পতঞ্জলি ফ্যাক্টরিতে প্যাকিং এর কাজ ২০২৩। অষ্টম শ্রেণি , মাধ্যমিক পাশে । Patanjali Factory Packing Job

চাকরির খবর ২৪৭ঃ  রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য সুখবর । পতঞ্জলি ফ্যাক্টরিতে বিভিন্ন প্রোডাক্ট পাকিং,স্ক্যানিং এর কাজে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশিত হয়েছে । যেখানে রাজ্যের ২৩টি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রাথী আবেদন করতে পারবেন । চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।


পদের নাম: 

প্রোডাক্ট পাকিং ।


শিক্ষাগত যোগ্যতা:

প্রাথীদের নুন্যতম ৮ম (অষ্টম) শ্রেণি পাশ থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত যেকোন শিক্ষাগত যোগ্যতায়  আবেদন করতে পারবেন । তবে উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবেন ।


বয়স:

প্রাথীদের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন । তবে কোনো বয়সের ছাড় নেই ।


বেতন:

প্রতি মাসে 14,200/- টাকা বেতন দেওয়া হবে । সাথে ESI/PF/OT -র সুবিধা পাবেন কোম্পানির তরফ থেকে ।এছাড়াও থাকা এবং খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে পাবেন কোম্পানির তরফ থেকে ।


কাজের বিবরণ:

পতঞ্জলি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে যেসব প্রোডাক্ট উৎপাদন হয়, সেই সব প্রোডাক্ট পাকিং,স্ক্যানিং করায় মূল কাজ ।আরও জানতে অফিসের ফোন নম্বরে কল করে বিস্তারিত জানতে পারবেন ।


কাজের সময়: 

প্রতিদিন ৮ (আট) ঘন্টা করে কাজ করতে হবে ।


কারা আবেদনের যোগ্য:

রাজ্যের প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন । তবে কাজের স্থান হবে কলকাতা । অন্য জেলা থেকে আবেদন করলে তাদের থেকে কাজ করতে হবে । 


নিয়োগ পদ্ধতি:

প্রাথীদের শুধুমাত্র ইন্টারভিউ ও ডকুমেট ভেরিফিকেশন-এর মাধ্যমে নিয়োগ করানো হবে ।


আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রাথীদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না । সরাসরি অফিসে কল করে কিভাবে এবং কবে ইন্টারভিউ দিতে যাবেন সেটা জেনে নিতে পারবেন । কারণ ইন্টারভিউয়ের শেষ তারিখ কবে সেটা জানানো হয়নি । তাই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে তাড়াতাতি কল করে নিতে পাবেন নিচে দেওয়া ফোন নম্বরে ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন