চাকরির খবর ২৪৭ঃ ভারতবর্ষে অগ্নিপথ প্রকল্পে নিয়োগের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পশ্চিমবঙ্গের সমস্ত বেকার চাকরিপ্রার্থী ইন্ডিয়ান আর্মিতে চাকরির সুযোগ পাবেন । ৮ পাশ, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আলাদা আলাদা পদে আবেদন করতে পারবেন ।
চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।
অগ্নিপথ প্রকল্প কি?
ভারতের বেকারদের সেনাতে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে এই প্রকল্পে, যাদের নিয়োগ করা হবে তাদের বলা হবে অগ্নিবীর । ৪ বছরের চুক্তিতে সেনাতে নিয়োগ করানো হবে । ৪ বছর কাজের পর রিটায়ার্ড করে দেওয়া হবে ৭৫% অগ্নিবীর দের, এবং বাকি ২৫% কে স্থায়ীভাবে ভারতীয় সেনাতে চাকরি দেওয়া হবে ।
অগ্নিপথ প্রকল্পের বেতন ও সুবিধাঃ
এই ৪ বছর কাজ চলাকালীন আপনি সম্পূর্ণ বেতন পাবেন এবং রিটায়ার্ড-এর সময় এককালীন ১৫ লক্ষ টাকা পাবেন ।
বেতনাক্রমঃ
- প্রথম বছরে, ৩০,০০০/- টাকা প্রতিমাসে,
- ২য় বছরে, ৩৩,০০০/- টাকা প্রতিমাসে,
- ৩য় বছরে, ৩৬,৫০০/- টাকা প্রতিমাসে,
- প্রথম বছরে, ৪০,০০০/- টাকা প্রতিমাসে পাবেন ।
বয়সঃ
অগ্নিপথ প্রকল্পে যতগুলি পোষ্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত পদের ক্ষেত্রেই বয়স হতে হবে সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে ।
নিয়োগকারী সংস্থাঃ
Minstry Of Defence
Indian Army
RECRUITMENT RALLY NOTIFICATION
গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন শুরুর তারিখঃ আবেদন এখনও শুরু হয়নি, শুরু হলে আমাদের চ্যানেলে সবার আগে জানতে পারবেন ।
শূন্যপদের বিবরণঃ
১) পদের নামঃ অগ্নিবীর (জেনারেল ডিউটি)/Agniveer (General Duty) (All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ গড়ে 45% নম্বর সহ এবং প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণি /ম্যাট্রিক পাশ করতে হবে,
২) পদের নামঃ অগ্নিবীর (টেকনিক্যাল)/Agniveer (Tech)
৩) পদের নামঃ অগ্নিবীর (টেকনিক্যাল)/(Avn & Amn Examiner)
শিক্ষাগত যোগ্যতাঃ গড়ে ৫০% নম্বর নিয়ে সায়েন্স বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি - প্রতিটি বিষয়ে ৪০% নম্বর পেতে হবে ।
৪) পদের নামঃ অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল/Agniveer Clerk / Store Keeper Technical(All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ গড়ে ৬০% নম্বর নিয়ে আর্টস, সায়েন্স, কমার্স যেকোন বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা এবং প্রত্যেক সাবজেক্টে ৫০% নম্বর পেতে হবে । এছাড়াও ইংরেজি এবং অঙ্ক/Accts/Book Keeping সাবজেক্টে ৫০% নম্বর পেতে হবে ।
৫) পদের নামঃ অগ্নিবীর ট্রেডসম্যান 10th pass/Agniveer Tradesmen (All Arms)10th pass
শিক্ষাগত যোগ্যতাঃ প্রত্যেকটি সাবজেক্টে ৩৩% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে ।
৬) পদের নামঃ অগ্নিবীর ট্রেডসম্যান 8th pass/Agniveer Tradesmen (All Arms) 8th pass
শিক্ষাগত যোগ্যতাঃ প্রত্যেকটি সাবজেক্টে ৩৩% নম্বর নিয়ে ৮ পাশ করতে হবে ।
সিলেকশন প্রসেসঃ
- ফিজিক্যাল ফিটনেস টেস্ট,
- ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট,
- মেডিক্যাল এক্সাম,
- লিখিত পরিক্ষা(কমন এন্ট্রাস এক্সাম) ।
ফিজিক্যাল ফিটনেস টেস্টঃ
রানঃ
আবেদন পদ্ধতিঃ
অনলাইনে, ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ।
আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে?
- Education Certificates,
- Domicile Certificate
- Caste Certificate
- Religion Certificate
- School Character Certificate
- Character Certificate
- Unmarried Certificate
- Relationship Certificate
- NCC Certificate
- Sports Certificate
✓Apply Online: Click Here
✓Official Website: Click Here
✓Latest Job: Click Here
✓Chakrir Khabar 247 App: Download
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: agneepath yojana official notice, agneepath scheme pdf, Agneepath Scheme Apply Online 2022, Agnipath Scheme - Agniveer Apply Online, agneepath yojana apply date 2022, agneepath yojana online apply date, agneepath yojana registration, agneepath yojana 2022, agneepath yojana 2022 details, agneepath yojana pdf, agneepath scheme apply online 2022, agneepath yojana details in bangla,