পশ্চিমবঙ্গে বর্তমানে এমন একটি প্রকল্প চালু আছে, যেখানে আপনি আবেদন করলে, আপনার একাউন্টে ৬৪০০ টাকা সরাসরি ঢুকে যাবে। তো চলুন জেনে নেওয়া যাক, এই যোজনায় আপনি কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? ফর্ম কোথায় পাবেন? কোথায় জমা দেবেন? কিভাবে এই ৬৪০০ টাকাটি পাবেন?
এই যোজনাতে আবেদন করলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ দেওয়া হবে 6400 টাকা করে , কিভাবে আবেদন করবেন ? কি কি কাগজপত্র লাগবে ? কোথায় যোগাযোগ করতে হবে ?
কি কি সুবিধা পাওয়া যাবে ?
1. এই যোজনাতে আবেদন করলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 6400 টাকা করে
2. এই যোজনাতে মোট তিনটি কিস্তি দেওয়া হয় ।
3. প্রথম কিস্তিতে 1000 টাকা
4. 150 দিনের ভিতরে দ্বিতীয় কিস্তিতে 2000 টাকা দেওয়া হয়
5. এবং 180 দিনের ভিতরে বাকি কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়
কারা আবেদন করতে পারবেন ?
1. মাতৃ সুরক্ষা যোজনার লাভ সমস্ত গর্ভবতী মহিলাদের দেওয়া হয়ে থাকে
2. সর্বোচ্চ দুটি সন্তানের জন্য এই টাকা দেওয়া হয়
3. গ্রামে ও শহরে উভয় ক্ষেত্রে মহিলারা আবেদন করতে পারবেন
কি কি ডকুমেন্টস লাগবে ?
1. যিনি আবেদন করবেন তার আধার কার্ডের জেরক্স
2. ব্যাংকের পাস বইয়ের জেরক্স
3. আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
4. সেন্টারের কার্ড বা গর্ভবতী হওয়ার কার্ডের সামনে ছবি 3 কপি জেরক্স
5. সেন্টারের কার্ডের টিকাকরণের এক কপি জেরক্স
6. স্বামীর আধার কার্ড ও ভোটার কার্ড এর জেরক্স
যোগাযোগ কোথায় করবেন ?
সমস্ত কাগজপত্র নিয়ে আপনি আপনার নিকটবর্তী আশা সেন্টারের সঙ্গে যোগাযোগ করবেন , আপনার এলাকার আশা কর্মীরাই বাকি সমস্ত কাজটা করে দেবেন ।