চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গের ২০০টি গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । দেখুন কোন জেলায় এই নিয়োগ করা হচ্ছে? মাধ্যমিক পরিক্ষায় বসলেই আবেদন করতে পারবেন । পাশ অথবা ফেল করুন আপনি আবেদন করতে পারবেন ।
চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।
নিয়োগকারী সংস্থাঃ
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, হাওড়া
নংঃ DHFWS/HOW/437/22
তারিখ: 28/02/2022
রাজ্য মিশন অধিকর্তা, জাতীয় গ্রামীন স্বাস্থ্য মিশন এর ২৭/০৬/২০১২ তারিখের পত্র নম্বর HFW/NRHM20/2006/Part-II/1631 এর আদেশনামা অনুযায়ী হাওড়া জেলার সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নিয়ােগের উদ্দেশ্যে ঐ এলাকার অন্তর্গত গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
শর্তাবলীঃ
১) কেবলমাত্র বিবাহিত । বিধবা । আদালতকর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্না মহিলাই আবেদন পারবেন।
২) আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের ও গ্রাম সংসদের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমানস্বরুপ সাম্প্রতিক নির্বাচনতালিকা অনুসারে প্রার্থীকে তার EPIC ও রেশনকার্ড এর প্রত্যায়িত নকল অবশই জমা দিতে হবে।সম্প্রতি বাসস্থান পরিবর্তন কারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যােগ সূত্র যাচাই করা হবে।
৩) সাধারন প্রার্থীর বয়স ১/১/২০২২ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলী জাতি/উপজাতি মহিলাদের ক্ষেত্রে ২২ - ৪০ বছর প্রযােজ্য।
8) প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ন হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যােগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোন মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না।
৫) গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভরগােষ্ঠীর সদস্যা, প্রশিক্ষন প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কারগন সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করিলে অগ্রাধিকার বিবেচনায় যােগ্য হবেন।
৬) সাবসেন্টার পরিষেবা প্রদানকারী গ্রামসমূহের (সারণী দ্রষ্টব্য) ২০০১ সালের জনগননা তথ্য প্রক্ষেপণ করে তপশিলী জাতি/উপজাতি শংসাপত্র দাখিল করিলে সংরক্ষনের ক্ষেত্রে বিবেচিত হবেন (শুধুমাত্র যে ক্ষেত্রে প্রযােজ্য)।
৭) আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমানপত্রের প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে :
ক) জন্মতারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।
খ) এলাকার বাসিন্দা হিসাবে ভােটার পরিচয় পত্র (EPIC)/রেশনকার্ড।
গ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমানপত্র (তপশিলী জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে, শুধু মাত্র যে ক্ষেত্রে প্রযােজ্য)।
ঘ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও ২ স্বনির্ভর গােষ্ঠীভুক্তসদস্য । প্রশিক্ষন প্রাপ্ত দাই । লিংক ওয়ার্কার প্রমানপত্র। (প্রযােজ্য হলে)।
ঙ) প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপাের্ট সাইজ রঙীন ফটো।
প্রমানপত্র গুলির মধ্যে যে কোনও একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদন পত্র বাতিল করা হবে। নিয়ােগের পূর্বে পার্থীকে অবশ্যই ক) থেকে ঙ) তে উল্লেখিত প্রমানপত্রগুলির আসল দেখাতে হবে।
৮) উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য সাক্ষাতের তারিখ, সময় ও স্থান পরবর্তীকালে জানানাে হবে ।
৯) অসমপূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তী কালে অনুরােধ-উপরােধ বাঞ্চনীয় নয়।
১০) আবেদন পত্র জমা দেওয়ার স্থানঃ- সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ (বি.ডি.ও অফিস)।
১১) আবেদন পত্র জমা দেওয়ার তারিখঃ- 04/03/2022 হইতে 16/03/2022 বিকেল ৫ (পাঁচ) টা অবধি।
১২) আবেদনপত্রটি সংযােজনী - ১ এবং ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্যপদের তালিকা সংযােজনী উল্লেখিত হল।
Important Links:-
- Official Notice: Download
- Official Website: Click Here
- Application Form: Click Here
- Latest Job: Click Here
- Chakrir Khabar 247 App: Download
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: Asha Karmi Recruitment 2022, Asha Worker Recruitment, Asha Kormi 2022, Asha Karmi Vacancy, asha karmi recruitment 2022,asha karmi recruitment murshidabad,asha worker recruitment west bengal,asha karmi recruitment bankura,asha karmi recruitment,asha karmi recruitment kolkata,asha karmi vacancy,asha karmi niyog 2022,asha karmi salary, chakrir khabar 247,