বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কড়া লকডাউন চালু হয়ে গেছে আর এই মুহূর্তে যারা দিন আনা দিন খাওয়া মানুষ রয়েছেন যারা দীন দরিদ্র মানুষ রয়েছেন তারা কিন্তু বাড়িতে বসে গেছেন এবং তাদের কিন্তু কাজ কর্ম বন্ধ হয়ে গেছে , যার ফলে কিন্তু সংসার চালানো দায় হয়ে উঠেছে ।
এই রকম মুহূর্তে যারা বন্ধন সহ বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছেন তাদেরকে লোনের কিস্তি কি দিতে হবে এই প্রশ্নটা কিন্তু সবার মনেই আছে যে এখন তো লকডাউন পড়ে গেছে আর এই লকডাউনে কি আমাদের লোনের টাকা দিতে হবে তাছাড়া যখন গত বছর লকডাউন পড়েছিল তখন সাধারণ মানুষ যারা রয়েছেন যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন যারা যারা লোন নিয়ে রেখেছেন তাদের কিন্তু লোনের টাকা মেটাতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হয়েছিল ।
এই রকম মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উভয়ের মিলিত চেষ্টায় লোন মনেটরিয়াম দেওয়া হয়েছিল তিন মাস এবং পরে সেটাকে আরো তিন মাস বাড়ানো হয়েছিল মত ছয় মাসের লোন মনেটরিয়াম দেওয়া হয়েছিল । তার ফলে কিন্তু একটা সুবিধা যেমন হয়েছিল ঠিক তেমনি একটা অসুবিধাও হয়েছিল , এখানে কিন্তু লোনের ওপর সুদ সেই সুদের ওপর আবার কিন্তু সুদ দিতে হয়েছিল ।
যদিও তার কিছুদিন পরে এই টাকাটা ফেরত পাওয়া গেছিল তবুও কিন্তু সাধারণ মানুষকে একটু হয়রানি হতে হয়েছিল । বর্তমানে কিন্তু আবার সেই একই অবস্থা ঘুরেফিরে এসেছে অর্থাৎ বর্তমানে কিন্তু আবার এই বছর কড়া লকডাউন ডাকা হয়েছে এবং বহু মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গেছে । এখন কিন্তু আপনাদের সকলের মনে এই প্রশ্ন জাগছে যারা যারা লোন নিয়ে রেখেছেন , যে এই বারে কি লোনের টাকা এই লোনের কিস্তি কি আপনাদের মেটাতে হবে ?
এই প্রশ্নটা শুধু আপনাদের নয় এই প্রশ্নটা সকলের । আমরা জানি যে বর্তমানে এখনও পর্যন্ত কোনো রকম কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু আসেনি বা কোনো রকম কোনো লোন মনেটরিয়ামের কথা ঘোষণা করা হয়নি ,, তবে আপনারা যদি চান লোন মনেটোরিয়াম আপনাদের দরকার বা এই লকডাউনে আপনারা কিস্তি দিতে পারবেন না সেইজন্য আপনাদের যেটা করতে হবে আমার ek ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে ।