জেলা আদালতে গ্রুপ C ও D পদে নিয়োগ 2022।। ৮ পাশ/মাধ্যমিক ।। Kolkata Highcourt Vacancy 2022

 চাকরির খবর ২৪৭ঃ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জেলা আদালতে একাধিক গ্রুপ C ও D পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যেখানে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবেন ।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থাঃ 

Office of The District Judge, Birbhum And

Chairman, District Recruitment Commitee, Birbhum

English Department

Employment Notification No. 02

Dated Suri, the 27th day of April, 2022


গুরুত্বপূর্ণ তারিখঃ 

আবেদন শুরুর তারিখঃ ২৮শে এপ্রিল ২০২২,

লাস্ট ডেটঃ ১২ই মে ২০২২ ।



শূন্যপদের বিবরণঃ


১) পদের নামঃ ইংলিশ স্টেনোগ্রাফার/English Stenogrepher, Grade III (Group-B)

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্টহ্যান্ডে ন্যূনতম গতি @ 80 শব্দ প্রতি মিনিট (W.P.M.) এবং টাইপিং এ ন্যূনতম গতি @ 30 শব্দ প্রতি মিনিট (W.P.M.) হতে হবে । এর সাথে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীর কম্পিউটার পরিচালনা এবং প্রয়োগে সন্তোষজনক জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।

ভ্যাকান্সিঃ মোট ০৫টি, কাস্ট অনুযায়ী ভ্যাকান্সির বিবরন নীচে দেওয়া আছে, 

বেতনঃ ৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা প্রতিমাসে, 

বয়সঃ ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হওয়া চাই ।




২) পদের নামঃ বাংলা ট্রান্সলেটর/Bengali Translator (Group-B)

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদে দক্ষ হতে হবে, এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ গ্রাজুয়েশন পাশ হতে হবে, বিশেষ করে ইংরেজি, বাংলা বা ভাষাগত ভাষায়। প্রার্থীর কম্পিউটার পরিচালনা এবং কম্পিউটারে টাইপিংয়ের প্রাথমিক জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।

ভ্যাকান্সিঃ মোট ০৩টি, কাস্ট অনুযায়ী ভ্যাকান্সির বিবরন নীচে দেওয়া আছে, 

বেতনঃ ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা প্রতিমাসে, 

বয়সঃ ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হওয়া চাই ।




৩) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক/Lower Division Clerck (Group-C)

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীর কম্পিউটার পরিচালনা এবং কম্পিউটারে টাইপিং সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।

ভ্যাকান্সিঃ মোট ২৮টি, কাস্ট অনুযায়ী ভ্যাকান্সির বিবরন নীচে দেওয়া আছে, 

বেতনঃ ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা প্রতিমাসে, 

বয়সঃ ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হওয়া চাই ।




৪) পদের নামঃ প্রসেস সার্ভার/Process Server (Summon Bailiff) (Group-C)

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো স্বীকৃত স্কুল বা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে ক্লাস-অষ্টম পাস সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান বাঞ্ছনীয়।

ভ্যাকান্সিঃ মোট ৮টি, কাস্ট অনুযায়ী ভ্যাকান্সির বিবরন নীচে দেওয়া আছে, 

বেতনঃ ২১,৫০০/- টাকা থেকে ৫৪,০০০/- টাকা প্রতিমাসে, 

বয়সঃ ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হওয়া চাই ।




৫) পদের নামঃ পিওন/নাইট গার্ড/Peon/Night Guard (Group-D)

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো স্বীকৃত স্কুল বা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে ক্লাস-অষ্টম পাস সার্টিফিকেট থাকতে হবে।

ভ্যাকান্সিঃ মোট ৪৯টি, কাস্ট অনুযায়ী ভ্যাকান্সির বিবরন নীচে দেওয়া আছে, 

বেতনঃ ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা প্রতিমাসে, 

বয়সঃ ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হওয়া চাই ।




বয়সের ছাড়ঃ 

SC/ST: 05 Years,

OBC: 03 Years.


আবেদন ফিঃ 





সিলেকশন প্রসেসঃ 

১) লিখিত পরীক্ষা,

২) টাইপিং/শর্ট হ্যান্ড টেস্ট,

৩) ইন্টারভিউ  (যে পদে যেটি প্রযোজ্য) ।


আবেদন পদ্ধতিঃ 

অনলাইন, প্রার্থীদের dcbirbhum2022.in এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ।




Important Links:- 

 ✓Official Notice: Download
 ✓Apply Online: Click Here
 ✓Official Website: Click Here
 ✓Latest Job: Click Here
 ✓Chakrir Khabar 247 App: Download



বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: kolkata high court vacancy 2022, kolkata high court recruitment 2022,kolkata high court group d recruitment 2022, calcutta high court notification, kolkata high court stenographer recruitment 2022, calcutta high court recruitment 2022 apply online, kolkata high court recruitment 2022 stenographer, high court case status kolkata, kolkata high court peon vacancy 2022, kolkata high court night guard vacancy 2022, kolkata high court peon recruitment 2022, kolkata high court night guard recruitment 2022, 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন