লকডাউনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্র মানুষজন দের জন্য ১লাখ ৭০ হাজার কোটি টাকার অনুদান ঘোষনা করেছিল | এই মর্মে যে সবাইকে এপ্রিল, মে ও জুন এই ৩ মাস ৫০০ টাকা করে দেওয়া হবে |
কারা এই টাকা পাবেন?
যাদের জনধন প্রকল্পে ০ ব্যালান্স ব্যাংক একাউন্ট আছে - সেই সমস্ত মহিলারা আগামী ৩ মাস (এপ্রিল,মে,জুন) ৫০০ টাকা করে পাবেন |
জনধন ব্যাংক একাউন্ট কি?
প্রধানমন্ত্রী স্বীকৃত ০ ব্যালান্স ব্যাংক একাউন্ট - যেখানে মিনিমাম ব্যালান্স মেইন্টেইন করতে হয় না - যেখানে ১ লাখ টাকার বেশী জমা করা যায় না - যেখানে আপনি মাসে ১০ হাজার টাকার বেশী ট্রানজাকশন করতে পারেন না - যেখানে চেকবুকের সুবিধা নেই - শুধুমাত্র ATM DEBIT CARD (RUPAY) সুবিধা পান - সেই সমস্ত ব্যাংক একাউন্ট কে জনধন ব্যাংক একাউন্ট বলা হয় |
শুধুমাত্র মহিলারাই টাকা পাবে - পুরুষেরা টাকা পাবে না?
টাকা সবাইকেই (পুরুষ দেরও) দেওয়া হবে তবে ধীরে ধীরে | বর্তমান আপডেট অনুযায়ী শুধুমাত্র মহিলাদের ব্যাংক একাউন্টেই টাকা দেয়া হচ্ছে |
ভারত দেশে মোট ২০ কোটি মহিলাদের এই জনধন ব্যাংক একাউন্ট রয়েছে - তাদের সবার একাউন্টেই টাকা জমা দেওয়া হবে ৩এপ্রিল থেকে ৯এপ্রিল পর্যন্ত|
যাদের ব্যাংক একাউন্টের শেষ সংখ্যা ০/১ তারা ৩ এপ্রিল টাকা পাবেন |
০/১ - ৩ এপ্রিল
২/৩ - ৪ এপ্রিল
৪/৫ - ৭এপ্রিল
৬/৭ - ৮ এপ্রিল
৮/৯ - ৯ এপ্রিল
আপনাদের ব্যাংক একাউন্টের টাকা কোথাও যাবে না - আপনি টাকা না তুললেও তা আপনার একাউন্টেই থাকবে - তাই গুজবে কান দেবেনা না - অযথা ব্যাংকে গিয়ে ভিড় বাড়িয়ে - হয়রানি হবেন না |
টাকা একাউন্টে ঢোকার পর যেকোনো দিন গিয়ে তা তুলে আনতে পারবেন - এছাড়া ATM থেকেও টাকা তুলতে পারবেন - নেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং - এও এই টাকা ট্রানজাকশন করতে পারবেন |
বাড়িতে থাকুন - সুস্থ থাকুন |
কারা এই টাকা পাবেন?
যাদের জনধন প্রকল্পে ০ ব্যালান্স ব্যাংক একাউন্ট আছে - সেই সমস্ত মহিলারা আগামী ৩ মাস (এপ্রিল,মে,জুন) ৫০০ টাকা করে পাবেন |
জনধন ব্যাংক একাউন্ট কি?
প্রধানমন্ত্রী স্বীকৃত ০ ব্যালান্স ব্যাংক একাউন্ট - যেখানে মিনিমাম ব্যালান্স মেইন্টেইন করতে হয় না - যেখানে ১ লাখ টাকার বেশী জমা করা যায় না - যেখানে আপনি মাসে ১০ হাজার টাকার বেশী ট্রানজাকশন করতে পারেন না - যেখানে চেকবুকের সুবিধা নেই - শুধুমাত্র ATM DEBIT CARD (RUPAY) সুবিধা পান - সেই সমস্ত ব্যাংক একাউন্ট কে জনধন ব্যাংক একাউন্ট বলা হয় |
শুধুমাত্র মহিলারাই টাকা পাবে - পুরুষেরা টাকা পাবে না?
টাকা সবাইকেই (পুরুষ দেরও) দেওয়া হবে তবে ধীরে ধীরে | বর্তমান আপডেট অনুযায়ী শুধুমাত্র মহিলাদের ব্যাংক একাউন্টেই টাকা দেয়া হচ্ছে |
ভারত দেশে মোট ২০ কোটি মহিলাদের এই জনধন ব্যাংক একাউন্ট রয়েছে - তাদের সবার একাউন্টেই টাকা জমা দেওয়া হবে ৩এপ্রিল থেকে ৯এপ্রিল পর্যন্ত|
যাদের ব্যাংক একাউন্টের শেষ সংখ্যা ০/১ তারা ৩ এপ্রিল টাকা পাবেন |
০/১ - ৩ এপ্রিল
২/৩ - ৪ এপ্রিল
৪/৫ - ৭এপ্রিল
৬/৭ - ৮ এপ্রিল
৮/৯ - ৯ এপ্রিল
আপনাদের ব্যাংক একাউন্টের টাকা কোথাও যাবে না - আপনি টাকা না তুললেও তা আপনার একাউন্টেই থাকবে - তাই গুজবে কান দেবেনা না - অযথা ব্যাংকে গিয়ে ভিড় বাড়িয়ে - হয়রানি হবেন না |
টাকা একাউন্টে ঢোকার পর যেকোনো দিন গিয়ে তা তুলে আনতে পারবেন - এছাড়া ATM থেকেও টাকা তুলতে পারবেন - নেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং - এও এই টাকা ট্রানজাকশন করতে পারবেন |
বাড়িতে থাকুন - সুস্থ থাকুন |