স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প |
পশ্চিমবঙ্গের বেকার ছেলে/মেয়েদের ব্যবসার জন্য 10 লক্ষ থেকে 25 লক্ষ টাকা দিচ্ছেন মমতা'। যেখানে আপনি এই লোনের উপর সর্বোচ্চ 3.5 লক্ষ টাকার ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়াঃ-
আপনাকে এখানে অফলাইনে আবেদন করতে হবে।
আপনার BDO বা পৌরসভায় আপনি আবেদন পত্র এবং সমস্ত ডকুমেন্টস জমা দিতে পারেন।
কি কি ডকুমেন্টস লাগবে?
i) আবেদন পত্র ( Application Form)
ii) Trade Licence
iii) রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড
iv) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা বেকারী সংক্রান্ত শংসাপত্র ( ১) ব্লক এলাকার জন্য – গেজেটেড অফিসার / গ্রামপঞ্চায়েত প্রধান
২) পৌর এলাকার জন্য - গেজেটেড অফিসার / পৌরসভার কাউন্সিলার
৩) পৌর নিগমের ক্ষেত্রে - গেজেটেড অফিসার / পৌরনিগমের কাউন্সিলার)
v) ইনকাম প্রুফ সার্টিফিকেট ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
বিধায়ক / পৌরপ্রধান / পৌরপ্রতিনিধি / পঞ্চায়েত প্রধান / পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য / গেজেটেড অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে)
vi) পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রন পর্ষদ থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হবে।
Official Website
লোন কিভাবে দেবে?
আপনি যেই পরিমান লোন নেওয়ার জন্য আবেদন করবেন। তার ৫% আপনাকে নিজে ইনভেস্ট করতে হবে। যেটা লোন পাশ হলে ব্যাঙ্কে আলাদা একাউন্ট খুলে সেখানে জমা করতে হবে।
লোনের ৩০% রাজ্য সরকার অনুদান হিসেবে আপনাকে দেবে যেটা আর শোধ করতে হবে না। ( সর্বোচ্চ ৩.৫ লক্ষ টাকা)
বাকি ৬৫% কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থেকে বর্তমান সুদের হারে লোন দেবে, যেটা মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে৷
আপনার বোঝার সুবিদার্থে আরো সহজ করে বলি,
আপনি ধরুন ১০ লাখ টাকা লোনের জন্য Apply করলেন
i) এই ১০ লাখ টাকার ৫% মানে 50,000 টাকা আপনাকে নিজে ইনভেস্ট করতে হবে, আপনাকে নিজে দিতে হবে। (যেটা লোন পাশ হলে ব্যাঙ্কে আলাদা একাউন্ট খুলে সেখানে জমা করতে হবে।)
ii) এই ১০ লাখের ৩০% হিসেবে সর্বোচ্চ 3 লাখ টাকা রাজ্য সরকার অনুদান হিসেবে আপনাকে দেবে, ফ্রি এটি আর শোধ দিতে হবে না৷ (কিন্তু কত টাকা অনুদান দেবে, সেটা সরকারের উপর নির্ভর করে, আপনি ১লাখও পেতে পারেন, আবার ৩লাখও)
iii) বাকি ৬৫% হিসেবে ৬.৫ লাখ টাকা আপনাকে কোন ব্যাংক থেকে লোন করিয়ে দেবে, এবার আপনি বর্তমান সুদের হারে এই ৬.৫লাখ টাকা মাসিক কিস্তিতে শোধ দেবেন।
এতে আপনার লাভ কি?
আপনি লোন পেলেন ৯.৫ লাখ, কারন ৫০ হাজার টাকা আপনার নিজেকে আগে ইনভেস্ট করতে হয়েছে।
তো, আপনি লোন পেলেন ৯.৫ লাখ, কিন্তু ব্যাঙ্কে আপনাকে শোধ করবেন মাত্র ৬.৫ লাখ টাকা।