পশ্চিমবঙ্গে রেশম বন্ধু পদে কর্মী নিয়োগ 2022 ।। মাধ্যমিক পাশে আবেদন ।। West Bengal Resham Bandhu Karmi Niyog

চাকরির খবর ২৪৭ঃ আপনি যদি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে । আমাদের রাজ্যে রেশম বন্ধু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । 

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।









 নিয়োগকারী সংস্থাঃ 

পশ্চিমবঙ্গ সরকার

রেশম শিল্প অধিকার উপ-অধিকর্তার করণ, 

রেশম শিল্প, মালদা।

Date: 07/03/2022


কর্মী নিয়ােগ বিজ্ঞপ্তি

বিষয় : মালদা জেলার বিভিন্ন রেশম শিল্প কারিগরী সহায়তা কেন্দ্রে চুক্তিভিত্তিক রেশম বন্ধু নিয়ােগ সংক্রান্ত।

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে মালদা জেলায় 20 (কুড়ি) জন চুক্তিভিত্তিক রেশম বন্ধু নিয়ােগ করা হবে যারা নিম্নলিখিত রেশম শিল্প কারিগরী সহায়তা কেন্দ্র গুলিতে (টি.এস.সি.) বার্ষিক চুক্তির ভিত্তিতে নিযুক্ত হবেন। রেশম বন্ধুর কাজ করতে ইচ্ছুক ব্যক্তিগণের নিকট নির্দিষ্ট ফর্মে আবেদন আহ্বান করা হচ্ছে।


যােগ্যতা:

১) বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।

২) স্থানীয় টিএসসি এলাকার বাসিন্দা হতে হবে এবং বাড়িতে পলু চাষ থাকা আবশ্যিক। 

৩) ন্যূনতম শিক্ষাগত যােগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ। 

৪) রেশম চাষের বিষয়ে কারিগরী জ্ঞান থাকা আবশ্যিক। 

৫) রেশম চাষের বিষয়ে কোন প্রশিক্ষণের শংসাপত্র থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

৬) স্মার্ট ফোন থাকা ব্যবহার করা ও সাইকেল চালাতে জানা আবশ্যিক। 

৭) যেকোনাে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাস বইভােটার কার্ড ও আধার কার্ড থাকা আবশ্যিক। 


নিয়ােগ পদ্ধতি:-

আবেদনের সংখ্যা অধিক হলে লিখিত পরীক্ষা হবে অন্যথায় সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়ােগ হবে।



কর্তব্যঃ-

বার্ষিক চুক্তিভিত্তিক রেশম বন্ধু নিযুক্ত হওয়ার পর তাকে নির্দিষ্ট রেশম শিল্প কারিগরী সহায়তা কেন্দ্রের (টি.এস.সি. অফিসের) দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের অধীনে কাজ করতে হবে যেগুলিনিম্নরূপ।

১) রেশম শিল্পের ও তাঁতচাষের প্রসার ঘটানাে

২) রেশম চাষীদের পলুর ডিম বিতরণ করা, পলুচাষ পর্যবেক্ষণ করা ও নিয়মিত অফিসে রিপাের্ট দেওয়া। 

৩) রেশম চাষের বিভিন্ন সরকারি প্রকল্পে উপভােক্তাদের প্রয়ােজনীয় সহায়তা করা। 

৪) টিএসসির ভারপ্রাপ্ত আধিকারিকের নির্দেশ যথাযথভাবে পালন করা 

৫) প্রতি ১৫ দিন অন্তর কাজের খতিয়ান অফিসে জমা করা।


মাসিক মজুরি::

মাসিক ৫০০০/- ( পাঁচ হাজার টাকা)।


মেয়াদ:

নিয়ােগের মেয়াদ ১ (এক) বছর। কাজের মূল্যায়ন করে চুক্তি পুনর্নবীকরণ করা হতে পারে ।


 আবেদন করার তারিখ:

৮ মার্চ ২০২২ থেকে ২২ শে মার্চ ২০২২।


আবেদন জমা করার স্থান:

নির্দিষ্ট রেশম শিল্প কারিগরী সহায়তা কেন্দ্র (টি. এস. সি.অফিস)।


আবেদনপত্রের সাথে আর কি কি ডকুমেন্ট জমা দেবেন?










 Important Links:- 

 Official Notice

 Official Website

 Application Form

 Latest Job

 Chakrir Khabar 247 App

 

বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags:  SSC Group C New Update, SSC Group C Group D New Update, West Bengal Civic Police Recruitment 2022, Home Guard New Update 2022, New Government Job Vacancy 2022 West Bengal, Upcoming Government Jobs in West Bengal 2022, West Bengal Government Jobs 2022, Civic Police New Update, Home Guard New Update, West Bengal Civic Volunteer New Update, West Bengal Volunteer New Vacancy, West Bengal Volunteer Recruitment 2022.           


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন