চাকরির খবর ২৪৭ঃ আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। মিন্সট্রি অফ ডিফেন্স থেকে গ্রুপ ডি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করেবন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।
নিয়োগকারী সংস্থাঃ
Cantonment Board Office, Lebong, Darjeeling, West Bengal - 734105
Telephone - 0354-2276226, Fax - 0354-2276225
Govt. of India, Ministry of Defence
E-mail - ceolebo-stats@nic.in
Website-lebong.cantt.gov.in
গুরুত্বপূর্ণ চাকরির খবর- ডিসেম্বর মাসের শুরুতে সেরা ৮টি সরকারি চাকরির খবর 2022
গুরুত্বপূর্ণ তারিখঃ
- আবেদন শুরুর তারিখঃ অলরেডি শুরু হয়ে গেছে,
- লাস্ট ডেটঃ ২০ই জানুয়ারি ২০২৩ ।
পদের বিবরন-
১)পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক/LDC,
শিক্ষাগত যোগ্যতা- সরকারি বোর্ড থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকা লাগবে সাথে কম্পিউটার নলেজ এবং ইংলিশ অথবা হিন্দি ভাষায় টাইপিং জানলে অগ্রাধিকার পাবেন।
ভ্যাকান্সি- মোট ০২টি শুন্যপদ,
বেতন- লেভেল ৬ এর স্যালারি ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত প্রতিমাসে।
গুরুত্বপূর্ণ চাকরির খবর- গ্রুপ C পোষ্টে একাধিক কর্মী নিয়োগ চলছে 2022
২)পদের নাম- ফরেস্ট মালি,
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ থাকলে সাথে কম্পিউটার নলেজ এবং গারডেনিং, হরটিকালচারে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
ভ্যাকান্সি- মোট ০২টি শুন্যপদ,
বেতন- লেভেল ২ এর স্যালারি ১৭,৬০০ থেকে ৪৫,২০০ টাকা পর্যন্ত প্রতিমাসে।
৩)পদের নাম- সাফাইওয়ালা,
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ থাকলে সাথে ম্যাশনরি, প্লাম্বিং, কার্পেন্টারি, ইলেক্ট্রিকের কাজ এবং রান্ন জানলে অগ্রাধিকার পাবেন।
ভ্যাকান্সি- মোট ০২টি শুন্যপদ,
বেতন- লেভেল ১ এর স্যালারি ১৭,০০০ থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত প্রতিমাসে।
গুরুত্বপূর্ণ চাকরির খবর- এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে পাটশিল্পে ৯০ দিনের ট্রেনিং ও চাকরি
৪)পদের নাম- মজদুর,
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ থাকলে সাথে ম্যাশনরি, প্লাম্বিং, কার্পেন্টারি, ইলেক্ট্রিকের কাজ এবং রান্ন জানলে অগ্রাধিকার পাবেন।
ভ্যাকান্সি- মোট ০২টি শুন্যপদ,
বেতন- লেভেল ১ এর স্যালারি ১৭,০০০ থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত প্রতিমাসে।
বয়স- ২০ই জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ২১ বছর থেকে সর্বচ্চ ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
বয়সের ছাড়ঃ SC/ST- কাস্টের প্রার্থীরা ০৫বছর এবং OBC প্রার্থীরা ০৩বছরের বয়সের উরধসীমায় ছাড় পাবেন।
আবেদন ফি-
- ফরেস্ট মালি, সাফাইওয়ালা, মজদুর পদের ক্ষেত্রে জেনারেল/ও.বি.সি প্রার্থীদের জন্য ৫০০টাকা ফি, SC/ST- ও মহিলা প্রার্থীদের জন্য ২৫০টাকা ফি PWD দের কোনপ্রকার ফি নেই।
- লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে জেনারেল/ও.বি.সি প্রার্থীদের জন্য ১,০০০টাকা ফি, SC/ST- ও মহিলা প্রার্থীদের জন্য ৫০০টাকা ফি PWD দের কোনপ্রকার ফি নেই।
সিলেকশন প্রসেস-
- লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে MCQ অবজেক্টিভ টাইপের লিখিত পরীক্ষা হবে ১৮০ মিনিটের, প্রশ্নপত্র শুধুমাত্র ইংরেজি ভাষায় হবে। এর পরে স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
- ফরেস্ট মালি, সাফাইয়ালা, মজদুর পদের ক্ষেত্রে MCQ অবজেক্টিভ টাইপের লিখিত পরীক্ষা হবে ১২০ মিনিটের, প্রশ্নপত্র শুধুমাত্র ইংরেজি ভাষায় হবে। এর পরে ফিজিক্যাল ফিটনেস এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
গুরুত্বপূর্ণ চাকরির খবর- আধার ইন্টার্নশিপ ও প্রতিমাসে স্টাইপেন্ড 2023
আবেদন পদ্ধতি-
ইচ্ছুক প্রার্থীদের শুধুমাত্র ইন্ডীয়ান পোষ্টের মাধ্যমে অফলাইনে আবেদন করতে হবে। নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, সেটা ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস এটাচ করে আবেদন খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন খামের উপরে লিখবেন "Application for the Post of"________" ।
আবেদন ফর্মের সাথে কি কি ডকুমেন্ট সেন্ড করবেন?
১)শিক্ষাগত যোগ্যতার মার্কশিট,
২)স্কুল লিভিং সার্টিফিকেট,
৩)৫০/- টাকার পোষ্টাল স্ট্যাম্প সহ দুটি সেলফ এড্রেস এনভলেপ,
৪)দুটি সাম্প্রতিক তোলা কালার পাসপোর্ট সাইজ ফোটো, ফোটোর পিছনে নিজের সই করবেন,
৫)অভিজ্ঞতা ও কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
গুরুত্বপূর্ণ চাকরির খবর- প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট দেখুন ২০২৩
নোট-
কোন প্রকার সমস্যার জন্য ইমেল এবং ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। একজন আবেদনকারী একটার বেশি পোষ্টে আবেদন করতে পারবেন, তবে তার জন্য সেপারেট আবেদন করতে হবে ।
Email- recruitmentcblebong@gmail.com
Office Contact No- 8972074610
Important Links-
- Official Notice: Download
- Official Website: Click Here
- Application Form: Download
- Latest Job: Click Here