ফরেস্ট গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ । উচ্চমাধ্যমিক পাশে । Forest Guard Recruitment 2022 ।

চাকরির খবর ২৪৭ঃ  সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর | ভারতীয় বন বিভাগের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | বিভিন্ন পদে কর্মী নিয়োগ করানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | 

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।


 নিয়োগকারী সংস্থাঃ 

Tropical Forest Research Insitute
Indian Council of Forestry research & Education
 Notice Number :- TFRI/JBP/DR-2/2022


গুরুত্বপূর্ণ তারিখঃ 
  •  আবেদন শুরু :- ৭ই ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে আবেদন  প্রক্রিয়া শুরু হয়েছে |
  • আবেদন চলবে :- আগামী ৯ই মার্চ ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |
  • আবেদনের মাধ্যম :- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন |


পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা :-
১) Technical Assistant :- বিজ্ঞান বিভাগে (Botany/Zoology/Biotechnology/Foresty as a Subject) স্নাতক ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | উক্ত পদে মোট ৯ টি শূন্যপদ আছে |

২) Stenographer Grade - II :- যেকোনো বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে | সাথে ইংলিশ/হিন্দি তে টাইপিং করার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন | উক্ত পদে মোট ২ টি শূন্যপদ আছে |

৩) Lower Division Clerk :- যেকোনো বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে | সাথে ইংলিশ/হিন্দি তে টাইপিং করার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন | উক্ত পদে মোট ৯ টি শূন্যপদ আছে |
৪) Technician :-
A) Electrical B) Plumber & C) Carpenter :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে ট্রেডে  ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | উক্ত পদে মোট ৩ টি শূন্যপদ আছে |

৫) Forest Guard :- যেকোনো বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে ফরেস্টি ট্রেনিং করা থাকলে আবেদন করতে পারবেন | উক্ত পদে মোট ৩ টি শূন্যপদ আছে |

শারীরিক সক্ষমতাঃ     
  •  ছেলেদের ক্ষেত্রে ৪ ঘন্টায় ২৫ কিমি হাঁটা, উচ্চতা - ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৯ সেমি এবং ফুলিয়ে ৮৪ সেমি হতে হবে |
  •   মহিলাদের ক্ষেত্রে ৪ ঘন্টায় ১৪ কিমি হাঁটা, উচ্চতা - ১৫০ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৪ সেমি এবং ফুলিয়ে ৭৯ সেমি হতে হবে |

৬) Multi Tasking Staff :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | উক্ত পদে মোট ১৬ টি শূন্যপদ আছে |


বয়সসীমা :- 
Technical Assistant ও Technician পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে, বাকি পদের খেতে ১৮-২৭ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :-
UR/EWS/OBC :- R.s. 1300/-
SC/ST/Divyang/Women/Ex-Servicemen :- R.s. 800/-


নিয়োগ পদ্ধতি :- 
প্রার্থীদের পরীক্ষা এবং 
শারীরিক মাপযোগের মাধ্যমে নিয়োগ করানো হবে | 

আবেদন পদ্ধতি :- 
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন |
Important Links:- 
➡️Official Notice:- Click Here 
➡️ Extention Notice: Download
➡️Apply Online:- Click Here 
➡️Latest Job: Click Here
➡️Chakrir Khabar 247 App: Download

বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।

Tags:  Forest Guard vacancy 2022, forest department recruitment 2022, west bengal forest department jobs vacancy 2022,10th pass forest department staff recruitment,bana sahaayak recruitment west bengal,west bengal forest guard recruitment,10th pass forest guard recruitment,forest guard recruitment 10th pass,forest officers recruitment,10th pass jobs vacancy,8th pass forest guard recruitment,bana bivag,rain forest constable recruitment,wbp new vacancy,jobs,wb jobs,forest department recruitment notice 2022,west bengal forest department.           

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন