উচ্চমাধ্যমিক পাশে CRPF নিয়োগ 2023 । ১৪৬০টি শুন্যপদে।। CRPF Head Constable Ministerial Recruitment 2023..

চাকরির খবর ২৪৭ঃ কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্সে উচ্চমাধ্যমিক পাশে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করেবন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।




নিয়োগকারী সংস্থা- 
CENTRAL RESERVE POLICE FORCE (CISF)
Advertisement For Recruitment of ASI & Head Constable-2022
Employment No- A.V. VI. 19/2022-Rectt-DA-3


গুরুত্বপূর্ণ তারিখ- 
আবেদন শুরুর তারিখ- ৪ই জানুয়ারি ২০২৩,
লাস্ট ডেট- ২৫শে জানুয়ারি ২০২৩,
CBT Admit Card- ১৫ই ফেব্রুয়ারি ২০২৩,
CBT Test Date- ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে।



পদের বিবরন-

১) পদের নাম- এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনো),
ভ্যাকান্সি- ১৪৩ টি। (UR-58, EWS-14,OBC-39, SC-21, ST-11)
বেতন- পে লেভেল ৫ অনুযায়ী ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা।
স্কিল টেস্ট(কম্পিউটারে)- 
ডিক্টেশনঃ ১০ মিনিট, ৮০ টি শব্দ প্রতিমিনিটে।
ট্রান্সকিপশনঃ ৫০ মিনিট ইংরেজি অথবা ৬৫ মিনিট হিন্দি ভাষায় ।



২) পদের নাম- হেড কনস্টেবল(মিনিস্ট্রিয়াল),
ভ্যাকান্সি- ১৩১৫ টি। (UR-532, EWS-132, OBC-355, ST- 99, SC-197)
বেতন- পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা।
স্কিল টেস্ট(কম্পিউটারে)- প্রতিমিনিটে ৩৫টি শব্দ ইংরেজি ভাষায় অথবা হিন্দি ভাষায় প্রতিমিনিটে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা ।


শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশে করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- ২৫শে জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর জন্মতারিখ হতে হবে ২৬/০১/১৯৯৮ তারিখ থেকে ২৫/০১/২০০৫ তারিখের আগে।
বয়সের ছাড়- SC/ST- কাস্টের প্রার্থীরা ০৫বছর এবং OBC প্রার্থীরা ০৩বছরের বয়সের উরধসীমায় ছাড় পাবেন।


প্রার্থী বাছাই পদ্ধতি- 

কম্পিউটার বেসড টেস্ট, স্কিল টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।


কম্পিউটার বেসড টেস্ট- 
১০০টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, ৯০মিনিট সময় পাবেন। নেগেটিভ মারকিং থাকবে 0.25 নম্বর, হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রশ্ন পত্র পাবেন।

সিলেবাস- 
হিন্দি অথবা ইংরেজি ভাষা, জেনারেল এপ্টিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ এপ্টিটিউড - প্রতিটি বিষিয় থেকে ২৫টি প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের মান ১ নম্বর।




পরিক্ষা কেন্দ্র- 
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে Asansol, Baharmpur, Bankura, Burdwan, Durgapur, Hooghly, Howrah, Kalyani, Kolkata, Siliguri, Suri এই সমস্ত লোকেশনে পরিক্ষা কেন্দ্র পাবেন।

ফিজিক্যাল ষ্ট্যাণ্ডার্ড টেস্ট- 
পুরুষঃ হাইট ১৬৫ সেমি, বুক ৭৭ সেমি, ফুলিয়ে ৮২ সেমি।
মহিলাঃ হাইট ১৫৫ সেমি, বুক ৭৬ সেমি, ফুলিয়ে ৮১ সেমি।


গুরুত্বপূর্ণ চাকরির খবর- 
বর্তমানে কি কি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে
পশ্চিমবঙ্গ পৌরসভায় একাধিক ক্লার্ক নিয়োগ 
রাজ্যে প্যারা ভলেন্টিয়ার নিয়োগ-উচ্চমাধ্যমিক পাশে 
ফরেস্ট গার্ড, এসিস্ট্যান্ট ও ক্লার্ক নিয়োগ 



আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্ক থেকে আবেদন করবেন অনলাইনে, আবেদন করার সময় বৈধ ইমেল আইডি থাকতে হবে।আবেদনের শেষ তারিখ ২৫শে জানুয়ারি ২০২৩।
আবেদন ফি- জেনারেল, ও.বি.সি. প্রার্থীদের শুধুমাত্র ছেলেদের জন্য ১০০টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এবং SC, ST ও মহিলা প্রার্থীদের কোনোপ্রকার ফি দিতে হবে না।



Important Links:- 
Short Notice: Download
Full Notice: Download
Apply Now: Click Here
Latest Job: Click Here
Telegram Group- Join Now



Tags: CRPF Head Constable Ministerial Syllabus 2023, Exam Pattern, crpf.nic.in, CRPF Recruitment 2022-23: HC Ministerial and ASI Steno 1458 Posts Notification and Online From, CRPF Head Constable Ministerial and ASI Stenographer Application Form 2022-23 - Sarkari Result, crpf headconstable ministerial notification pdf, crpf head constable ministerial syllabus 2022, crpf head constable ministerial exam date, crpf head constable ministerial eligibility, crpf head constable ministerial running time, crpf head constable ministerial physical, crpf head constable ministerial selection process, crpf head constable ministerial salary.


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন