জাগো’ প্রকল্প মহিলা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু মমতা সরকারের নয়া পরিকল্পনা। Jago Prokolpo


 বরাবরই একের পর এক প্রকল্প নিয়ে এসে রাজ্যের মানুষের সাহায্য করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের জন্য এর আগে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী ইত্যাদি প্রকল্প এনেছেন মমতা, এবার মহিলাদের বিকাশের জন্যই ফের একটি প্রকল্প ‘জাগো’ JAGO PROKOLPO নিয়ে এলেন তিনি। আগের গুলোর মত এটারও নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এখান থেকে 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। এবার কথা মতো কাজও শুরু হল। মহিলা সমিতি গুলির দাবি, এই ‘জাগো’ প্রকল্পে উপকৃত হলেন রাজ্যের অন্তত 1 কোটি মহিলা।

প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।
- এখান থেকে ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। উল্লেখ্য, বিধানসভায় এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কথা মতো কাজও শুরু হল।

- মহিলা সমিতি গুলির দাবিএই ‘জাগো’ প্রকল্পে উপকৃত হলেন রাজ্যের অন্তত কোটি মহিলা।

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না। ৭৭৭৩০০৩০০৩ নম্বরে মিসড কল করে অথবা JAAGO টাইপ করে মেসেজ পাঠালে অনুদানের অবস্থা জানা যাবে।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন