পশ্চিমবঙ্গের এমন ৬টি প্রকল্প, যেখানে আবেদন করলে টাকা সরাসরি ব্যাঙ্ক একাউন্টে পাবেন `



 পশ্চিমবঙ্গের এমন ছয়টি প্রকল্প যেখানে আপনি আবেদন করলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে 50000 টাকা থেকে শুরু করে 1লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত 


1) গীতাঞ্জলি প্রকল্প 

                         এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহরতলী এলাকাতে যে সমস্ত দিন দরিদ্র মানুষেরা আছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন রাজ্য সরকার ,  বর্তমানে যাদের মাথার ওপর ছাদ নেই বা নির্দিষ্ট বাড়িঘর যাদের নেই - তাদের মাথার ওপর ছাদ করে দেওয়ার ব্যবস্থা করছেন আবাসন দপ্তর , এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনার ঘর বাঁধার জায়গা থাকতে হবে এবং তাতে কোনো আইনি জটিলতা থাকলে চলবে না । 


কিভাবে টাকা পাবেন - 

1. সমতলের ক্ষেত্রে প্রত্যেকটা পরিবারকে বাড়ি বানানোর জন্য সরাসরি তাদের ব্যাংকে 1 লক্ষ 20 হাজার টাকা দেওয়া হয় , 

2. তাছাড়া সুন্দরবন সহ পার্বত্য অঞ্চলের মানুষদের বাড়ি বানানোর জন্য 1 লক্ষ 30 হাজার টাকা দেওয়া হয় , 

3. জেলাশাসকের মাধ্যমে প্রথমে 70% ও পরে 30% টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় । 


কারা কারা আবেদন করতে পারবেন - 

1. যারা গৃহহীন অথবা কাচা বাড়িতে বসবাস করেন অথচ তাদের বাড়ি বাঁধার জমি আছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ,

2. অবশ্যই মাসিক আয় 6 হাজার টাকা হতে হবে 

3. সমস্ত দরিদ্র খেটে খাওয়া মানুষরা আবেদন করতে পারবেন 


কোথায় যোগাযোগ করবেন -

1. জেলাস্তরের প্রত্যেকটা মহকুমা শাসক ( SDO ) , ব্লক উন্নয়ন দপ্তর ( BDO ) অফিসে যোগাযোগ করতে হবে 

2. জেলার জেলাশাসক এবং অতিরিক্ত একজন জেলাশাসক পুরো প্রকল্পে তদারকি করেন


2) গতিধারা প্রকল্প 

 পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছেন তাদের কর্মসংস্থানের লক্ষ্যে এই নতুন প্রকল্পটি সূচনা করা হয়েছে , রাজ্যের 20 থেকে 45 বছরের যুবক যুবতীরা যদি গাড়ি চালিয়ে ইনকাম করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে যেকোনো বাণিজ্যিক গাড়ি কিনলে রাজ্য সরকার গাড়ির দাম 30 % এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে থাকেন । এই টাকাটা উপভোক্তাকে আর ফেরত দিতে হবে না । শারীরিক ভাবে পিছিয়ে পড়া মানুষেরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন । 


আবেদনের শর্ত - 

1. এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বয়স 20 থেকে 45 বছরের মধ্যে হতে হবে 

2. পারিবারিক আয় 25 হাজার টাকার নিচে হতে হবে 

3. এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে 

4. SC ও ST দের ক্ষেত্রে পাঁচ বছরের এবং OBC দের ক্ষেত্রে তিন বছরের ছাড় পাওয়া যাবে । 


যোগাযোগ - 

1. জেলার ক্ষেত্রে আঞ্চলিক পরিবহন দপ্তর ( RTO ) এর অফিস , রাজ্যস্তরে পারমিটের জন্য স্টেট ট্রান্সপোর্ট অথরিটি ( STA ) - কলকাতা , শিলিগুড়ি , দুর্গাপুর এই সমস্ত অফিসে যোগাযোগ করতে হবে ।


3) যুবশ্রী প্রকল্প 

 পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য এই প্রকল্পটি তৈরি করা হয়েছে , এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এখনও পর্যন্ত কর্মসংস্থান পাননি তাদের এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাছাড়া যদি কোনো রকম ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা না করা সম্ভব হয় তাহলে সেই সমস্ত বেকার ছেলে মেয়েদেরকে প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে । 


আবেদনের শর্ত সমূহ - 

1. এই প্রকল্পের আবেদন করতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে 

2. বয়স 18 থেকে 25 হতে হবে 

3. সর্বনিম্ন যোগ্যতা অষ্টম পাস হতে হবে । 


যোগযোগ -

1. এই প্রকল্পের আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে,অনলাইনে নিজের নাম নথিভুক্ত করতে হবে 

2. অনলাইনে নাম নথিভুক্ত করার পর সমস্ত ডকুমেন্ট সহ আপনাকে আপনার নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংক আছে সেখানে গিয়ে জমা করতে হবে 

Website হলো - employmentbankwb.gov.in


4) হাসির আলো প্রকল্প 

                           হাসির আলো প্রকল্পের মাধ্যমে রাজ্যে যে সমস্ত গরীব মানুষেরা বসবাস করেন তাদেরকে বিনামূল্যে বিদ্যুতের পরিষেবা দেওয়া হবে , এখানে সর্বোচ্চ তিন মাসে 75 ইউনিট পর্যন্ত ছাড় দেওয়া হয় । 


যোগাযোগ - 

 এই প্রকল্পের সুবিধা পেতে আপনাকে কোথাও আবেদন করতে হবে না শুধুমাত্র বিপিএল অন্তর্ভুক্ত হলেই আপনার এই সুবিধাগুলো পেয়ে যাবেন । গরীব ও খেটে খাওয়া মানুষদের বাড়িতে যাতে রাতের অন্ধকারে না থাকে তার জন্য হাসির আলো প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 


5) শিশুসাথী প্রকল্প 

                        এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিশুদের হৃদপিণ্ডে বিনামূল্যে অস্ত্রপ্রচার করা , এই প্রকল্পে শিশুদের 18 বছর বয়স পর্যন্ত হৃদপিণ্ডের যদি কোনো রকম সমস্যা হয় সে ক্ষেত্রে রাজ্য সরকার তার চিকিৎসার দায়িত্ব নেন । 


যোগাযোগ - 

 1. কলকাতার এসএসকেএম ( পিজি হাসপাতাল ) কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল 

 2. পশ্চিমবঙ্গের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH এবং ব্লক স্তরের BMOH এর কার্যালয়ে যোগাযোগ করতে হবে । 


6) নির্মাণ কর্মী ভাতা প্রকল্প 

 এই প্রকল্পের আবেদনকরতে হলে উপভোক্তার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে ।


কি সুবিধা পাবেন - 

1. প্রতিবছর চিকিৎসার জন্য 10 হাজার টাকা এবং অস্ত্রোপচারের জন্য পাওয়া যাবে 30 হাজার টাকা করে ।

2. প্রতিমাসে পেনশন পাওয়া যাবে 500 টাকা থেকে 870 টাকা পর্যন্ত ।

3. গৃহ নির্মাণের জন্য 50 হাজার টাকা ঋণ পাওয়া যাবে ।

4. শিক্ষার জন্য 2 হাজার থেকে 15 হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে । 


যোগাযোগ - 

1. পশ্চিমবঙ্গ নির্মাণ কল্যাণ দপ্তরে গিয়ে 21 নম্বর ও 27 নম্বর ফর্ম ফিলাপ করতে হবে । 

2. এবং এই দপ্তরে গিয়ে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন