পশ্চিমবঙ্গে ১.১৩ লক্ষ ভলেন্টিয়ার নিয়োগ ২০২২ ।। মাধ্যমিক পাশে আবেদন ।। West Bengal Volunteer Recruitment 2022 ।।

চাকরির খবর ২৪৭ঃ  পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য সুখবর । এবার কোন ৫০০/১০০০ টাকার প্রকল্প নয় । চাকরির ব্যবস্থা করছে খোদ রাজ্য সরকার । মোট ১.১৩ লক্ষ বেকারদের চাকরি দেওয়া হবে । 

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।



পদের নামঃ ভেক্টর কন্ট্রোল ভলেন্টিয়ার, 

শূন্যপদঃ মোট ১.১৩ লক্ষ, যার মধ্যে শহরে নিয়োগ করা হবে ৫৫,৮৮২ জন এবং গ্রামে নিয়োগ করা হবে ৫৭,৪৫৭ জন ।

কি কি কাজ করতে হবে?

ডেঙ্গু নিয়ন্ত্রন করা এই কর্মী দের প্রধান কাজ হবে । গ্রাম ও শহরের বাড়িগুলি ও চারপাশ তদারকি করবেন এই কর্মীরা । তিনশাে বাড়ি পিছু তিনজন কর্মী নিয়ােগ করা হবে। মার্চ থেকে সপ্তাহে পাঁচ দিন এই কর্মীরা বাড়িগুলি ও চারপাশ তদারকি করবেন। আর জুলাইআগস্ট থেকে মাসে ৩০দিন এই কাজ করতে হবে। স্বাস্থ্য ভবনের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস করপােরেশন লিমিটেড থেকে সব পুরসভা পঞ্চায়েতকে কীটনাশক সরবরাহ করা হবে। এই জন্য নির্দিষ্ট অ্যাপ তৈরি হবে। আগামী নভেম্বরের মধ্যে প্রতিটি বাড়িতে অন্তত ১০ বার ভেক্টর কন্ট্রোল কর্মী সমীক্ষা করবেন। সেই রিপোের্ট পুরসভার মাধ্যমে স্বাস্থ্য ভবনে পাঠাতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে এবং শারীরিক ভাবে সক্ষম হতে হবে, যেহেতু বাড়িতে বাড়িতে ঘুরে কাজ করতে হবে ।


বয়সঃ এই চাকরিতে আবেদনের জন্য নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর ও ম্যাক্সিমাম বয়স ৪০ বছর পর্যন্ত হওয়া চাই ।


বেতনঃ প্রাথমিক ভাবে ১০ থেকে - ১২ হাজার টাকা মতো বেতন দেওয়া হবে ।

কাজের মেয়াদঃ অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে, তবে আবেদনকারীর ৬০ বছর বয়স পর্যন্ত সে কাজ করতে পারবে ।

কারা কারা আবেদন করতে পারবে?

পশ্চিমবঙ্গের ২৩টি জেলার বাসিন্দাই আবেদন করতে পারবেন । ছেলে ও মেয়ে সকলেই আবেদনযোগ্য ।


সিলেকশন প্রসেসঃ

মূলত দুইভাবে এখানে প্রার্থী বাছাই করা হবে,

১) ইন্টারভিউ এবং

২) ডকুমেন্ট ভেরিফিকেশন ।


ট্রেনিংঃ

কাজে জয়েন করার পর অবশ্যই আপনাকে কাজ শিখিয়ে নেওয়া হবে, যে বাড়ি বাড়ি গিয়ে কি কি সমীক্ষা করবেন? কি কি রিপোর্ট বানাবেন? ইত্যাদি ।

আবেদন পদ্ধতিঃ

এখনো আবেদন শুরু হয়নি, শুধুমাত্র নিয়োগ হবার সম্ভাবনা নিয়ে একটি আর্টিকেল ০৪ই মার্চ ২০২২ - এর 'সংবাদ প্রতিদিন' খবরের কাগজে প্রকাশিত হয়েছে । তবে এপ্রিল-মে মাসের দিকে এই চাকরির আবেদন গ্রহন শুরু হতে পারে, এমনটাই জানা যাচ্ছে ।

ফর্ম ফিলাপ দুইভাবে হতে পারে, অনলাইন ও অফলাইন । যদি অনলাইনে হয় তাহলে বাড়িতে বসে বিনামূল্যে আবেদন করতে পারবেন । আর যদি অফলাইনে হয় তবে আপনার পৌরসভা অথবা BDO অফিসে গিয়ে আবেদন করতে হবে ।


Important Links:- 

বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।

Tags:  Volunteer recruitment 2022, West bengal volunteer recruitment 2022,  West bengal volunteer job vacancy 2022,  volunteer recruitment 2022,  volunteer job vacancy 2022 .       

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন