গ্রাম পঞ্চায়েতে চাকরি ২০২২, আবেদন করে BDO অফিসে জমা দিন ।

চাকরির খবর ২৪৭ঃ  রাজ্যে চাকুরী প্রার্থীদের জন্য সুখবর। West Bengal State Rural Livelihoods Mission (State Mission Management Unit) নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত করলো। উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ও হাবরা ব্লকের অন্তর্গত রাউতারা ,সাধনপুর,মরিচা সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।



পদের নাম: BDSP(বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার)

বেতন:  প্রতিদিন ৩০০ টাকা করে।

বয়সসীমা: 01/01/2022 তারিখ অনুযায়ী 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা: স্নাতকোত্তর পাশ থাকতে হবে।

পদের সংখ্যা: 15টি

আবেদনের পদ্ধতি:

 আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ– আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক- To The Block Development Officer Amdanga Development Vill- Rafipur, P.O- Arkhali, Amdanaga, P.S- Amdanga, Dist- North 24 Pgs, Pin-743221.

হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লকঃ- To The Block Development Officer Habra-I Development Block, Prafulla Nagar, Habra, Pin-743268.


আবেদনপত্র PDF পাঠানোর জিমেইলঃ–

আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লকঃ- amdanga@gmail.com

হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লকঃ- bdohabra1@gmail.com

আবেদনের শেষ তারিখ:- 

16/02/2022(05:00pm) আবেদনের শেষ তারিখ।

Important Links:- 

বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন