৩৮,৯২৬টি শুন্যপদে গ্রামীন ডাক সেবক নিয়োগ পশ্চিমবঙ্গে 2022 ।। West Bengal 38,926 Gramin Dak Sevak Recruitment 2022-23 ।।

 চাকরির খবর ২৪৭ঃ ইন্ডিয়ান পোষ্টে মোট ৩৮,৯২৬টি শুন্যপদে গ্রামীন ডাক সেবক এবং ব্রাঞ্চ পোষ্ট মাস্টার পদে সারা ভারতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে ।।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থাঃ 

Indian Post

Ministry Of Communication

NOTIFICATION FOR ENGAGEMENT OF GRAMIN DAKSEVAKS

OM. No.17-31/2016-GDS dated 25.06.2018


গুরুত্বপূর্ণ আরও চাকরির খবরঃ

 ✓ কেন্দ্র সরকারের চাকরিমুখী প্রশিক্ষন ও চাকরি 2022-23

 ✓ পাঞ্জাব ব্যাঙ্কে পিওন নিয়োগ 2022

 ✓ মে (2022) মাসের শুরুতে বেস্ট 06টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে

 ✓ পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা নিয়োগ 2022-23


গুরুত্বপূর্ণ তারিখঃ 

আবেদন শুরুর তারিখঃ 02/05/2022,

লাস্ট ডেটঃ 05/06/2022



শূন্যপদের বিবরণঃ

১) পদের নামঃ BPM (ব্রাঞ্চ পোষ্ট মাস্টার),

বেতনঃ Rs.12,000/- প্রতিমাসে, 


২) পদের নামঃ ABPM/DakSevak (এসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোষ্ট মাস্টার/গ্রামীন ডাক সেবক),

বেতনঃ Rs.12,000/- প্রতিমাসে, 


শিক্ষাগত যোগ্যতাঃ 

দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীকে ভারতবর্ষের কন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে, এবং লোকাল ভাষায় (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা) কথা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে, এছাড়া সাইকেল চালানো জানতে হবে । পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাধ্যমিকে পর্যন্ত বাংলা ভাষা কম্পলসারি বা ইলেক্টিভ সাব্জেক্ট হিসেবে থাকতে হবে ।



ভ্যাকান্সিঃ



বয়সঃ

 05/06/2022 তারিখ হিসেবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।


বয়সের ছাড়ঃ 

Schedule Cast/Scheduled Tribe (SC/ST): 5 years,

Other Backward Classes (OBC): 3 years.



আবেদন ফিঃ 

জেনারেল/OBC কাস্টদের জন্য ১০০ টাকা এবং SC/ST কাস্টদের কোনপ্রকার ফি দিতে হবে না ।


সিলেকশন প্রসেসঃ .১
১) মেরিট লিস্ট,

২) ডকুমেন্ট ভেরিফিকেশন ।

মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরী হবে, যেখানে কাট অফের ভিত্তিতে ডাইরেক্ট নিয়োগ করা হবে, কোন পরীক্ষা বা ইন্টারভিউ হবে না ।


আবেদন পদ্ধতিঃ 

অনলাইনে, https://indiapostgdsonline.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে । আবেদন করার সময় পাসপোর্ট সাইজ রঙিন ফোটো ৫০ কেবির মধ্যে এবং সিগনেচার ২০ কেবির মধ্যে আপলোড করতে হবে ।



আবেদন করার সময় যেসব তথ্য আবশ্যিকঃ

i) Name (In capital letter as per X class certificate Marks Memo including

spaces)

ii) Father’s Name / Mother’s Name

iii) Mobile Number

iv) Email ID

v) Date of Birth

vi) Gender

vii) Community

viii) PwD – Type of Disability – (HH/OH/VH)- Percentage of disability

ix) State in which Xth class passed

x) Language studied in Xth class

xi) Year of Passing Xth class

xii) Scanned Passport Photograph

xiii) Scanned Signature






Important Links:- 

 ✓Official Notice: Download
 ✓Apply Online: Click Here
 ✓Official Website: Click Here
 ✓Latest Job: Click Here
 ✓Chakrir Khabar 247 App: Download



বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags:   west bengal gds recruitment 2022, West Bengal 38,926 Gramin Dak Sevak Recruitment 2022-23, West Bengal 38,926 Gramin Dak Sevak Recruitment, west bengal gds recruitment 2022 last date, west bengal gds recruitment,west bengal gds result 2022, west bengal gds result 2022, post office recruitment 2022 apply online, west bengal gds recruitment 2022 last date, west bengal post office salary, west bengal gds cycle 2 notification .       




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন