Asha Recruitment 2022 Notification | West Bengal আশা কর্মী নিয়োগ 2022-23 । মাধ্যমিক পাশ/ফেলে আবেদন ।

 চাকরির খবর ২৪৭ঃ আপনি কি মহিলা? সরকারি চাকরি খুজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর । নদীয়া জেলার ৭টি ব্লকে 'আশাকর্মী' পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধু মহিলারাই আবেদন করতে পারবেন ।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।



গুরুত্বপূর্ণ তারিখঃ 

আবেদন শুরুর তারিখঃ 12-05-2022, 

লাস্ট ডেটঃ ০২/০৬/২০২২ বিকেল ৩ টা পর্যন্ত ( শনি বার, রবি বার ও সরকারী ছুটির দিন ব্যাতিত ) ।



শূন্যপদের বিবরণঃ

1) পদের নামঃ আশাকর্মী (ASHA Karmee), 

কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে?

  1. Chapra,
  2. Nakashipara,
  3. Nabadwip,
  4. Krishnagar-I,
  5. Krishnaganj,
  6. Kaliganj,
  7. Krishnagar-II


শিক্ষাগত যোগ্যতাঃ 

প্রার্থীকে অবশ্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আপেয়ারড (Appeared) হতে হবে। এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিচার করা হবে । উচ্চতর শিক্ষাগত যােগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোন মূল্যায়ন বা বিবেচনার সুবিধে থাকবে না ।


গুরুত্বপূর্ণ আরও চাকরির খবরঃ

 ✓ পাঞ্জাব ব্যাঙ্কে পিওন নিয়োগ 

 ✓ কেন্দ্র সরকারের কৃষি দপ্তরে এসিস্ট্যান্ট নিয়োগ

 ✓ ৩৮,৯২৬টি শুন্যপদে গ্রামীন ডাক সেবক নিয়োগ পশ্চিমবঙ্গে 2022 

 ✓ স্টাফ সিলেকশন কমিশনের/SSC Phase X একাধিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ



প্রয়োজনীয় শর্তাবলীঃ 

১) উপরিউক্ত যােগ্যতা সম্পন্ন প্রার্থীদের মধ্যে, গ্রেড ওযান এবং গ্রেড – টু স্বনির্ভর গােষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণ প্রাপ্ত ধাই লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় সংশাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনার সুবিধা থাকবে । সাব সেন্টার সন্নিহিত সংসদ সমূহের (সারণী দ্রষ্টব্য ) ২০১১ সালের জনগণনা তথ্য প্রক্ষেপণ করে তপশিলি জাতি / উপজাতি অধ্যুষিত রূপে ঘােষিত ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র দাখিল করলে সংরক্ষণের ক্ষেত্রে বিবেচিত হবেন ।


২) কেবল মাত্র বিবাহিতা / বিধবা / আদালত কর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। আগ্রহি প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের সংশ্লিষ্ট সাব সেন্টারের পরিষেবা এলাকার (Service Area) স্থায়ী বাসিন্দা হতে হবে । প্রমান স্বরূপ সাম্প্রতিক নির্বাচক তালিকা অনুসারে প্রার্থীকে তার EPIC ও রেশন কার্ডের প্রত্যায়িত নকল অবশ্যই জমা দিতে হবে।


বয়সঃ 

সাধারন প্রার্থীর বয়স ১২.০৫. ২০২২ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । তপশিলী জাতি ও উপজাতি ভুক্ত প্রাথিদের ক্ষেত্রে বয়সসীমা ঐ তারিখের ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।



আবেদন পদ্ধতিঃ 

অফলাইন, প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদা ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে ।


আবেদন ফর্মের সাথে কি কি ডকুমেন্টস জমা দেবেন?
জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড / সার্টিফিকেট,

  1. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হওয়ার মার্ক শিট,
  2. এলাকার বাসিন্দা হিসেবে ভােটার পরিচয় পত্র (EPIC) / রেশন কার্ড ,
  3.  উপযুক্ত কর্তৃপক্ষের দেওযা জাতি গত প্রমাণ পত্র (কেবলমাত্র তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রযােজ্য) ,
  4.  প্রার্থীর স্বাক্ষর সহ ২ কপি পাসপাের্ট সাইজ ফটো ,
  5. উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড। - ২ স্বনির্ভর গােষ্ঠীর ভুক্ত সদস্যা / প্রশিক্ষণ প্রাপ্ত দাই । লিঙ্ক ওয়ার্কার সংক্রান্ত প্রমাণ পত্র (প্রযােজ্য হলে ),
  6. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বিবাহ বিছিন্না মহিলা হওয়ার প্রমাণ পত্র । বিবাহিতা / বিধবা প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্রের নথিপত্র ।

উপরের এই সমস্ত ডকুমেন্ট জেরক্স করে, সেলফ এটেস্টেড করে, আবেদন ফর্মের সাথে একটি মুখবন্ধ খামে ভরে, নিজের ব্লকে গিয়ে জমা দিয়ে আসতে হবে ।



ব্লক অনুযায়ী আবেদন ফর্ম জমা দেবার ঠিকানাঃ

১)  কৃষ্ণনগর -২

কৃষ্ণনগর -২ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ কৃষ্ণনগর -২ সমষ্টি উন্নয়ন ধুবুলিয়া, নদীয়া (বি ডি ও অফিস )


২) চাপড়া

চাপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, চাপড়া, নদীয়া (বি ডি ও অফিস )


৩) নাকাশীপাড়া

নাকাশীপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, নাকাশীপাড়া, নদীয়া (বি ডি ও অফিস )


৪) নবদ্বীপ

নবদ্বীপ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, নবদ্বীপ, নদীয়া (বি ডি ও অফিস )


৫) কৃষ্ণনগর -১

কৃষ্ণনগর -১ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ কৃষ্ণনগর -১ সমষ্টি উন্নয়ন ধুবুলিয়া, নদীয়া (বি ডি ও অফিস )


৬) কৃষ্ণগঞ্জ

কৃষ্ণগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, কৃষ্ণগঞ্জ, নদীয়া (বি ডি ও অফিস )


৭) কালিগঞ্জ

কালিগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, কালিগঞ্জ, নদীয়া (বি ডি ও অফিস )



আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ 

সব ব্লকের ক্ষেত্রে ০২/০৬/২০২২ বিকেল ৩ টা পর্যন্ত ( শনি বার, রবি বার ও সরকারী ছুটির দিন ব্যাতিত ) ।



Important Links:- 

 ✓Official Notice: Download
 ✓Application Form: Download
 ✓Official Website: Click Here
 ✓Latest Job: Click Here
 ✓Chakrir Khabar 247 App: Download



বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: nadia asha karmi recruitment 2022, asha karmi recruitment 2022 west bengal, asha karmi list, www nadia gov in recruitment 2022, asha karmi recruitment north 24 parganas, asha karmi recruitment 2022 west bengal form pdf, asha karmi recruitment 2022 murshidabad,  asha karmi recruitment 2022 paschim medinipur,  asha worker application form pdf 2022, Asha karmi reruitment 2022,     Chapra Asha karmi reruitment 2022, Nakashipara Asha karmi reruitment 2022, Nabadwip Asha karmi reruitment 2022, Krishnagar-I Asha karmi reruitment 2022, Krishnaganj Asha karmi reruitment 2022, Kaliganj Asha karmi reruitment 2022 , Krishnagar-II Asha karmi reruitment 2022. 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন