পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে পিওন নিয়োগ ২০২২ ।। মাধ্যমিক পাশে ।। Punjab National Bank Peone Recruitment 2022

 চাকরির খবর ২৪৭ঃ আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর । পশ্চিমবঙ্গের একটি রাষ্ট্রায়ত ব্যাঙ্কে পিওন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে । চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থাঃ 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ ।


শূন্যপদের বিবরণঃ

1) পদের নামঃ পিওন

শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম ও সর্বাধিক যোগ্যতা মাধ্যমিক পাশে সাথে ইংরেজি ভাষা পড়তে/লিখতে জানার বেসিক নলেজ লাগবে । এছাড়া, যেই জেলার জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, শুধুমাত্র সেই জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন ।


বেতনঃ
বেসিক পে ১৪,৫০০/- টাকা থেকে ২৮,১৪৫/- টাকা প্রতিমাসে ।


বয়সঃ ০১/০১/২০২২ তারিখ হিসেবে নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ২৪ বছর পর্যন্ত বয়স হওয়া চাই ।




বয়সের ছাড়ঃ SC/ST কাস্টের  প্রার্থীরা ০৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ০৩ বছর বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন ।


কোন কোন জেলায় পিওন পদে নিয়োগ চলছে?

  1. পূর্ব বর্ধমান,
  2. বীরভূম,
  3. নদীয়া,
  4. হাওড়া,
  5. কলকাতা ।


কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে?

 





প্রার্থী বাছাই পদ্ধতিঃ

কোনও ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা হবে না । প্রার্থী বাছাই শুধুমাত্র বয়স, শিক্ষাগত যোগ্যতার নিরিখে । প্রাথমিকভাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ক্যান্ডিডেটদের ডেকে পাঠানো হবে ।


আবেদন পদ্ধতিঃ 

সব জেলার ক্ষেত্রেই আবেদন পদ্ধতি অফলাইন, আবেদন ফর্ম ডাউনলোড করে সেটি ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস এটাচ করে নির্দিষ্ট ঠিকানায় স্পীড/রেজিস্ট্রার পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে লাস্ট ডেটের আগে ।


আবেদন ফর্মের সাথে আর কি কি ডকুমেন্ট দেবেন?

  1. পাসপোর্ট সাইজের ফোটো,
  2. মাধ্যমিকের এডমিট, মার্কশীট এবং সার্টিফিকেট,
  3. ভোটার কার্ড এবং আধার কার্ড,
  4. প্যান কার্ড,
  5. কাস্ট সার্টিফিকেট (যাদের আছে),
  6. এক্সচেঞ্জ সার্টিফিকেট (যাদের আছে) ।


উপরের এই সবকটি ডকুমেন্ট জেরক্স করে সেলফ এটেস্টেড করে আবেদন ফর্মের সাথে একটি খামের মধ্যে ভরে দেবেন খামের উপরে অবশ্যই লিখে দেবেন, '' Application for the post of PEON in Subordinate Cadre 2021-22'' ।


জেলা অনুযায়ী আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা ও লাস্ট ডেটঃ

পূর্ব বর্ধমান, বীরভূমঃ Dy. Circle Head- Support, HRD Department, Punjab National Bank, Circle Office, Burdwan, 2nd Floor, Sree Durga Market, Police Line Bazar, GT Road, Burdwan -713103

লাস্ট ডেটঃ 28.03.2022


হাওড়া, কলকাতাঃ The Chief Manager, HRD department, Punjab National Bank, Human Resource Department, Circle Office Kolkata West United Tower 3rd Floor, 11, Hemant Basu Sarani, Kolkata – 700001.

লাস্ট ডেটঃ 23.03.2022


নদীয়াঃ Chief Manager, HRD Department, Punjab National Bank, Circle Office, Nadia, 1/4 L.K Mitra Road, Krishnanagar, Nadia 741101

লাস্ট ডেটঃ ২০/০৩/২০২২ বিকেল ৫ঃ০০ টা পর্যন্ত ।



 আবেদন ফর্ম ও অফিশিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্কঃ


বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।

Tags:  westbengal pnb recruitment 2022, punjab national bank peon recruitment, wb pnb peon recruitment 2022, 12th pass peon recruitment, bank peon recruitment 2022, west bengal punjab bank recruitment 8th pass, west bengal group d recruitment 2022, west bengal punjab bank new vacancy 2022, pnb bank west bengal, west bengal group d vacancy 8th pass, pnb bank new vacancy 2022, 8th pass job .           


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন