আপনাদের কাজটি কি / কি কাজ করতে হবে?
অফিশিয়াল নোটিশ অনুযায়ী আপনাদের ডাক্তার, নার্স এবং পুলিশের সহকারী হিসেবে কাজ করতে হবে - তাদের কাজে সাহাজ্য করতে হবে ও অন্যান্য |
কাজটি স্থায়ী না অ-স্থায়ী?
প্রথমে আপনাদের কে বলে রাখি কাজটি স্থায়ী না অ-স্থায়ী সেটি কিন্তু বিজ্ঞিপ্তি তে বলা নেই | তবে কাজটি অ-স্থায়ী |
পরবর্তীকালে যদি কাজটি স্থায়ী করা হয় তাহলে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এবং মাননীয়া মুখ্যমন্ত্রী আপনাদের কে জানিয়ে দেবে এবং সরকারি চাকরির প্রস্তুতি এই চ্যানেলেও তার আপডেট টি জানতে পারবেন |
এই ভিডিওটি দেখার জন্যে
এখানে ক্লিক করুন - Clik Here
এই কাজটি কতদিনের?
আপনারা অনেকেই জানেন বা খেয়াল করে দেখেছেন যখন বড় বড় কোন পুজো হয় - যেমন গঙ্গাসাগর মেলা - বা দুর্গাপূজা তখন সেইসব উৎসবে ভীড় সামলানোর জন্য, সবরকম সাহায্য করার জন্য সরকারের তরফ থেকে বা প্রশাসন ( থানা) থেকে ভলেন্টিয়ার নিয়োগ করা হয় | এবং যতদিন সেই মেলা বা পুজো চলে - ঠিক ততদিন কাজ চলে | তারপর কিন্তু আর কাজট থাকে না |
ঠিক একইভাবে - নোটিশে দেখুন বলা হয়েছে কোভিড-১৯ ভাইরাস বা করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার জন্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে - সুতরাং যতদিন এই করোনা ভাইরাস আমাদের ভারতবর্ষে থাকবে ততদিন আপনাদের কাজ থাকবে - এটি নিশ্চিত |
এবং পরবর্তীতে কাজ থাকবে কি না - তা সরকারে পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে |
বেতন কত?
বেতন যে কত বা এক্সাট এমাউন্ট অফিশিয়াল নোটিশে বলা নেই | তবে আমার মতে,
এখানে বেতন বলতে আপনাদের দেওয়া হবে পারিশ্রমিক বা রোজ/দিন হিসেবে টাকা |
২৫০ টাকা করে প্রত্যেকদিন হিসেবে আমরা পারিশ্রমিক পাবেন |
বিশদে জানতে আপনাদের - 2357-1075, 2357-1083, 2357-3636 এই নম্বরে কল করতে হবে বা পরবর্তীতে বেতন নিয়ে কোনো নোটিশ বেরোলে তা জানতে পারবেন |


Online hobe ki na
উত্তরমুছুনPdf ta kon side a pabo?
মুছুন