চাকরির খবর ২৪৭ঃ আপনি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হয়ে থাকলে সুখবর । নতুন বছর ২০২২ সালে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে সম্পূর্ণ আপডেট দেব ।
চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।
সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক হওয়ার অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য একটি অপরিসীম সুযোগ এসেছে। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি সিভিক পুলিশ ভলান্টিয়ারদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পুজোর পরেই।
সরকারের অসংখ্য শূন্যপদ রয়েছে, এবং আপনি কীভাবে এই পদটি পাবেন, আজ আমরা এই বিষয়ে সহায়তা করব। তাহলে আসুন জেনে নিন, কীভাবে এই পদের জন্য আবেদন করবেন। প্রথমত, আমরা শিক্ষার যোগ্যতা, বয়সসীমা,
সিভিক ভলেন্টিয়ারের কাজ কি?
আপনাকে জনগণের সুরক্ষার দিকে নজর রাখতে হবে।
আপনাকে একটি বড় ঘটনায় পুলিশকে সহায়তা করতে হবে।
আপনাকে ট্র্যাফিক বজায় রাখতে হবে।
যে কোনও বড় অনুষ্ঠান উপলক্ষে আপনাকে সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে
Important Facts:
Board Name: Kolkata Police.
Website(Official): www.kolkatapolice.gov.in
Posts Details: Civic Volunteer.
Total Vacancies: Various.
Application Begin Date: Update Soon.
Application End Date: Update Soon.
Mode of Application: Through Offline.
Location of this Job: West Bengal.
Category of this Job: Civic Police Jobs 2021
শিক্ষাগত যোগ্যতাঃ
প্রার্থীদের ক্লাস এইট এবং সর্বাধিক ১২+২ উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীদের কোনও থানায় কোনও অপরাধমূলক রেকর্ড থাকা উচিত নয়।
প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।
বয়সঃ
প্রার্থীদের ন্যূনতম বয়স 20 বছর হতে হবে (1 জানুয়ারী 2022 পর্যন্ত)।
প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৬০ বছর।
সিলেকশন প্রসেসঃ
Interview Basis,
ট্রেনিংঃ
1) পুলিশ লাইনে 10 দিনের প্রশিক্ষণ কোর্স।
2) পুলিশ লাইনে প্রতি মাসে 1 দিনের রেপ্রেসার কোর্স।
Place Of Deployment:
1) Traffic Guards.
2) Police Station.
সিভিক ভলেন্টিয়ারের পরীক্ষা এবং সিলেবাসঃ
General English - 25 Question,
Mathematics - 25 Question,
General Knowledge - 25 Question,
Reasoning - 25 Question, Total = 100 Marks
আবেদন পদ্ধতিঃ
Offline
আবেদন ফর্ম আপনার লোকাল থানা থেকে দেয়া হয় এবং থানাতেই জমা নেওয়া হয় । আর যদি পোস্টের মাধ্যমে জমা নেয় তাহলে “OFFICE OF THE COMMISSIONER OF POLICE, KOLKATA 18, LALBAZAR STREET, KOLKATA- 700 001“ এই ঠিকানায় আবেদন ফর্ম ও বাকি ডকুমেন্টস এনভলেপের মধ্যে ভরে সেন্ড করতে হয় ।
কি কি ডকুমেন্ট জমা দেবেন আবেদন ফর্মের সাথে?
১. শিক্ষার যোগ্যতার প্রমাণ।
2. বয়স প্রমাণ শংসাপত্র (জন্ম শংসাপত্র)।
3. জাতিগত শংসাপত্র [এসসি বা এসটি বা ওবিসি]।
4. আপনার পাসপোর্ট আকার সম্প্রতি তোলা ছবি(স্বাভাবিক আকার)
5. পরিচয় প্রমাণ (আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স)
6. যোগাযোগ তথ্য [মোবাইল নং ও ই-মেইল আইডি]।
কিভাবে জানবেন সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট শুরু হল কি না?
প্রিয় আবেদনকারীরা, যদি কোনও ধরণের বিজ্ঞপ্তি এবং নিয়োগ আসে তবে আমরা অবশ্যই আপনাকে জানাব যাতে আপনি সেই পদের জন্য আবেদন করতে পারেন। শুধু সিভিক পুলিশ নিয়োগই নয়, আমরা অন্যান্য তথ্যও জানাই। সুতরাং চিন্তা করবেন না, তবে আমাদের অত্যন্ত সুপারিশকরা দয়া করে এই ওয়েবসাইটটি দেখতে থাকুন। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন এবং CHAKRIR KHABAR 247 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ।
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: civic,civic volunteer recruitment 2022,civic volunteer application form,how to apply for civic volunteer,civic volunteer in july 2022,wb civic volunteer recruitment,civic volunteer recruitment application form for west bengal,west bengal civic volunteer application form,how to apply for civic volunteer in bengali 2022,