Agnipath Scheme Indian Army Rally Date West Bengal 2022 । অগ্নিপথ স্কীম, ইন্ডীয়ান আর্মি র‍্যালি ডেট প্রকাশিত হল 2022 পশ্চিমবঙ্গের 23টি জেলার।

চাকরির খবর ২৪৭ঃ ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর প্রকল্পে নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে অনেকদিন আগেই । এবার এই আর্মি র‍্যালি কোথায় কোথায় হবে? এবং কোন কোন ডেটে হবে তার নোটিশ প্রকাশিত হল । আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, এবং ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর প্রকল্পের র‍্যালিতে অংশগ্রহন করতে চান, তাহলে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন ।




পশ্চিমবঙ্গের ক্ষেত্রে র‍্যালির তারিখ ও স্থানঃ


১) শিলিগুড়ি(সিকিম) জোনঃ

  •  স্থানঃ গ্যাংটক/নামচি,
  • তারিখঃ ০১ সেপ্টেম্বর থেকে ০৫ই সেপ্টেম্বর পর্যন্ত । 
  • যে সমস্ত জেলার র‍্যালি এখানে হবেঃ ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, নর্থ এবং সাউথ সিকিম জেলার ।

২) ব্যারাকপুর জোনঃ

  • স্থানঃ ব্যারাকপুর,
  • তারিখঃ ০৯ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত । 
  • যে সমস্ত জেলার র‍্যালি এখানে হবেঃ উত্তর ২৪ পরগনা, হুগলী, বাঁকুড়া, পুরুলিয়া ।


৩) বহরমপুর জোনঃ
  • স্থানঃ কৃষ্ণনগর,
  • তারিখঃ ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত । 
  • যে সমস্ত জেলার  র‍্যালি এখানে হবেঃ নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ।


৪) শিলিগুড়ি(পশ্চিমবঙ্গ) জোনঃ
  • স্থানঃ সেবক রোড শিলিগুড়ি/Sevoke Road Siliguri
  • তারিখঃ ২৮ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত । 
  • যে সমস্ত জেলার র‍্যালি এখানে হবেঃ উত্তর ও দক্ষিন দিনাজ পুর, জলপাইগুড়ি, কোচ বিহার, মালদা, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং।


৫) কলকাতা/RO (HQ) Kolkata জোনঃ
  • স্থানঃ খরগপুর,
  • তারিখঃ ১০ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত । 
  • যে সমস্ত জেলার র‍্যালি এখানে হবেঃ কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদেনিপুর, দক্ষিন ২৪ পরগনা, ঝাড়গ্রাম।






অগ্নিপথ প্রকল্প কি?

ভারতের বেকারদের সেনাতে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে এই প্রকল্পে, যাদের নিয়োগ করা হবে তাদের বলা হবে অগ্নিবীর । ৪ বছরের চুক্তিতে সেনাতে নিয়োগ করানো হবে । ৪ বছর কাজের পর রিটায়ার্ড করে দেওয়া হবে ৭৫% অগ্নিবীর দের, এবং বাকি ২৫% কে স্থায়ীভাবে ভারতীয় সেনাতে চাকরি দেওয়া হবে ।



অগ্নিপথ প্রকল্পের বেতন ও সুবিধাঃ

এই ৪ বছর কাজ চলাকালীন আপনি সম্পূর্ণ বেতন পাবেন এবং রিটায়ার্ড-এর সময় এককালীন ১৫ লক্ষ টাকা পাবেন । 





ইন্ডিয়ান আর্মিতে কোন কোন পদে অগ্নিবীর নিয়োগ চলছে?

১)পদের নামঃ অগ্নিবীর (জেনারেল ডিউটি)/Agniveer (General Duty) (All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ গড়ে 45% নম্বর সহ এবং প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণি /ম্যাট্রিক পাশ করতে হবে, 



২)পদের নামঃ অগ্নিবীর (টেকনিক্যাল)/Agniveer (Tech)
৩)পদের নামঃ অগ্নিবীর (টেকনিক্যাল)/(Avn & Amn Examiner)
শিক্ষাগত যোগ্যতাঃ গড়ে ৫০% নম্বর নিয়ে সায়েন্স বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি - প্রতিটি বিষয়ে ৪০% নম্বর পেতে হবে ।



৪)পদের নামঃ অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল/Agniveer Clerk / Store Keeper Technical(All Arms)

শিক্ষাগত যোগ্যতাঃ গড়ে ৬০% নম্বর নিয়ে আর্টস, সায়েন্স, কমার্স যেকোন বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা এবং প্রত্যেক সাবজেক্টে ৫০% নম্বর পেতে হবে । এছাড়াও ইংরেজি এবং অঙ্ক/Accts/Book Keeping সাবজেক্টে ৫০% নম্বর পেতে হবে । 



৫)পদের নামঃ অগ্নিবীর ট্রেডসম্যান 10th pass/Agniveer Tradesmen (All Arms)10th pass
শিক্ষাগত যোগ্যতাঃ প্রত্যেকটি সাবজেক্টে ৩৩% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে ।




৬)পদের নামঃ অগ্নিবীর ট্রেডসম্যান 8th pass/Agniveer Tradesmen (All Arms) 8th pass
শিক্ষাগত যোগ্যতাঃ প্রত্যেকটি সাবজেক্টে ৩৩% নম্বর নিয়ে ৮ পাশ করতে হবে ।


আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ Click Here







Important Links:- 



বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।



Tags:  indian army Agnipath scheme rally date, Agnipath scheme indian army rally date, Agnipath scheme indian army rally date kolkata 2022, Agnipath scheme indian army rally date west bengal, Agnipath scheme indian army rally date barrackpore, Agnipath scheme indian army rally date siliguri, Agnipath scheme indian army rally date nadia, Agnipath scheme indian army rally date murshidabad .


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন