Jhargram District Court Recruitment 2022: Apply Steno, Clerk, Process Server, Group-D Jobs

 চাকরির খবর ২৪৭ঃ আপনি কি সরকারি চাকরি খুজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর । পশ্চিমবঙ্গের জেলা আদালতে গ্রুপ C ও D পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থাঃ 

OFFICE OF THE DISTRICT & SESSIONS JUDGE, JHARGRAM

(English Department)

Notification No. 02/RC-21 Date: 19.05.2022

INFORMATION BROCHURE FOR STAFF RECRUITMENT IN THE JUDGESHIP OF JHARGRAM

Vide Employment Notification No.01, dated the 23rd day of September 2021.


গুরুত্বপূর্ণ তারিখঃ 

আবেদন শুরুর তারিখঃ 21/05/2022,

লাস্ট ডেটঃ 10/06/2022



শূন্যপদের বিবরণঃ

১) পদের নামঃ ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ B)/ENGLISH STENOGRAPHER(Group-B)

শিক্ষাগত যোগ্যতাঃ  আবেদনকারী প্রার্থীরা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ এবং শর্টহ্যান্ডে একটি সার্টিফিকেট থাকতে হবে, এবং সর্বনিম্ন গতি @ 80 w.p.m সহ কম্পিউটার অপারেশনে এবং শর্টহ্যান্ড এবং টাইপিং গতি @ 30 w.p.m. থাকতে হবে ।

ভ্যাকান্সিঃ মোট ০১টি, 

বেতনঃ Pay Range- ₹32100/- to ₹82900/-


গুরুত্বপূর্ণ আরও চাকরির খবরঃ




২) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ C)/LOWER DIVISION CLERK(Group-C)

শিক্ষাগত যোগ্যতাঃ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট এবং কম্পিউটার অপারেশন এবং টাইপিং জানতে হবে।

ভ্যাকান্সিঃ মোট ২২টি, 

বেতনঃ Pay Range- ₹22700/- to ₹58500/-



৩) পদের নামঃ প্রসেস সার্ভার(গ্রুপ C)/PROCESS SERVER(Summon Bailiff)(Group-C)

শিক্ষাগত যোগ্যতাঃ  আবেদনকারী প্রার্থীরা যেকোন স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান থাকা বাঞ্ছনীয় ।

ভ্যাকান্সিঃ মোট ০১টি, 

বেতনঃ Pay Range- ₹21000/- to ₹54000/-


৪) পদের নামঃ পিওন/নাইট গার্ড(গ্রুপ D)/PEON/NIGHT GUARD(Group-D)

শিক্ষাগত যোগ্যতাঃ গ্রুপ-ডি পদের জন্য আবেদনকারী প্রার্থীদের থাকতে হবে কোনো স্বীকৃত স্কুল বা কোনো স্বীকৃত বোর্ড থেকে ক্লাস-অষ্টম পাস। কম্পিউটার অপারেশন জ্ঞান থাকা বাঞ্ছনীয় ।

ভ্যাকান্সিঃ মোট ২৮টি, 

বেতনঃ Pay Range- ₹17000/- to ₹43600/-



৪) পদের নামঃ সুইপার/কর্মবন্ধু(গ্রুপ D)/SWEEPER (KARMABANDHU)(Group-D)দ

শিক্ষাগত যোগ্যতাঃ সুইপার (GroupD) পদে আবেদনকারী প্রার্থীদের বাংলায় পড়তে ও লিখতে পারদর্শী হতে হবে।

ভ্যাকান্সিঃ মোট ০৩টি, 

বেতনঃ Pay Range- ₹17000/- to ₹43600/-


শূন্যপদের বিন্যাসঃ



বয়সঃ 

শুধুমাত্র ইংলিশ স্টেনোগ্রাফার এই একটি পদের জন্য ০১/০৭/২০২১ তারিখ হিসেবে ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হতে হবে । বাকি পদগুলির জন্য ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।


বয়সের ছাড়ঃ 

সরকারি নিয়মানুসারে SC/ST কাস্টদের জন্য ০৫ বছর এবং OBC কাস্টদের জন্য ০৩ বছর বয়সের উরদ্ধসীমায় বয়সের ছাড় পাবেন ।


আবেদন ফিঃ 




সিলেকশন প্রসেসঃ 

পদ অনুযায়ী প্রার্থী বাছাই পদ্ধতি আলাদা আলাদা । লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে ।


আবেদন পদ্ধতিঃ 

অনলাইনে নীচের লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন । কোনপ্রকার সাহায্যের জন্য কমেন্টে জানান । একজন প্রার্থী শুধুমাত্র একটি পোষ্টের জন্যই আবেদন করতে পারবেন ।



Important Links:- 

 ✓Official Notice: Download
 ✓Apply Online: Click Here
 ✓Official Website: Click Here
 ✓Latest Job: Click Here
 ✓Chakrir Khabar 247 App: Download



বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags:  Jhargram District Court Recruitment 2022: Apply Steno, Clerk, Process Server, Group-D Jobs, jhargram court recruitment 2022, jhargram gov in recruitment, www districts ecourts gov in jhargram, how to apply jhargram court recruitment 2022, jhargram court recruitment 2022 online apply, birbhum court recruitment, paschim medinipur recruitment, high court recruitment 2022 .          




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন