SSC Phase X Recruitment 2022-23 ।। স্টাফ সিলেকশন কমিশনের/SSC Phase X একাধিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২-২৩।।

 চাকরির খবর ২৪৭ঃ স্টাফ সিলেকশন কমিশন/SSC এর মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । ভারত সহ পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী দের জন্য দারুন সুখবর ।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থাঃ 

Government of India

Ministry of Personnel, Public Grievances & Pensions

Staff Selection Commission

(website:- www.ssc.nic.in)

ADVERTISEMENT NO. Phase-X/2022/Selection Posts


গুরুত্বপূর্ণ তারিখঃ 

Dates for submission of online applications: 12.05.2022 

Last date of online applications: 13.06.2022 (up to 23.00 PM)

Dates of ‘Window for Application Form Correction’including online payment: 20.06.2022 to 24.06.2022 (23:00 PM)

Dates of Computer Based Examination: August 2022 (tentatively)


শূন্যপদের বিবরণঃ


1) পদের নামঃ 

সারা ভারত জুড়ে প্রচুর সংখ্যক পদে নিয়োগ করা হচ্ছে, একইভাবে পশ্চিমবঙ্গেও নিয়োগ হচ্ছে আলাদা আলাদা পদে । এই পদ্গুলি সম্পর্কে বিস্তারিত তথ্য (যেমন, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন ফি, সিলেকশন প্রসেস) জানতে SSC এর অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে আপনাকে দেখতে হবে। কারন প্রত্যেকটা পোষ্টের তথ্য আলাদা আলাদা । কিছু জনপ্রিয় পোষ্টের নাম আমি বলছি, MULTI-TASKING STAFF, PERSONAL ASSISTANT, BINDER, LIBRARY CLERK (GENERAL), CARETAKER, STORE CLERK ইত্যাদি । 


শিক্ষাগত যোগ্যতাঃ 

পদ অনুযায়ী মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ যোগ্যতা লাগবে ।


গুরুত্বপূর্ণ আরও চাকরির খবরঃ

 ✓ পাঞ্জাব ব্যাঙ্কে পিওন নিয়োগ 

 ✓ কেন্দ্র সরকারের কৃষি দপ্তরে এসিস্ট্যান্ট নিয়োগ

 ✓ ৩৮,৯২৬টি শুন্যপদে গ্রামীন ডাক সেবক নিয়োগ পশ্চিমবঙ্গে 2022 

 ✓ মে (2022) মাসের শুরুতে বেস্ট 06টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে 


কোন কোন পোষ্টে নিয়োগ হচ্ছে? শিক্ষাগত যোগ্যতা, বয়স, পোষ্টিং লোকেশন, সিলেকশন প্রসেস কিভাবে চেক করবেন?

এর জন্য https://ssc.nic.in/ এই ওয়েবসাইটে যাবেন, তারপর লগইন করবেন, SSC এর আইডি/পাসওয়ার্ড দিয়ে, একাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করে নেবেন । লগইন করার পর, ড্যাশবোর্ড পেজে দেখবেন, Post Details অপশন আছে এখানে ক্লিক করবেন । এর পরবর্তী পেজে Region অপশনে Eastern Region সিলেক্ট করবেন, তারপর Examination Name এই অপশনে Phase-X/2022/Selection Posts সিলেক্ট করে Search এ ক্লিক করলে, পশ্চিমবঙ্গে কোন কোন পোষ্টে নিয়োগ হচ্ছে, সে সমস্ত পোষ্ট এবং তার ডিটেইলস দেখতে পাবেন ।


বয়সঃ পদ অনুযায়ী বয়স ১৮থেকে ২৫, ১৮থেকে ৩০, ২১থেকে ২৫ বছর পর্যন্ত,


বয়সের ছাড়ঃ সরকারি নিয়মানুসারে SC/ST ০৫ বছর এবং OBC ০৩ বছর বয়সের উরদ্ধসীমায় ছাড় পাবেন ।


আবেদন ফিঃ 

জেনারেল ও OBC কাস্টের শুধুমাত্র ছেলেদের(Boys) দের জন্য ১০০টাকা ফি রয়েছে, SC/ST/PWD এবং সমস্ত কাস্টের মহিলা প্রার্থীদের কোনপ্রকার ফি দিতে হবে না। অনলাইনে এই আবেদন ফি জমা দিতে পারবেন ।


সিলেকশন প্রসেসঃ 

কম্পিউটার বেসড টেস্ট/CBT,

Skill Tests (Typing/ Data Entry/ Computer Proficiency Test),

DOCUMENTS VERIFICATION,


পরীক্ষা সেন্টারঃ

Kolkata (4410), Siliguri (4415), Kalyani (4419)


আবেদন পদ্ধতিঃ 

অনলাইন।




Important Links:- 

 ✓Official Notice: Download
 ✓Apply Online: Click Here
 ✓Official Website: Click Here
 ✓Latest Job: Click Here
 ✓Chakrir Khabar 247 App: Download



বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: ssc selection post phase 10 notification 2022, ssc selection post phase x recruitment 2022 syllabus, ssc phase 10 notification pdf, ssc phase x recruitment 2022, ssc selection post phase 10 vacancy 2022, ssc phase 10 job profile, ssc phase 10 syllabus 2022, ssc phase 10 notification pdf.            



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন