পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে MTS ও হাওলাদার নিয়োগ ২০২২ । মাধ্যমিক পাশে । SSC MTS & Havaldar Recruitment 2022 ।।

 চাকরির খবর ২৪৭ঃ আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? সরকারি চাকরি খুজছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিশাল বড় সুখবর । SSC বা স্টাফ সিলেকশন কমিশন ২০২২ সালে তাদের সেরা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন ।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থাঃ 

Government of India,

Ministry of Personnel, Public 

Grievances & Pensions, 

Department of Personnel and Training, 

Staff Selection Commission,

Block No. 12, CGO Complex, Lodhi 

Road, New Delhi - 110003.


গুরুত্বপূর্ণ তারিখঃ 

  • Dates for submission of online applications: 22-03-2022 to 30-04-2022
  • Last date and time for receipt of online applications: 30-04-2022 (23:00)
  • Last date and time for making online fee payment: 02-05-2022 (23:00)
  • Last date and time for generation of offline Challan: 03-05-2022 (23:00)
  • Last date for payment through Challan (during working hours of Bank): 04-05-2022
  • Dates of ‘Window for Application Form Correction’ and online payment of Correction Charges: 05-05-2022 to 09-05-2022 (23:00)
  • Schedule of Computer Based Examination (Paper-I): July, 2022
  • Dates of Paper-II Examination (Descriptive): To be notified later 



শূন্যপদের বিবরণঃ

১) পদের নামঃ মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ / Multi Tasking (Non-Technical) Staff

শিক্ষাগত যোগ্যতাঃ ৩০/০৪/২০২২ তারিখের আগে আবেদনকারীকে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ অথবা সমতূল্য যোগ্যতা থাকতে হবে ।

ভ্যাকান্সিঃ পরে SSC এর ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ।

বয়সঃ ০১/০১/২০২২ তারিখ হিসেবে MTS এর কিছু পদের জন্য ১৮ থেকে ২৫ এবং ১৮ থেকে ২৭ বছর । 


২) পদের নামঃ হাওলাদার /  Havaldar (CBIC & CBN)

শিক্ষাগত যোগ্যতাঃ ৩০/০৪/২০২২ তারিখের আগে আবেদনকারীকে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ অথবা সমতূল্য যোগ্যতা থাকতে হবে ।

ভ্যাকান্সিঃ মোট ৩৬০৩ টি ।

বয়সঃ ০১/০১/২০২২ তারিখ হিসেবে হাওলাদার - এর CBN পদের জন্য ১৮ থেকে ২৫ বছর, এবং

CBIC পদের জন্য ১৮ থেকে ২৭ বছর ।



জন্ম তারিখ হতে হবে, 

  • ১৮-২৫ বছরের ক্ষেত্রে ০২/০১/১৯৯৭ থেকে ০১/০১/২০০৪ তারিখের মধ্যে ।
  • ১৮-২৭ বছরের ক্ষেত্রে ০২/০১/১৯৯৫ থেকে ০১/০১/২০০৪ তারিখের মধ্যে ।


বয়সের ছাড়ঃ 

  • SC/ ST 5 years
  • OBC 3 years


আবেদন ফিঃ 

জেনারেল এবং OBC কাস্টের শুধুমাত্র ছেলেদের জন্য ১০০ টাকা ফি রয়েছে । এই সমস্ত কাস্টের মেয়েদের কোন ফি দিতে হবে না । সাথে SC/ST/PWD এই সমস্ত কাস্টের প্রার্থীদের কোন ফি দিতে হবে না ।



সিলেকশন প্রসেসঃ 

  • Paper-I (Computer Based Examination),
  • Descriptive Paper (Paper-II),
  • Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) (শুধুমাত্র হাভালদার পদের জন্য) ।


সিলেবাসঃ

Paper-I (Computer Based Examination) - 
১০০ টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ হিসেবে মোট ১০০ নম্বরের MCQ টাইপ পরীক্ষা   হবে । সময় পাবেন ৯০ মিনিট । প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে, যার মানে ৪টি প্রশ্ন ভুল করলে ১ নম্বর কাটা যাবে । প্রশ্নপত্র পাবে ইংরেজি এবং হিন্দি ভাষায় ।




Paper-II (Descriptive): 

ইংরেজি বা যেকোন ভাষায় (পশ্চিমবঙ্গের আবেদনকারী হলে বাংলাতেও লিখতে পারবেন) শর্ট Essay (২৫ নম্বর) এবং লেটার রাইটিং(২৫ নম্বর) থাকবে । ২৫ নম্বর করে মোট ৫০ নম্বরে পরীক্ষা হবে । সময় পাবেন ৪৫ মিনিট । পেন পেপার মোডে পরীক্ষা দিতে পারবেন ।



Physical Efficiency Test (PET):
এই পরীক্ষা শুধুমাত্র হাওলাদার পদের জন্য,

হাঁটাঃ 
ছেলেদের জন্যঃ ১৬০০ মিটার ১৫ মিনিটে
মেয়েদের জন্যঃ ১ কিমি ২০ মিনিটে ।



সাইকেলিংঃ 
ছেলেদের জন্যঃ ৮ কিমি ৩০ মিনিটে
মেয়েদের জন্যঃ ৩ কিমি ২৫ মিনিটে ।

 হাওলাদার পদের এই ২টি ডিপার্টমেন্টে যারা আবেদন করবেন, তাদের ক্ষেত্রে সাইকেলিং টেস্ট হবে না DGPM, CBIC । 

Physical Standard Test (PST):

ছেলেদের জন্যঃ 
হাইট(উচ্চতা) ১৫৭.৫ সেমি,
বুক না ফুলিয়ে ৭৫ সেমি, ফুলিয়ে আরও ৫ সেমি বাড়াতে হবে ।

মেয়েদের জন্যঃ
হাইট ১৫২ সেমি, ওজন ৪৮ কেজি ।


আবেদন পদ্ধতিঃ 

SSC এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ।



Important Links:- 


বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags:  ssc mts vacancy 2022 age limit,  ssc mts vacancy 2021, ssc mts notification 2022 pdf, ssc mts recruitment 2022 vacancy, mts vacancy 2022 last date, ssc mts exam date 2022, ssc mts 2022 syllabus, ssc nic in mts,  ssc mts 2022 notification,ssc mts selection process 2022,ssc mts notification 2022,ssc mts salary 2022,ssc mts vacancy 2022,ssc mts qualification 2022,ssc mts syllabus 2022,ssc mts promotion process,ssc mts promotion and salary,ssc mts posts and salary,ssc mts syllabus,ssc mts exam preparation 2022 in bengali,ssc mts exam details in bengali,ssc mts,ssc,ssc mts age limit,ssc mts 2022 apply link,ssc.nic.in ssc mts,ssc mts exam pattern,mts vacancy,10 pass job          


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন