চাকরির খবর ২৪৭ঃ আপনি কি মহিলা? অঙ্গনওয়াড়ী কর্মী পদে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর । পশ্চিমবঙ্গের ১টি জেলাতে অঙ্গনওয়াড়ী কর্মী ও অঙ্গনওয়াড়ী সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।
নিয়োগকারী সংস্থাঃ
পশ্চিমবঙ্গ সরকার
শিশু বিকাশ প্রকল্প অধিকারিকের কাৰ্য্যালয়
ডোমজুড় (অতিরিক্ত) সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প
দক্ষিন ঝাঁপড়দহ,ডোমজুড় হাওড়া পিন- ৭১১৪০৫
স্মারক নং : ১৭২/আই.সি.ডি./এস/এ (ডোমজুড়)
তারিখ : ২৭/০৪/2022
গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন শুরুর তারিখঃ ২৭শে এপ্রিল ২০২২,
লাস্ট ডেটঃ ২৩শে মে ২০২২ ।
শূন্যপদের বিবরণঃ
১) পদের নামঃ অঙ্গনওয়াড়ী কর্মী,
শিক্ষাগত যোগ্যতাঃ অঙ্গনওয়াড়ী কর্মী পদের সকল প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো সরকারিভাবে অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ন। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও অঙ্গনওয়াড়ী কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন।
ভ্যাকান্সিঃ মোট শূন্যপদ = ১৭ (অসংক্ষরিত-১০,তপশিলী উপজাতি= ০১, তপশিলী জাতি- ০৩, ও.বি.সি-এ- ২,ও.বি.সি-বি-০১)
গুরুত্বপূর্ণ আরও চাকরির খবরঃ
✓ কেন্দ্র সরকারের চাকরিমুখী প্রশিক্ষন ও চাকরি 2022-23
✓ পাঞ্জাব ব্যাঙ্কে পিওন নিয়োগ 2022
✓ জেলা আদালতে গ্রুপ C ও D পদে নিয়োগ
✓ এপ্রিল (2022) মাসের শেষ সপ্তাহে বেস্ট 05টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে ।
২) পদের নামঃ অঙ্গনওয়াড়ী সহায়িকা কর্মী,
শিক্ষাগত যোগ্যতাঃ অঙ্গনওয়াড়ী সহায়িকা কর্মী পদের সকল প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো সরকারিভাবে অনুমোদিত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ন। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও অঙ্গনওয়াড়ী সহায়িকা কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন।
ভ্যাকান্সিঃ মোট শূন্যপদ = ৪৪ (তপশিলী উপজাতি= ০৩, তপশিলী জাতি- ১০, ও.বি.সি-এ-০৪, ও.বি.সি-বি-০২, অসংরক্ষিত= ২৪, বিশেষ ভাবে সক্ষম-০১)
আবেদনকারীর বয়স :
অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, ১লা এপ্রিল, ২০২২ তারিখে তাদের বয়স নূন্যতম ১৮বছর এবং সর্বাধিক ৪৫ বছর হতে হবে।
কর্মজীবনের অবসানের বয়স :
বর্তমানে সরকারী নির্দেশিকা অনুযায়ী প্রতিটি অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা ৬৫ (পয়ষট্টি) বছর বয়স পূর্ণ হলে এই স্বেচ্ছাসেবামূলক কাজ থেকে তাদের বাধ্যতামূলকভাবে কর্মজীবনের অবসান ঘটবে।
প্রার্থী নির্বাচন প্রক্রিয়া :
অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা পদের জন্য প্রার্থীদের নিম্নলিখিত লিখিত পরীক্ষায় (পূর্নমান-৯০) বসতে হবে এবং লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্নমান -১০। লিখিত পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, সেগুলি হল :
- মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টমশ্রেনী মান) - পূর্নমান - ১৫
- পার্টি গনিত(অষ্টমশ্রেনী মান) - পূর্নমান - ২০
- পুষ্টি-জনস্বাস্থ্য-মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন - পূর্নমান - ১৫
- ইংরেজী ভাষাজ্ঞান (প্রার্থীর ইংরেজী ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান,ভাষান্তরকরণ/অনুবাদ ইত্যাদি) (অষ্টম/নবম শ্রেনী মান) - পূর্নমান - ২০
- সাধারণ জ্ঞান - পূর্নমান - ২০
(অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র রচিত হবে)
আবেদনপত্রের সঙ্গে যা যা জমা দিতে হবে :
১) প্রার্থীর বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট (মূলকপি)।
২) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট, (স্বপ্রত্যয়িত কপি)।
৩) প্রার্থীর বয়স সংক্রান্ত সার্টিফিকেট (স্বপ্রত্যয়িত কপি)।
8) প্রার্থীর জাতিগত পরিচয় সংক্রান্ত সার্টিফিকেট (স্বপ্রত্যয়িত কপি)।
৫) প্রার্থীর সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি স্ট্যাম্প সাইজ ছবি (একটি পাসপোর্ট ছবি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আটকে দিতে এবং অন্য ২-টি ছবি আবেদনপত্রের সঙ্গে আলাদাভাবে খামের মধ্যে দিতে হবে)।
৬) আবেদনকারীর নাম ও সম্পূর্ন ঠিকানা সম্বলিত এবং ছয় (৬/-) টাকার ডাকটিকিট সম্বলিত দুটি পৃথক (১০” X৪”) মাপের খাম ।
৭) এপিক(ভোটার কার্ড) আধার কার্ড এর কপি(স্বপ্রত্যয়িত কপি)।
বিজ্ঞপ্তিতে বর্ণিত দরখাস্তের বয়ান আনুযায়ী প্রতিটি কলম সম্পূর্ণ রূপে পুরণ করে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে রাখা নির্দিষ্ট বাক্সে জমা দিতে হবে; উক্ত বয়ান ব্যতীত অন্য কোনো বয়ানে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। উপরিউক্ত সকল প্রমান পত্র ও খাম সহ আবেদনপত্রটি একটি বড় খামে ভরে মুখবন্ধ অবস্থায় সুসংহত শিশুবিকাশ প্রকল্প আধিকারিক, ডোমজুড় (অতিরিক্ত)) সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প (বিন্দুবালা নিবাস, দক্ষিন ঝাঁপড়দহ, ডোমজুড়), হাওড়া এই ঠিকানায় প্রদান করতে হবে। উক্ত খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে সঠিকভাবে তার উল্লেখ থাকা বাধ্যতামুলক। তদুপরি খামের বামদিকে আবেদনকারীর নাম এবং নামসহ ঠিকানা (গ্রাম পঞ্চায়েত) অবশ্যই লিখতে হবে।
দরখাস্ত জমা দেবার শেষ তারিখ :- 23/05/2022, বিকাল ৩টা পর্যন্ত।
আবেদনকারীদের প্রতি কয়েকটি নির্দেশঃ
১) বিজ্ঞপ্তির সঙ্গে যে আবেদনপত্রের নমুনা দেওয়া হল, ঐ নমুনা অনুযায়ী আবেদন করতে হবে। নমুনা আবেদন পত্রটি ফটোকপি করে তাতে আবেদন করলে তাও গ্রাহ্য করা হবে। উপরন্তু সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি হাওড়া জেলার ওয়েবসাইট (howrah.gov.in)থেকে ডাউনলোড করা যেতে পারে। নমুনা অনুসারে সঠিকভাবে সম্পূর্ণ করে নির্দিষ্ট বাক্সে জমা দিতে হবে,জমার জন্য কোনো রসিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হবেনা।ডাকযোগে বা কোন ক্যুরিয়র সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদন পত্র গৃহীত হবে না।
২) কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিয়ে উপরোক্ত শর্তাবলী লঙ্ঘন করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
৩) পদে নিযুক্তির পরবর্তী সময়ে কোন তথ্য ভুল বা অসংগত ছিল বা উপরোক্ত শর্তাবলীর কোনটি লঙ্ঘিত হয়েছিল বলে প্রমাণিত হলে তৎক্ষণাৎ সেই নিযুক্তি বাতিল হবে এবং ঐ প্রার্থীর বিরুদ্ধে সরকারী নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে । ৪) আবেদন পত্রে কোন অস্বাক্ষরিত পরিবর্তন অসংগত বলে বিবেচিত হবে । জমা আবেদন পত্রে কোন পরিবর্তনের জন্য কোন অনুরোধ বিবেচিত হবে না ।
৫) কোন পরীক্ষায় হাজির হওয়ার জন্য কোন গাড়ী ভাড়া বা রাহা খরচ পাওয়া
৬) প্রার্থীদের বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট এলাকায় সাংসদ/বিধায়ক/হাওড়া মিউনিসিপ্যাল কর্পরেশনের মেয়র/মেয়র ইন কাউন্সিলর/গ্রাম পঞ্চায়েতের প্রধান/ জেলাশাসক/অতিরিক্ত জেলাশাসক/মহকুমাশাসক-এর কাছ থেকে সংগ্রহ করতে হবে ।
✓Application Form: Download
✓Latest Job: Click Here
✓Chakrir Khabar 247 App: Download
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: west bengal anganwadi recruitment 2022, west bengal anganwadi recruitment, icds recruitment 2022 west bengal last dateicds form fill up last date 2022, www wbwcdsw gov in online application, west bengal anganwadi recruitment 2022, icds recruitment 2022 west bengal last date, west bengal anganwadi official website, icds form fill up last date 2022, icds recruitment 2022 west bengal online application.