রেলের গেটম্যান পদে চাকরি পাবে কিভাবে 2021? Full Information of Rail Gate Job |




যখনই ট্রেন আসে, রেলের গেট ফেলে দেয় গেটম্যান, এবং ট্রেন চলে গেলে আবার সে গেট তুলে দেয়, ট্রেন চলাকালীন সময় সাধারন মানুষ যাতে ট্রেনের তলায় চাপা না পড়ে, সেই জন্য রেলের এই ব্যবস্থা। কখনও ভেবে দেখছ কি, এই গেটম্যান কাজ আমরা কিভাবে পেতে পারি? আজকে আমরা জানব, এই গেটম্যান পোষ্টে চাকরি করার জন্য আমাদের কোন ফর্ম ফিলাপ করতে হবে? এছাড়া শিক্ষাগত যোগ্যতা, গেটম্যান কাজ, আবেদন ফি, সিলেকশন প্রসেস, আবেদন পদ্ধতি, পরিক্ষা, স্যালারি এই সব সম্পর্কে। তাই আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন এবং আমাদের এই পেজটিকে ফলো করুন, এরকম চাকরির তথ্য আরও জানার জন্য ।


Job Profile/গেটম্যানের  কাজঃ-
গেটম্যানের প্রথম এবং প্রধান কাজ হল, স্টেশন মাস্টারের নির্দেশ অনুযায়ী ট্রেন আসার সময় গেট ফেলে দেওয়া এবং ট্রেন চলে গেলে গেট তুলে দেওয়া । এছাড়া, 
গেটম্যান একটি রেললাইনের লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকে। ট্রেন, রাস্তার যানবাহন এবং পথচারীদের যাতায়াতের জন্য হাতে বা মেশিন দ্বারা গেট খোলা বা বন্ধ করা এই কাজের অন্তর্ভুক্ত। লেভেল ক্রসিং এর পাশে গেটম্যানের কেবিন থাকে ।


বয়সঃ- এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে
  • General: 18-33 Years,
  • OBC: 18-36 Years,
  • SC/ST: 18-38 Years,
  • PWD: 18-43 Years

শিক্ষাগত যোগ্যতাঃ- 
এই পদে আবেদন করার জন্য মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে। এক্ষেত্রে ভোকেশনাল থেকে মাধ্যমিক পাশ করলেও আবেদন করতে পারবে। (ITI পাশ না করলেও আবেদন করা যাবে)। ছেলে ও মেয়ে উভয়ই এই পদে আবেদনযোগ্য ।

আবেদন পদ্ধতিঃ-
Online । RRB/রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। যখন ফর্ম ফিলাপ শুরু হবে CHAKRIR KHABAR 247 ইউটিউব চ্যানেলে আপনারা জানতে পারবেন।


সিলেকশন প্রসেসঃ- 
  • CBT- (Computer Based Test)
  • PET (Physical Efficiency Test)
  • Documents Verification
  • Medical Test

CBT (Computer Based Test):-
CBT হল কম্পিউটার বেসড টেস্ট । ৯০ মিনিটের MCQ টাইপের পরিক্ষা নেওয়া হয়।

সিলেবাসঃ- 
  • General Science: 25 Question, 25 Marks
  • Math: 25 Question, 25 Marks
  • GI/Reasoning: 30 Question, 30 Marks 
  •  General Awarness/Current Affairs: 20 Question, 20 Marks
  • Total Question 100, Marks 100

নেগেটিভ মারকিংঃ- তিনটি প্রশ্ন ভুল করলে, প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কেটে নেয়া হবে। যারা এই CBT পরিক্ষায় পাশ করবে, তাদের PET (Physical Efficiency Test) এর জন্য ডাকা হবে।

PET (Physical Efficiency Test):- 

ছেলেদের ক্ষেত্রেঃ 
  • ৩৫ কেজি ওয়েট নিয়ে ১০০ মিটার যেতে হবে ২ মিনিটের মধ্যে, 
  • ১০০০ মিটার রান কমপ্লিট করতে হবে ০৪ মিনিট ১৫ সেকেন্ডে।

মেয়েদের ক্ষেত্রেঃ 
  • ২০ কেজি ওয়েট নিয়ে ১০০ মিটার যেতে হবে ২ মিনিটের মধ্যে, 
  • ১০০০ মিটার রান কমপ্লিট করতে হবে ০৫ মিনিট ৪০ সেকেন্ডে।

CBT এবং PET কমপ্লিট করে নিলে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং তারপর মেডিকেল টেস্ট হবে। চোখের উপর গুরুত্ব দেয়া হয় মেডিকেল টেস্টে, যেমন ডিস্ট্যান্স ভিশন, কালার ইত্যাদি । চশমা পড়লেও এলাউ করা হবে, তবে তার জন্য আলাদা রুলস হিসেবে মেডিকাল টেস্ট করা হবে।
এই ৪টি ধাপ সম্পূর্ণ করলে তোমাকে ট্রেনিং এর জন্য পাঠানো হবে, এবং ট্রেনিং শেষে তোমাকে পোস্টিং দেওয়া হবে।


আবেদন ফিঃ-
  • General/OBC: Rs 500/- (নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ, CBT এক্সাম। তুমি যদি এই CBT এক্সামে বসো তাহলে আবেদন ফি ৫০০ টাকার মধ্যে ৪০০ টাকা রিটার্ন পেয়ে যাবে, CBT এক্সামে পাশ করলেও পাবে, ফেল করলেও পাবে)
  • SC/ST/Female/PWD: Rs 250/- (SC/ST/Female/PWD এই সমস্ত কাস্টের ছেলে মেয়েরা পুরো টাকাটাই ফেরত পাবে CBT এক্সামে বসলে)।

পরিক্ষার ভাষাঃ- 
বাংলা ভাষায় পরিক্ষা দিতে পারবেন। অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় পরিক্ষার ভাষা হিসেবে বাংলা ভাষা বেছে নেবেন, তাহলে বাংলা এবং ইংরেজি এই ২টি ভাষায় প্রশ্নপত্র পাবেন।


স্যালারি এবং অন্যান্য সুবিধাঃ- 
 DA,HRA, TA এই সব মিলিয়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা মাসে ফিক্সড স্যালারি থাকে । অন্যান্য সব সুবিধার মধ্যে রেলে কোয়ার্টারের, ড্রেস, ২টি সন্তান হলে তাদের পড়াশোনার খরচা রেল দেয়, এছাড়া রেলে ট্রাভেলিং এর ছাড় এই সমস্ত সুবিধা রেলের তরফ থেকে পাওয়া যায়।

সারা ভারতে রেলের যে সমস্ত পদে চাকরি ভ্যাকান্সি বের হয়, সমস্ত পদগুলি Group A, Group B, Group C, Group D এই ৪টি গ্রুপ হয় । আজকের এই গেট্ম্যান পদটি Group D ক্যাটাগরির মধ্যে পড়ে। এরকম আরো ১৭টি পোস্ট Group D ক্যাটাগরির মধ্যে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন