চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গের একটি সরকারি কলেজ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর । চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।
নিয়োগকারী সংস্থাঃ
NATHANIYAL MURMU MEMORIAL COLLEGE
TAPAN, DAKSHIN DINAJPUR, W.B.
Advertisement No. 62/2022/NMMC(SS)/1812
dated 01/02/2022
আরও চাকরির খবরঃ ফরেস্ট গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ । উচ্চমাধ্যমিক পাশে ।
গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন শুরুর তারিখঃ 01/02/2022
লাস্ট ডেটঃ 06/03/2022
1) পদের নামঃ লাইব্রেরি ক্লার্ক (গ্রুপ C পোষ্ট),
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা এবং কম্পিউটারে MS Office -এ কাজের নলেজ থাকতে হবে।
ভ্যাকান্সিঃ UR - 01,
বেতনঃ 5,400 - 25,200/-, GP- Rs. 2,600/-
বয়সঃ ০১/০১/২০২২ তারিখ হিসেবে মিনিমাম ১৮ বছর থেকে ম্যাক্সিমাম ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
2) পদের নামঃ লেডি এটেন্ডেন্ট (গ্রুপ D পোষ্ট),
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনী পাশ বা সমতূল্য যোগ্যতা এবং কম্পিউটারে MS Office -এ কাজের নলেজ থাকতে হবে। মাধ্যমিক পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন ।
ভ্যাকান্সিঃ UR - 01,
বেতনঃ 4,900-16,200/-, GP-Rs. 1,700/-
বয়সঃ ০১/০১/২০২২ তারিখ হিসেবে মিনিমাম ১৮ বছর থেকে ম্যাক্সিমাম ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
আরও চাকরির খবরঃ ফেব্রুয়ারি (2022) মাসের মোট ১৫টি চাকরির ফর্ম ফিলাপ চলছে ।
বয়সের ছাড়ঃ
সরকারি নিয়মানুযায়ী SC/ST কাস্টের প্রার্থীরা ০৫ বছর, এবং
OBC কাস্টের প্রার্থীরা ০৩ বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন ।
আবেদন ফিঃ
গ্রুপ C পোষ্টের ক্ষেত্রে ২০০ টাকা এবং (গ্রুপ C পোষ্টের আবেদন অনলাইনে জমা দিতে হবে)
গ্রুপ D পোষ্টের ক্ষেত্রে ১০০ টাকা (গ্রুপ D পোষ্টের আবেদন ফি কলেজের ক্যাশ কাউন্টারে গিয়ে জমা দিতে হবে) ।
গ্রুপ D পোষ্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেসঃ
সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে, ইন্টারভিউ হবে ০৬/০৩/২০২২ তারিখে Nathaniyal Murmu Memorial College, P.O. & P.S.-Tapan, Dist.- Dakshin Dinajpur-733127, এই ঠিকানায় সকাল ০৯ঃ ৩০ টা থেকে ১১ঃ৩০ টার মধ্যে ।
আরও চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে গ্রুপ D নিয়োগ ২০২২ । ৮ পাশে আবেদন ।
গ্রুপ D পোষ্টের ক্ষেত্রে আবেদন পদ্ধতিঃ
নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, ফিলাপ করে কলেজ অফিসে জমা দেবেন ইন্টারভিউ-এর দিন এবং কলেজ রেজিস্ট্রারে সই করে নেবেন ।
ইন্টারভিউ দিতে যাবার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন?
- পূরণ করা আবেদন ফর্ম (আবেদনকারিকে নীল রঙের কালি দিয়ে নিজের হাতে ফর্ম ফিলাপ করতে হবে ),
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র,
- বয়সের প্রমানপত্র,
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে),
- কম্পিউটার সার্টিফিকেট (যদি থাকে) ।
উপরের সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ এটেস্টেড করে নিয়ে যাবেন। জেরক্সের সাথে অরিজিনাল নিয়ে যাবেন ভেরিফিকেশনের জন্য ।
গ্রুপ C পোষ্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেসঃ
লিখিত পরীক্ষা ১৫০ নম্বরের,
কম্পিউটার টেস্ট ৫০ নম্বরের,
ইন্টারভিউ ২০ নম্বরের ।
আরও চাকরির খবরঃ রাজ্য রেল স্টেশন টিকিট ক্লার্ক নিয়োগ | WB Railway TC Recruitment 2022
গ্রুপ C পোষ্টের ক্ষেত্রে আবেদন পদ্ধতিঃ
অনলাইনে নীচের লিঙ্ক থেকে আবেদন করুন ।
Important Links:-
- Official Notice: Download
- Official Website: Click Here
- Apply Link Group C Post: Apply Now
- Application Form: Click Here
- Latest Job: Click Here
- Chakrir Khabar 247 App: Download
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: west bengal group d recruitment 2022,west bengal group d jobs,8th pass government recruitment,west bengal group d vacancy 2022,west bengal group d recruitment 8th pass,west bengal government recruitment 2022,8th pass jobs,west bengal government new job 2022,8th pass group d jobs in kolkata,kolkata group d recruitment,wbssc group d recruitment,wbssc group c recruitment,west bengal job,government recruitment 2022,chakrir khabar 247