Jhargram District Court Recruitment 2022 । জেলা আদালতে ক্লার্ক, গ্রুপ D নিয়োগ ২০২২ । ৮পাশ, মাধ্যমিক পাশে আবেদন ।

 চাকরির খবর ২৪৭ঃ আপনি কি সরকারি চাকরি খুজছেন? কোর্টে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর । ঝাড়্গ্রাম জেলা আদালতে বিভিন্ন পদে নিয়োগ চলছে। যেখানে পশ্চিমবঙ্গের যেকোন জেলার চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন । চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।





 নিয়োগকারী সংস্থাঃ 

Government of West Bengal

Office of the District Magistrate & Collector, Jhargram

District Child Protection Unit

Email: dcpujhargram@gmail.com

Memo No: 101/DCPU/JGM Date: 24/06/2022


গুরুত্বপূর্ণ তারিখঃ 

আবেদন শুরুর তারিখঃ 27/06/2022,

লাস্ট ডেটঃ 15/07/2022



শূন্যপদের বিবরণঃ

১) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক (বেঞ্চ ক্লার্ক হিসেবে কাজ করতে হবে),

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ । কম্পিউটার এবং টাইপিং জানতে হবে, এছাড়া বাংলা, ইংরেজি ও হিন্দী ভাষায় পড়তে ও বলতে জানলে আগে সুযোগ পাবেন ।

ভ্যাকান্সিঃ ০১ টি, (UR)

বেতনঃ মাসিক ১৩,৫০০/- টাকা,


২) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক, 

শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ । কম্পিউটার এবং টাইপিং জানতে হবে, এছাড়া বাংলা, ইংরেজি ও হিন্দী ভাষায় পড়তে ও বলতে জানলে আগে সুযোগ পাবেন ।

ভ্যাকান্সিঃ ০১ টি, (UR)

বেতনঃ মাসিক ১৩,৫০০/- টাকা,



৩) পদের নামঃ কাউন্সিলার, 

শিক্ষাগত যোগ্যতাঃ সাইকোলজিতে গ্রাজুয়েশন পাশ । কম্পিউটার এবং টাইপিং জানতে হবে, এছাড়া বাংলা, ইংরেজি ও হিন্দী ভাষায় পড়তে ও বলতে জানলে আগে সুযোগ পাবেন ।

ভ্যাকান্সিঃ ০১ টি, (UR)

বেতনঃ মাসিক ১৩,৫০০/- টাকা,


৪) পদের নামঃ গ্রুপ D, 

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনী পাশ । এছাড়া বাংলা ও হিন্দী ভাষায় পড়তে ও বলতে জানলে আগে সুযোগ পাবেন ।

ভ্যাকান্সিঃ ০১ টি, (UR)

বেতনঃ মাসিক ১২,০০০/- টাকা,




বয়সঃ উপরের সব পদের ক্ষেত্রেই ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী বয়স লাগবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । প্রসঙ্গত এই নিয়োগটি সম্পূর্ণ কন্ট্রাক্টচুয়াল ।



সিলেকশন প্রসেসঃ 

উপরে ১, ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে ৮০ নম্বরের লিখিত পরিক্ষা হবে, লিখিত পরিক্ষায় যারা পাশ করবে তাদের ১০ নম্বরের কম্পিউটার টেস্ট হবে, যারা কম্পিউটার টেস্টে পাশ করবেন তাদের ভাইভা/ইন্টারভিউ এর জন্য ডাকা হবে ।

গ্রুপ D পদের ক্ষেত্রে Walk-In-Interview হবে ।


সিলেবাসঃ



আবেদন পদ্ধতিঃ 

অফলাইনে, The District Child Protection Unit, Treasury Building (Ground Floor), Office of the District Magistrate, Jhargram এই ঠিকানায় যেকোন কাজের দিন সকাল ১১টা থেকে ৪টের মধ্যে গিয়ে ড্রপ বক্সে আবেদন ফর্ম জমা দেবেন ।


আবেদন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্ট দেবেন?

  •  Birth certificate/ Madhyamik admit card, 
  • Mark sheet of all Academic Qualifications, Certificate of
  • Higher Education (if any), Computer Education and Experience, 
  • Voter card/ Aadhar Card
  • 2 recent colour passport size photographs (1 to be self attested and pasted on the application form). 


আবেদন ফর্ম বড় হাতের ইংরেজি অক্ষরে ফিলাপ করবেন । উপরের সমস্ত ডকুমেন্ট জেরক্স করে সেলফ এটেস্টেড করে একটি মুখবন্ধ খামে ভরে দেবেন । খামের উপরে অবশ্যই লিখবেন, 'Application for the post of....................... "JJB-Support Staff''. । 




Important Links:- 




বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: jhargram district court recruitment 2022, jhargram district court recruitment, jhargram court recruitment 2022 online apply, jhargram district court recruitment 2022 apply online, jhargram district court apply link, medinipur district court recruitment 2022, jhargram district recruitment, www districts ecourts gov in jhargram, jhargram court official website, calcutta high court recruitment।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন