WBSSC 6861 Vacancy Notice 2022 ।। স্কুল সার্ভিস কমিশনের 6861টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং স্টাফ নিয়োগ 2022 ।।

 বিরাট প্রতীক্ষার অবসান! অবশেষে চোখ খুললো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের। রাজ্যে সুদীর্ঘ টানাপোড়েনের পর এবার নিয়োগ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের(WBSSC)। সব মিলিয়ে 6861 শূন্যপদে রাজ্যজুড়ে SSC এর মাধ্যমে মূলত শিক্ষক এবং নন টিচিং কর্মী নিয়োগ হতে চলেছে। ঠিক এমুহূর্তে এসএসসি এর এই বিরাট বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে চারিদিকে আকাশে ও বাতাসে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে। এসএসসি প্রার্থীদের বারংবার তাদের নিয়োগ নিয়ে যে ফ্যাসাদে পড়তে হয়েছে এযাবৎ, তা আর বলার কোনো অপেক্ষা রাখে না। যাইহোক, এবার স্বস্তির নিশ্বাস ফেললো রাজ্যের হাজার হাজার SSC চাকরি প্রার্থী।




ইতিমধ্যে রাজ্যের শিক্ষক নিয়োগ পরিস্থিতি ভয়াবহ। রাজ্যের প্রাথমিক টেট থেকে শুরু করে এসএসসি এর নিয়োগ, সব থমকে যেতে শুরু করেছে। বিশেষ করে এসএসসি এর শিক্ষক নিয়োগ (WBSSC Recruitment 2022) নিয়ে আগাগোড়াই জল্পনার শেষ ছিল না। হাজারো বিতর্ক SSC নিয়ে। যাইহোক এই বিরাট বিতর্কের মাঝেই উঠে দাড়ালো স্কুল শিক্ষা দপ্তর এবং জারি করলো এই বিরাট শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি।


পদের নাম:
WBSSC এর মাধ্যমে মূলত প্রচুর শিক্ষক-শিক্ষিকা পদে এবং নন টিচিং (Non Teaching) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। 


শিক্ষক পদের বিবরণ:
এই শিক্ষক পদের মধ্যে মূলত যেসব বিভাগে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে,

1. নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ (WBSSC 9-10 Teacher Recruitment 2022)
2. একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ (WBSSC 11-12 Teacher Recruitment 2022)

গুরুত্বপূর্ণ আরও চাকরির খবরঃ



অ-শিক্ষক (Non-Teaching) পদের বিবরণ:
এই নন টিচিং পদে মূলত যেসব নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে,

1. গ্রুপ-সি নিয়োগ (WBSSC Group-C Recruitment 2022)
2. গ্রুপ-ডি নিয়োগ (WBSSC Group-D Recruitment 2022)


মোট শূন্যপদ:
আপাতত এই সব পদে সব মিলিয়ে 6861 শূন্যপদে শিক্ষক এবং গ্রুপ সি, ডি কর্মী নিয়োগ করা হচ্ছে।

নিচে পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে।

1. SSC নবম-দশম শ্রেণীর জন্য 1932 শিক্ষক ও শিক্ষিকা,
2. SSC একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য 247 নিন শিক্ষক ও শিক্ষিকা,
3. SSC গ্রুপ C পদে 1102 জন কর্মী,
4. SSC গ্রুপ D পদে 1980 জন কর্মী,
5. কর্ম শিক্ষা বিভাগে 750 জন শিক্ষক ও শিক্ষিকা,
6. শরীর শিক্ষা বিভাগে 850 জন শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে।


শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:
SSC এর এই নিয়োগ (WBSSC Recruitment 2022) এ মূলত এসব পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে পূর্বের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা বহাল রাখা হয়েছে। 

মূলত রাজ্যের SSC নিয়োগ নিয়ে বিরাট বিতর্কের সৃষ্টি হয়েছে। এবং যে নিয়োগ নিয়ে অভিযোগ উঠে আসছে অর্থাৎ যে নিয়োগ গুলি নিয়ে CBI তদন্ত শুরু হয়েছে, এর পরিপ্রেক্ষিতেই এই বিরাট বিজ্ঞপ্তি জারি করা হলো। 




Important Links:- 
 ✓Official Notice: Download
 ✓Official Website: Click Here
 ✓Latest Job: Click Here
 ✓Chakrir Khabar 247 App: Download


বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: west bengal school service commission vacancy list, wbssc gov in recruitment 2022, wbssc teacher recruitment 2022, school service commission recruitment 2022, wbssc group c recruitment 2022, wbssc group d recruitment 2022, wb ssc group d, wb staff selection commission recruitment 2022, wbssc 6861 vacancy notice 2022, wbssc 6861 vacancy notice.            





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন