমন মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, যেকোনো বিষয়ে স্নাতক, যেকোনো ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স বা অন্যান্য সমতুল্য কোর্স, সরকারি স্বীকৃত কলেজ/ইন্সটিটিউট বা কোর্সের মাধ্যমে ভোকেশনাল/ITI কোর্সে) তাদের অনুদান প্রদান করা হয়। 

বার্ষিক ইনকামঃ-
আবেদনকারীর পিতা-মাতা/অভিভাবকের বার্ষিক আয় (সমস্ত উৎস থেকে) বার্ষিক 2,00,000 টাকার বেশি নয় তারা বৃত্তির জন্য আবেদন করার যোগ্য।

Note:
এই বৃত্তিটি শুধুমাত্র আন্ডার-গ্রাজুয়েট  দের জন্য, পোষ্ট-গ্রাজুয়েট দের জন্য নয়।


স্কলারশিপের মেয়াদঃ-

১) উচ্চমাধ্যমিক পাশ
ছেলেদের ও মেয়েদের জন্য ১০,০০০ টাকা,

২) মাধ্যমিক পাশ
 ছেলেদের জন্য ১০,০০০ টাকা,
মেয়েদের জন্য ক্লাসে ১১ এ ১০ হাজার এবং ১২ ক্লাসে ১০ হাজার, মোট ২০ হাজার টাকা ২ বছর মিলিয়ে।

স্কলারশিপের প্রার্থী বাছাই পদ্ধতিঃ-
যারা স্কলারশিপের জন্য আবেদন করবে, সবাই কিন্তু স্কলারশিপ পাবেনা, LIC কোম্পানি ছাত্র-ছাত্রীদের নম্বর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ইনকাম দেখে ঠিক করবে কাদের স্কলারশিপ দেবে, এবং সেইমতো সিলেক্টেড প্রার্থীদের লিস্ট বের করা হবে। এককথায় যে যত বেশি পারসেন্টেজ(%) নম্বর পাবে, তার স্কলারশিপ পাবার সুযোগ তত বেশি থাকবে।


আপনি যদি অন্য কোন জায়গা থেকে অন্য কোন স্কলারশিপের জন্য আবেদন করে থাকেন অথবা স্কলারশিপ পেয়ে থাকে, তবুও এখানে আবেদন করতে পারবেন। 

কি কি ডকুমেন্টস লাগবে?
  • মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের মার্কশীট এবং সার্টিফিকেট,
  • আধার/ভোটার কার্ড,
  • ইনকাম সার্টিফিকেট(BDO/পৌরসভা থেকে আনতে হবে),
  • আবেদনকারীর ব্যাঙ্কের পাশবই,


আবেদন পদ্ধতিঃ-
Online






Important Links:-

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন