রেলের টিকিট কাউন্টারে চাকরি পাবে কিভাবে?? | Ticket Counter Job in Railway |



 আজকের এই প্রতিবেদনে আমরা জানব রেলের টিকিট কাউন্টারে কিভাবে চাকরি পাওয়া যায় । অর্থাৎ আমরা যখনও ট্রেনে করে কোথায় যাই, সবার প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটি, তো যিনি আমাদের টিকিট টা দেন, সেই পোস্টে আমরা কিভাবে চাকরি পেতে পারি? কখন এর ফর্ম প্রকাশিত হয়, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস, পরিক্ষা, আবেদন ফি, ডিউটি টাইম, প্রমোশন সমস্ত কিছু আজকে আলোচনা করে দেব। তাই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন এবং এরকম আরও চাকরির আপডেট পেতে আমাদের এই পেজটিকে ফলো করুন।

 

এই পদে আবেদনের জন্য কোন ফর্মটি ফিলাপ করবে?

তুমি যদি রেলের টিকিট কাউন্টারে চাকরি করতে চাও, তাহলে তোমাকে যে পদে আবেদন করতে হবে, তার নাম, CCTC যার ফুল ফর্ম Commercial Cum Ticket Clerk । ২০১৮ সালের আগে TC/TTE (Ticket Cheaker), CC(Commercial Clerk), ECRC(Enquiry cum Reservation Clerk) এই ৩টি পদে আবেদনের জন্য আলাদা আলাদা ফর্ম প্রকাশিত হত, কিন্তু বর্তমানে একটা ফর্ম বের হয়, যার নাম CCTC । আরেকটি বিষয় হল, তুমি ভাবছ যে এই CCTC পদে আবেদন করলে এবং জব পেলে, তাহলে তুমি টিকিট কাউন্টারেই টিকিট ক্লার্ক পদে পোষ্টিং নেবে, এমনটি কিন্তু হবেনা, চাকরি পেলে এই ৩টি পদের মধ্যে কোন পদে তোমায় পোষ্টিং দেবে সেটা ডিপার্টমেন্ট ঠিক করবে ।

 

আরও চাকরির খবরঃ রেলের গেটম্যান পদে চাকরি পাবে কিভাবে 2021?

Job Profile/কাজের বিবরনঃ-

  1. TC/TTE (Ticket Cheaker):- এই পদের কাজ হল টিকিট চেক করা । একে টিকিট চেকার বা টিটি বলা হয়ে থাকে।
  2. CC(Commercial Clerk):- বুকিং সুপারভাইজার এবং স্টেশন মাস্টারের অধীনে CC/কমার্শিয়াল ক্লার্কের পদ হয়ে থাকে। নতুন যেসব ক্যান্ডিডেটের জয়েন করে, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা, যারা অলরেডি কাজ করছে তাদের স্যালারি ডিপারট্মেন্টে স্যালারি, PF, ESIC হিসেব রাখা, এই সমস্ত কম্পিউটারে বসে কাজগুলি CC পদের হয়ে থাকে।
  3. ECRC(Enquiry Cum Reservation Clerk):- টিকিট কাউন্টারে টিকিট বিক্রি করা এবং মালগাড়ি ডিপারটেমেন্ট, গুডস গার্ড, টিকিট রিজার্ভেশন ।

 

বয়সঃ- 

  • General: 18-30 Years,
  • OBC: 18-33 Years,
  • SC/ST: 18-35 Years,
  • PWD: 18-40 Years


শিক্ষাগত যোগ্যতাঃ-

যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ বা ভোকেশনাল থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেও আবেদন করতে পারবে। (প্রসঙ্গত বলে রাখি, ২০১৮ সালের আগে পর্যন্ত মাধ্যমিক পাশে এই পদে আবেদন করা যেত)।


 আরও চাকরির খবরঃ রেলের গেটম্যান পদে চাকরি পাবে কিভাবে 2021?


আবেদন পদ্ধতিঃ- 

Online, RRB NTPC/রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ডের যখন NTPC ফর্ম বের হবে, তখন ফর্ম ফিলাপ করতে হবে, যখন ফর্ম প্রকাশিত হবে আমাদের CHAKRIR KHABAR 247 ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।


আবেদন ফিঃ- 

  • General/OBC: Rs 500/-
  • SC/ST/Female/PWD: Rs 250/- 

আবেদন ফি কম বা বেশি হতে পারে, নতুন নোটিশ প্রকাশিত হলে।

 

সিলেকশন প্রসেসঃ-

  • CBT-1 
  • CBT-2
  • Document Verification
  • Medical


সিলেবাসঃ-

CBT-1:- ৯০ মিনিটের MCQ টাইপের কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে।

  • General Awarness: Question-40, Marks-40
  • Mathmetica: Question-30, Marks-30
  • GI/Reasoning: Question-30, Marks-30
  • Total Question-100, Marks-100
 

নেগেটিভ মারকিংঃ-

তিনটি প্রশ্ন ভুল করলে ১ নম্বর কেটে নেওয়া হবে। CBT-1 পাশ করলেই তবেই CBT-2 এক্সাম দিতে পারবে।


CBT-2:- CBT-1 এর তুলনায় CBT-2 পরিক্ষা কঠিন হবে, ৯০ মিনিটের MCQ টাইপের মোট ১২০ টি প্রশ্ন থাকবে।

  • General Awarness: Question-50, Marks-40
  • Mathmetica: Question-35, Marks-35
  • GI/Reasoning: Question-35, Marks-35
  • Total Question-120, Marks-120
 

নেগেটিভ মারকিংঃ-

তিনটি প্রশ্ন ভুল করলে ১ নম্বর কেটে নেওয়া হবে। CBT-2 পরিক্ষায় যারা পাশ করবে তারা ফাইনাল সিলেকশন পাবেন, এবং এরপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্ট । এই ৪টি ধাপ সম্পূর্ণ হবার পর আপনাকে ট্রেনিংবের জন্য পাঠিয়ে দেয়া হবে, এবং ট্রেনিং শেষে আপনি পোস্টিং পাবেন।


পরিক্ষার ভাষাঃ- 

বাংলা ভাষায় পরিক্ষা দিতে পারবেন। অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় পরিক্ষার ভাষা হিসেবে বাংলা ভাষা বেছে নেবেন, তাহলে বাংলা এবং ইংরেজি এই ২টি ভাষায় প্রশ্নপত্র পাবেন।

 

বেতন ও অন্যান্য সুবিধাঃ-

২১,৭০০ টাকা মাসে এর সাথে DA,HRA, TA এই সব মিলিয়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা মাসে ফিক্সড স্যালারি থাকে । অন্যান্য সব সুবিধার মধ্যে রেলে কোয়ার্টারের, ড্রেস, ২টি সন্তান হলে তাদের পড়াশোনার খরচা রেল দেয়, এছাড়া রেলে ট্রাভেলিং এর ছাড় এই সমস্ত সুবিধা রেলের তরফ থেকে পাওয়া যায়।


আরও চাকরির খবরঃ রেলের গেটম্যান পদে চাকরি পাবে কিভাবে 2021?


ডিউটি টাইমঃ-

৭দিনের মধ্যে ৬দিন কাজ এবং ১দিন ছুটি থাকে, ৮ঘন্টার ডিউটি টাইম। এবং ১দিন মানে ২৪ ঘন্টায় মোট তিনটি শিফট হয়, প্রত্যেক শিফট হয় ৮ ঘন্টার। আপনার নাইট শিফট এবং ডে শিফট দুটিই করতে হবে, অল্টারনেট করে। 

 

 প্রমোশনঃ- 

এই পদে প্রমোশন দুইভাবে হয়। অভিজ্ঞতার ভিত্তিতে এবং ডিপারট্মেন্টাল এক্সাম দিয়ে

  •  অভিজ্ঞতার ভিত্তিতে প্রমোশন, মিনিমাম ৩ বছর CCTC পদে কাজ করলে, তারপর Senior CCTC পদে প্রমোশন দেওয়া হয়, এবং Senior CCTC পদে ৩/৪ বছর কাজ করলে Chief CCTC পদে প্রমোশন দেওয়া হয়, এইভাবে অভিজ্ঞতার ভিত্তিতে স্টেশন মাস্টার পদ পর্যন্ত প্রমোশন হতে পারে।
  • ডিপারট্মেন্টাল এক্সাম দিয়ে প্রমোশন, রেলের কর্মচারীদের প্রমোশনের জন্য বিভিন্ন সময়ে ডিপারট্মেন্টাল এক্সাম নেওয়া হয়, আপনি সেই এক্সাম দিয়ে রেলের আলাদা আলাদা পদে কাজ পেতে পারেন।

 

আরও চাকরির খবরঃ রেলের গেটম্যান পদে চাকরি পাবে কিভাবে 2021?


এই হচ্ছে টিকিট চেকার, টিকিট ক্লার্ক পদের চাকরি পাবার সমস্ত তথ্য, আপনাদের এই তথ্য কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরপর আপনারা কোন পদ সম্পর্কে জানতে চান আমাদের বলুন, আমরা সেগুলি নিয়েও আলোচনা করব।

3 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন