বেকার যুবক/যুবতীদের দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ | Training of Unemployed Youth | SVSKP


বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন - Watch Video


পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড রাজ্যের বিভিন্ন জেলায় স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে বেশকিছু সংখ্যক স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের সদ্যসকে প্রশিক্ষণের মাদ্ধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রামকৃষ্ণ মিশন, অ্যাপারাল ট্রেনিং অ্যান্ড ডিজাইন সেন্টার (ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের সাহায্যপ্রাপ্ত সংস্থা), এন্টারপ্রাইজ ডেভেলাপমেন্ট ইনস্টিটিউট (BNCCI এর একটি সহযোগী সংস্থা) ইত্যাদি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ প্রদানকারী সংস্থার মাধ্যমে মূলতঃ সেলাই / রেডিমেড পোষাক তৈরী, বিউটিশিয়ান, স্লিক স্ক্রিন ও ব্লক প্রিন্টিং, কম্পিউটার প্রশিক্ষণ, কেঁচো সার উৎপাদন, ধূপকাঠি / মোমবাতী তৈরী, পাটজাত দ্রব্য প্রস্তুতি, ছাগল / হাঁস / মুরগী পালন, খাদ্য পক্রিয়াকরণ, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক, মোবাইল মেরামতি, মাশরুম চাষ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে ও সফল প্রশিক্ষনের পর অনেকেই স্বনির্ভর হয়েছে।

অফিশিয়াল ওয়েবসাইট ও আবেদন  করার লিংক - Apply Now 

মা স্বারদা স্বনির্ভর কেন্দ্র  ট্রেনিং সেন্টার (কলকাতা) - http://rkmswanirvar.org/#

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন