চাকরির খবর ২৪৭ঃ আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে ক্লার্ক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে।চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করেবন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।
নিয়োগকারী সংস্থা-
WEST BENGAL MUNICIPAL SERVICE COMMISSION
149, A.J.C Bose Road, Kolkata-700014
Web: www.mscwb.org
Advertisement No. - 12 of 2022
গুরুত্বপূর্ণ চাকরির খবর-
রাজ্যে প্যারা ভলেন্টিয়ার নিয়োগ-উচ্চমাধ্যমিক পাশে
বর্তমানে কি কি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে ?
ফরেস্ট গার্ড, এসিস্ট্যান্ট ও ক্লার্ক নিয়োগ
ISRO থেকে গ্রুপ C পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ-
- আবেদন শুরুর তারিখ- 29/12/2022
- লাস্ট ডেট- 28/01/2023 ।
পদের বিবরন-
পদের নাম- Sub-Overseer
শিক্ষাগত যোগ্যতা- সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকা চাই।
ভ্যাকান্সি- মোট ৭৫টি শুন্যপদ রয়েছে। UR-35, SC-17, ST-04, OBC A-07, OBC B-05 ।
বেতন- পে লেভেল ৪ এর স্যালারি দেওয়া হবে।
বয়স- ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে
বয়সের ছাড়-
SC/ST- কাস্টের প্রার্থীরা ০৫বছর এবং OBC প্রার্থীরা ০৩বছরের বয়সের উরধসীমায় ছাড় পাবেন।
আবেদন ফি-
জেনারেল এবং OBC প্রার্থীদের জন্য ২০০টাকা/- এবং SC/ST- কাস্টের প্রার্থীদের জন্য ৫০টাকা/- আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
সিলেকশন প্রসেস-
লিখিত পরিক্ষা এবং পারসোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরিক্ষা সেন্টার শুধুমাত্র কলকাতায় পাবেন।
লিখিত পরিক্ষা-
OMR শিটে MCQ টাইপের প্রশ্ন থাকবে ১০০টি, প্রত্যেক প্রশ্নের মান থাকবে ২ করে, মোট ২০০ নম্বরের পরিক্ষা হবে, পরিক্ষার সময় থাকবে ১ ঘন্টা, প্রশ্নপত্র ইংরেজি ভাষায় হবে। ভুল উত্তরের জন্য ১ নম্বর করে কাটা যাবে। লিখিত পরিক্ষায় যারা পাশ করবেন তাদের ৪০ নম্বরের পারসোনালিটি টেস্টের জন্য ডাকা হবে।
সিলেবাস-
জেনারেল নলেজ(ভারতীয় ইতিহাস ও ভূগোল), ইংরেজি, কারেন্ট এফেয়ারস, সায়েন্স, অঙ্ক(মাধ্যমিক মানের), রিজিনিং ইত্যাদি।
আবেদন পদ্ধতি-
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি জমা দিতে হবে এবং পাসপোর্ট সাইজের ফোটো, সিগুনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন অনলাইনে।
Important Links:-
- Official Notice: Download
- Official Website: Click Here
- Apply Now: Click Here
- Latest Job: Click Here
- Telegram Group- Join Now