রাষ্ট্রবিজ্ঞান সাজেশন উচ্চমাধ্যমিক ২০২০ | HS POLITICAL Science Suggestion 2020

HS POLITICAL  Science Suggestion 2020

Part A (40 Marks)
১। গান্ধীবাদ কি? গান্ধীজীর রাজনৈতিক দর্শনের মূল সূত্র গুলি আলোচনা করো। (২+৬)
২। ভারতের বিচার ব্যবস্থায় জনস্বার্থ বিষয়ক মামলার গুরুত্ব আলোচনা করো। (৮)
৩। জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়? জাতীয় স্বার্থ রক্ষার উপায় আলোচনা করো। (২+৬)
৪। বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো? বিচারবিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা আলোচনা করো। (২+৪)
৫। উদারনীতিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। (৩+৫)
৬। আন্তর্জাতিক রাজনীতি বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য গুলি লেখ। (৩+৫)
৭। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি গুলি আলোচনা করো। (৪+৪)
৮। ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি কি কি? (৮)
৯। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। (৪+৪)
১০। ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো (৪+৪)
১১। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সংক্ষেপে আলোচনা করো। (৮)
১২। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। (৮)
১৩। সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। (৪+৪)
১৪। ক্রেতা আদালত সম্পর্কে টীকা লেখো। (৮)
১৫। ভারতের লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। (৪+৪)
১৬। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। (৪+৪)

Part -B (Marks 40)

১। প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম হলো – a) উত্তর কোরিয়া b) দক্ষিণ কোরিয়া c) কিউবা d) জাপান।
২। ন্যাটো গঠিত হয় – a) সোভিয়েত ইউনিয়নের b) বৃটেনের c) মার্কিন যুক্তরাষ্ট্রের d) ভারতের উদ্যোগে।
৩।”The Making of Foreign Policy” – এর লেখক হলেন – a) ইভান লুয়ার্ড b) মর্গেন থাউ c) রবীন্দ্রনাথ ঠাকুর d) জোসেফ ফ্রাংকেল।
৪। রাজ্য আইনসভার নিম্নকক্ষ হলো – a) রাজ্যসভা b) বিধানসভা c) লোকসভা d) বিধান পরিষদ।
৫। ভারতের সর্বোচ্চ শাসন বিভাগীয় কর্তৃপক্ষ হলেন – a) রাজ্যপাল b) উপরাষ্ট্রপতি c) প্রধানমন্ত্রী d) রাষ্ট্রপতি।
৫। জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন – a) সভাধিপতি b) সভাপতি c) প্রধান d) কেউই নন।
৬। কলকাতা কর্পোরেশনের সপারিষদ মেয়র এর সদস্য সংখ্যা – a) 15 জন b) 12 জন c) 10 জন d) 17 জন।
৭। লোক আদালতের প্রস্তাব উত্থাপন করেন – a) পিএন ভগবতী b) জহরলাল নেহেরু c) গান্ধীজি d) ইন্দিরা গান্ধী।
৮। ভারত – পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল – a) 1995 সালে b) 1998 সালে c)1997 সালে d) 1999 সালে।
৯। পারমাণবিক অগ্রসরতা বিরোধী (এনপিটি) চুক্তি স্বাক্ষরিত হয়েছিল – 1994 খ্রিস্টাব্দে b) 1969 খ্রিস্টাব্দে c) 1996 খ্রিস্টাব্দে d) 1968 খ্রিস্টাব্দে।
১০। মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে – a) 39 নম্বর ধারায় b) 44 নম্বর ধারায় c) 99 নম্বর ধারায় d) 42 নম্বর ধারায়।
নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান 1)
১। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়?
২। জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি?
৩। ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি?
৪। পশ্চিমবঙ্গের পৌরসভা গুলির দুটি কাজের উল্লেখ করো।
৫। বন্দী প্রত্যক্ষীকরণ কথাটির অর্থ কি?
৬। গ্রাম সংসদের প্রধান কাজ উল্লেখ করো?
৭। বোরো কমিটি কিভাবে গঠিত হয়?
৮। সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?
৯। আইনসভার মুখ্য কাজ কি?
১০। একমেরুতা বলতে কী বোঝো?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন