সামাজিক ন্যায় ও সুরক্ষা প্রকল্প 2022 | আবেদন কিভাবে করবেন? কি কি ডকুমেন্টস লাগবে?

 চাকরির খবর ২৪৭ঃ  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2021 সালের ভোটের আগে ঘোষণা করেছিলেন, এবার ভোটে জিতলে পশ্চিমবঙ্গের সমস্ত তপশিলী জাতি, উপজাতি, জেনারেল/SC/ST/OBC সমস্ত মা-বোনেদের মাসিক 1,000 ও 500 টাকা করে দেবেন, আগামী 1 বছর পর্যন্ত। 

এবার ভোটে জেতার পর তিনি এই নতুন প্রকল্প চালু করতে চলেছেন, যার নাম দিয়েছেন সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা।


এই প্রকল্পের সুবিধা?

  1. রাজ্যের সব কাস্টের মহিলাদের মাসিক ১০০০ ও ৫০০ টাকা করে দেওয়া হবে। 
  2. SC/ST কাস্টের মহিলারা পাবেন মাসিক ১০০০ টাকা করে। 
  3. ১ বছরে মোট ১২,০০০ টাকা পাবেন।
  4. জেনারেল / OBC কাস্টের মহিলারা মাসিক ৫০০ টাকা করে, বছরে মোট ৬,০০০ টাকা পাবেন। 

এই প্রকল্পে শুধুমাত্র পরিবারের একজন এবং প্রধান মহিলা আবেদন করতে পারবেন।  কোন পুরুষ এক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাবেন না। 


আবেদন কিভাবে করবেন?

  • এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তবে যথা সম্ভব ২০২১ সালের জুন মাস থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে৷ 
  • তখন আপনার পঞ্চায়েত/পৌরসভা/BDO তে আপনি ফর্ম পাবেন, সেটা ফিলাপ করে তার সাথে আধার কার্ড, ব্যাঙ্কের পাশবুকের যেরক্স জমা দিলেই আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে।
  • এর আবেদন প্রক্রিয়া অনলাইনে চালু হবে কিনা, তা এখনও জানা যায়নি। তবে যথাসম্ভব এটি অনলাইনেই হবে। 


আপনারা নীচে দেওয়া এই নম্বরে ফোন করে এর ব্যাপারে আরও তথ্য জানতে পারবেন। 

9738097380

প্রথমে এই নম্বরে ফোন করলে, দুবার রিং হয়ে ফোনটি কেটে যাবে, তারপর আপনার কাছে একটি নম্বর থেকে কল আসবে, সেই কলে আপনাকে সমস্ত তথ্য জানিয়ে দেবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন