HS Bengali Suggestion 2020 | বাংলা সাজেশন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২০২০

HS Bengali Suggestion 2020

রচনাধর্মী প্রশ্নোত্তর  (অনধিক ১৫০ টি শব্দ)
ভারতবর্ষ
* “বচসা বেড়ে গেল” – কাদের মধ্যে কী নিয়ে বচসা বাড়েবচসার পরিণাম কী?
* “তাই ধারের অঙ্ক বেড়ে চলে“- কোথায়কাদেরকিভাবে ধার বাড়ে?

বুড়ির মৃতদেহকে নিয়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে তার বিবরণ দাও।
ভাত
* “ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে“- কে কিভাবে ভাত জোগাড় করেছিলতার এই অনুভূতির কারণ কী?
আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের“- আসল বাদার খোঁজ কেন করা হয় নাআসল বাদা কোথায়কিভাবে থাকে?
কে বাঁচে কে বাঁচায়
মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় “- মৃত্যুঞ্জয় কেকেন তার বাড়ির অবস্থা শোচনীয়?
* “ওটা পাশবিক স্বার্থপরতা “- কে কোন বিষয়কে ‘পাশবিক স্বার্থপরতা ‘ বলেছেন কথা বলার কারণ কী?
* “ অপরাধের প্রায়শ্চিত্ত কী?” – কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছেননিজেকে অপরাধী বলার কারণ কী?
রূপনারানের কুলে
রূপনারানের কুলে জেগে উঠিলাম“- রূপনারান বলতে প্রকৃতপক্ষে কী বোঝানো হয়েছে ? এই কুলে তার জেগে ওঠার তাত্পর্য ?
* “আমৃত্যুর দুঃখের তপস্যা  জীবন।“- জীবনকে কেন “আমৃত্যুর দুঃখের তপস্যা ” বলা হয়েছে?  কিভাবে দুঃখের তপস্যা করে কবি আত্মস্বরূপ দেখতে পেয়েছেন?

* “
সে কখনও করে না বঞ্চনা “- কার কথা বলা হয়েছেকবি কিভাবে এই ভাবনায় উপনিত হলেন?
আমি দেখি:
* “শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়/সবুজের অনটন ঘটে “- ‘শহরের অসুখ ‘ বলতে কী বোঝসবুজের অনটন কিভাবে ঘটে?
* “আমার দরকার শুধু গাছ দেখা।“- ‘আমার‘ বলতে কার কথা বলা হয়েছে?  তার গাছ দেখা কেন দরকার?
* “চোখ তো সবুজ চায়/দেহ চায় সবুজের বাগান “- প্রসঙ্গ কীউক্তিটির তাৎপর্য বিশ্লেষণ  কর।
মহুয়ার দেশ:
* ‘মেঘমদির মহুয়ার দেশ‘ কোথায়মেঘমদির মহুয়ার দেশ কে নিয়ে কবি কিভাবে স্বপ্নমদির জাল বুনেছেন?
* “অনেকঅনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ “- মহুয়ার দেশের স্বপ্ন কিভাবে ভঙ্গ হলো তা লেখ।
* “আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল/নামুক মহুয়ার গন্ধ।” – কবি কেন ক্লান্তকিভাবে সেই ক্লান্তি দূর করা যেতে পারে?
HS Bengali Suggestion 2020 নাটক:
* “সেই রাতেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম।“- এখানে কোন রাতের কথা বলা হয়েছেসেই রাতে কী বুঝেছিলেন?
দেখেছরজনী চাটুজ্যে ইজ রজনী চাটুজ্যেমরা হাতি সোয়া লাখ।“- এই উক্তির প্রেক্ষিতে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা কর।

* “
বিভাব” নাটকে হাসানোর চেষ্টা প্রথমবার ব্যর্থ হলে দ্বিতীয় বার যে দৃশ্য উপস্থাপন করা হয় তার বর্ণনা দাও।

আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব‘ নাটক।“- অভাবের চিত্র এই নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে?

* ” 
কী অমর এবার হাসি পাচ্ছে?…এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে “- কোন পরিপ্রেক্ষিতে  কথা বলা হয়েছে?
আমার বাংলা:
*”মনে মনে চটে যাই মোনা ঠাকুরের ওপর।“- মোনা ঠাকুর লেখককে কী বলেছেনলেখক পরে মোনা ঠাকুরের কথার সাথে তা মেলাতে পারেন নি কেন?
* “এদিকে আর এক রকমের প্রথা আছে – নানকার প্রথা।“- নানকার প্রজাদের অবস্থা কেমন ছিলপরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল?
* “কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে।“- মহাজনের পন্থা কী? ‘ছাতির বদলে হাতি‘ রচনা অবলম্বনে  কথার সত্যতা নিরুপন করো।
* “হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা।“- ক্ষেপে ওঠা কলকাতার ছবি বর্ণনা করো।
* “লোকটা একজন পয়লা নম্বরের ভন্ড।“- লোকটা কেতার সম্পর্কে এরকম মন্তব্যের কারণ কি ?
* “তোমরা হাত বাড়াওতাকে সাহায্য করো।“- এখানে কাকেকিভাবে  কেন সাহায্য করতে বলা হয়েছে?
বাঙালির শিল্পসাহিত্য  সংস্কৃতির ইতিহাস:
 বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ অথবা গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান।
বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটক অথবা মৃণাল সেনের অবদান 
বাংলার বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসু অথবা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান 
বাংলা গানের ধারায় মান্না দে  অথবা হেমন্তকুমার মুখোপাধ্যায়ের অবদান।
 বিশ্ব ক্রিকেটে সৌরভ গাঙ্গুলীর অবদান 
মোহনবাগানের ঐতিহাসিক আই এফ  শিল্ড ফাইনাল জয়ের বিবরণ।
বাংলা চলচ্চিত্রে সবাক  নির্বাক যুগের পরিচয়।
চিকিৎসা বিজ্ঞানে নীলরতন সরকার  কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের অবদান 
ভাষা :
রূপতত্ত্ব কীএর আলোচ্য বিষয় বর্ণনা করো।
তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলেএর বৈশিষ্ট্য কী কী?
পদগুচ্ছ সংগঠন বলতে কী বোঝায়এর প্রকার কী কী?
শৈলী বিজ্ঞান কীএই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
গঠনের দিক থেকে বাক্য কয় প্রকারএকটি প্রকার উদাহরণ সহ বুঝিয়ে দাও 
আন্তর্জাতিক কবিতা / ভারতীয় গল্প 
* “কত সব প্রশ্ন।“- কারকী প্রশ্নপ্রশ্ন গুলো কেন করা হয়েছে তা লেখো।
* “সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?”- রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিলএখানে বক্তা কী বলতে চেয়েছেন?
* “উনি রীতিমতো হতভম্ব।“- ‘উনি‘ কেতিনি কেন হতভম্ব?
* “ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার / একলাই নাকি?”- আলেকজান্ডারেরপরিচয় দাওবক্তা এখানে কী বলতে চেয়েছেন 
* “এত যে শুনি বাইজেন্টিয়ামসেখানে কী সবাই প্রাসাদেই থাকতো?”- এই মন্তব্যের তাৎপর্য কী?

HS Bengali Suggestion 2020

রচনা :
বাংলার কুটিরশিল্পবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়আচার্য প্রফুল্ল চন্দ্র রায়,  খেলাধুলা  ছাত্রসমাজ,  সাম্প্রদায়িকতা  যুবসমাজ,  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন