গ্রুপ C পোষ্টে একাধিক কর্মী নিয়োগ চলছে 2022.. মাধ্যমিক পাশে.. Group C Job Vacancy 2022..

চাকরির খবর ২৪৭ঃ আপনি কি সরকারি চাকরি খুজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ডঃ বি. আর. আম্বেদকর ইন্সটিউট অফ টেকনলজিতে গ্রুপ C পোষ্টে একাধিক কর্মী নিয়োগ চলছে। চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করেবন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।




 নিয়োগকারী সংস্থাঃ

 Dr. B.R. Ambedkar Institute of Technology,

 Andaman & Nicobar Administration

Group “C” post


গুরুত্বপূর্ণ তারিখঃ 

  • আবেদন শুরুর তারিখ- ১১ই নভেম্বর ২০২২,
  • লাস্ট ডেট- ১০ই ডিসেম্বর ২০২২ ।



পদের বিবরন-


১)পদের নাম- কুক/Cook,
শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা সাথে কুকিং সার্টিফিকেট থাকা চাই এবং কোন হোটেলে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
ভ্যাকান্সি- 01 – OBC 
বেতন- Level-1 of Pay Matrix (Rs.18000 – 56900)


গুরুত্বপূর্ণ চাকরির খবর- ডিসেম্বর মাসের শুরুতে সেরা ৮টি সরকারি চাকরির খবর 2022


২)পদের নাম- DCRA
শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকা লাগবে।
ভ্যাকান্সি- 01 – OBC 
বেতন- Level-1 of Pay Matrix (Rs.18000 – 56900)



৩)পদের নাম- মালি,
শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকা লাগবে। গার্ডেনিং-এ ২বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
ভ্যাকান্সি- 01 – OBC 
বেতন- Level-1 of Pay Matrix (Rs.18000 – 56900)


গুরুত্বপূর্ণ চাকরির খবর- এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে পাটশিল্পে ৯০ দিনের ট্রেনিং ও চাকরি 2023


৪)পদের নাম- পিওন,
শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকা লাগবে। হোম গার্ড, সিভিল ডিফেন্সে বেসিক এবং রিফ্রেশার ট্রেনিং নেওয়া থাকলে এবং বাইসাইকেল চালাতে জানলে অগ্রাধিকার পাবেন।
ভ্যাকান্সি- 01 – OBC, 01-EWS,
বেতন- Level-1 of Pay Matrix (Rs.18000 – 56900)



৫)পদের নাম- সুইপার,
শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকা লাগবে। 
ভ্যাকান্সি- 02-UR, 01-OBC,
বেতন- Level-1 of Pay Matrix (Rs.18000 – 56900)


গুরুত্বপূর্ণ চাকরির খবর- CISF কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে 2022


বয়স- 

  1. মহিলা-১৮ থেকে ৩৮ বছর, 
  2. পুরুষ- ১৮ থেকে ৩৩ বছর।

বয়সের ছাড়- SC/ST- কাস্টের প্রার্থীরা ০৫বছর এবং OBC প্রার্থীরা ০৩বছরের বয়সের উরধসীমায় ছাড় পাবেন।



আবেদন ফি- কোন কাস্টের প্রার্থীদের আবেদন ফি নেই।
সিলেকশন প্রসেসঃ লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পরীক্ষা কেন্দ্র- Dr. B.R. Ambedkar Institute of Technology, Pahargaon, Port Blair
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।



Important Links:- 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন