চাকরির খবর ২৪৭ঃ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে বিনামূল্যেে এপ্রেন্টিস ট্রেনিং ও প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে । চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।
নিয়োগকারী সংস্থাঃ
Metro Railway
Metro Rail Bhavan
33/1, J.L Nehru Road,
Kolkata-700 071
Notice No: 01/22/Metro Railway/Kolkata
Date: 22/01/22
গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ অ্যামাজন কোম্পানির চাকরি ২০২২ । HS পাশে ।
গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন শুরুর তারিখঃ অলরেডি শুরু হয়ে গিয়েছে,
লাস্ট ডেটঃ 21/02/2022
1) পদের নামঃ এপ্রেন্টিস,
কোন কোন ট্রেডে ট্রেনিং দেওয়া হচ্ছে?
ফিটার (৬৪), ইলেক্ট্রিশিয়ান (১৯), মেশিনিস্ট (০৭), ওয়েল্ডার (০৭), প্লাম্বার (০৭),
শিক্ষাগত যোগ্যতাঃ গড়ে নূন্যতম ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ এবং নির্দিষ্ট ট্রেডে ITI পাশ যোগ্যতা,
ভ্যাকান্সিঃ মোট ১০৪ টি,
বেতনঃ ট্রেনিং চলাকালীন এপ্রেন্টিস নিয়মানুযায়ী স্টাইপেন্ড পাবেন,
বয়সঃ ০১/০১/২০২২ তারিখ হিসেবে প্রার্থীকে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে,
বয়সের ছাড়ঃ
SC/ST: 05 Years,
OBC: 03 Years
আবেদন ফিঃ
জেনারেল এবং OBC কাস্টের শুধুমাত্র ছেলেদের ১০০ টাকা ফি পেমেন্ট করতে হবে । SC/ST/PH/Women ক্যান্ডিডেটদের ফি দেওয়া লাগবে না ।পোষ্টাল অর্ডারের মাধ্যমে এই ফি জমা করতে হবে PFA, Metro Railway, Kolkata payble to GPO/Kolkata এই ঠিকানাকে উদ্দেশ্য করে।
গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ জানুয়ারী (২০২২) মাসের শেষ সপ্তাহের মোট ১২টি চাকরির ফর্ম ফিলাপ চলছে ।
সিলেকশন প্রসেসঃ
কোন পরীক্ষা বা ইন্টারভিউ হবে না, মাধ্যমিক + ITI এ পাওয়া নম্বরের ভিত্তিতে সিলেকশন করা হবে ।
আবেদন পদ্ধতিঃ
অফলাইন । apprenticeshipindia.org এই ওয়েবসাইটে আবেদনকারীর নাম রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে ।
এরপর নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, সেটা ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস এটাচ করে নির্দিষ্ট ঠিকানায় সেন্ড করতে হবে পোষ্টের মাধ্যমে অথবা ড্রপ বক্সে নিজে গিয়ে ড্রপ করে আসতে পারেন লাস্ট ডেটের আগে ।
আবেদন ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দেবেন?
- ০৫ টাকার পোষ্টাল স্ট্যাম্প মারা সেলফ এড্রেস এনভলেপ ০২টি (SC/ST/PH ক্যান্ডিডেট হলে দেওয়া লাগবে না),
- আবেদন ফি হিসেবে ১০০ টাকার পোষ্টাল স্ট্যাম্প,
- ০২ টি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, একটি আবেদন ফর্মে অপরটি CALL LETTER-CUM-ADMIT CARD আঠা দিয়ে সেটে দেবেন । ফোট ২টি তে নিজে সাইন করে দেবেন, এবং গেজেটেড অফিসার দ্বারা এটেস্টেড করে দেবেন,
- কাস্ট সার্টিফিকেট,
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের মার্কশীট এবং সার্টিফিকেট + ITI পাশ সার্টিফিকেট,
- বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট ।
আবেদন ফর্মটি ক্যান্ডিডেটের নিজের হ্যান্ড-রাইটিং এ ফিলাপ করতে হবে, অন্য কাউকে দিয়ে ফিলাপ করাবেন না ।
গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ (29/01/2022) এই সপ্তাহের কর্মসংস্থান ও কর্মক্ষেত্র পেপার ডাউনলোড করুন ।
আবেদন ফর্ম সেন্ড করার ঠিকানাঃ
PRO Office, Metro Railway Bhavan, Ground Floor, 33/1, J.L.Nehru Road, Kolkata-700071
Important Links:-
- Official Notice: Download
- Official Website: Click Here
- Application Form: Download
- Latest Job: Click Here
- Chakrir Khabar 247 App: Download
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: railway recruitment 2021,railway recruitment 2022,swr railway recruitment 2021,ecr railway recruitment 2021,indian railway recruitment 2021,kolkata metro apprentice 2022,kolkata metro apprentice form kaise bhare,how to apply kolkata metro,kolkata metro apprentice,kolkata apprentice 2022,kolkata apprentice form kaise bhare,how to apply kolkata metro,kolkata metro apprentice form kaise bhare,apply kolkata metro apprentice,kolkata metro,metro rail kolkata apprentice ।