West Bengal Samabay Bank CLERCK Recruitment 2022 । পশ্চিমবঙ্গের ৯টি সমবায় ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ ।

  চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গের সমবায় ব্যাঙ্ক থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করেবন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।

 নিয়োগকারী সংস্থাঃ- 

WEST BENGAL CO-OPERATIVE SERVICE COMMISSION

PWD Buildings, Block–‘A’ [Ground Floor], Khadya Bhawan Complex, 

11A, Mirza Ghalib Street, Kolkata-700087

Advertisement No. 05/2021


গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ দুয়ারে সরকারে ১০ হাজার চাকরি বিজ্ঞপ্তি 2022 । (আমার কর্মদিশা প্রকল্পে)


Important Date:-

  • Start Date: 22/12/2021 
  • Last Date: 21/01/2022

শূন্যপদের বিবরনঃ-


1) যেই ব্যাঙ্কে নিয়োগ হবে:- কলকাতা পুলিশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড,

 পদের নামঃ- লোয়ার ডিভিশন এসিস্ট্যান্ট, পোস্ট কোডঃ- 215001

শিক্ষাগত যোগ্যতাঃ- ৫০% নম্বর সহ অনার্স নিয়ে B.Com পাশ এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

বেতনঃ- ২৬,৬০৫/- টাকা প্রতিমাসে,

ভ্যাকান্সিঃ- জেনারেল ১১ ।


2) যেই ব্যাঙ্কে নিয়োগ হবে:- দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড,

 পদের নামঃ- এসিস্ট্যান্ট (গ্রেড-৩), পোস্ট কোডঃ- 215002

শিক্ষাগত যোগ্যতাঃ- গ্রাজুয়েশন পাশ এবং বেসিক কম্পিউটার নলেজ লাগবে।

বেতনঃ- ২৯,৫৪৪/- টাকা প্রতিমাসে,

ভ্যাকান্সিঃ- UR-04, OBC(B)-01, S.C.-01।

3) যেই ব্যাঙ্কে নিয়োগ হবে:- বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্টঁ ব্যাঙ্ক লিমিটেড,

 পদের নামঃ- ফিল্ড সুপারভাইজার/অফিস এসিস্ট্যান্ট (গ্রেড-৩), , পোস্ট কোডঃ- 215002

শিক্ষাগত যোগ্যতাঃ- গ্রাজুয়েশন পাশ এবং বেসিক কম্পিউটার নলেজ লাগবে।

বেতনঃ- ২০,০০০/- টাকা প্রতিমাসে, এবং নূন্যতম ০৩ বছর এই পদে কাজ করার পর বেতন মাসিক ২৬,৯৭১/- টাকা হবে ।

ভ্যাকান্সিঃ- UR-01 SC-01




গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহে মোট ১০টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে।


4) যেই ব্যাঙ্কে নিয়োগ হবে:- দি ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভারস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড(তন্তুজা),

 পদের নামঃ- i) অফিস এসিস্ট্যান্ট (UR-02 SC-01), ii) মার্কেটিং প্রকিউরমেন্ট এসিস্ট্যান্ট(UR-01 SC-01), iii) টেকনিক্যাল এসিস্ট্যান্ট(UR-02), পোস্ট কোডঃ- 215002

শিক্ষাগত যোগ্যতাঃ- যেকোন বিষয়ে গ্রাজুয়েশন পাশ এবং বেসিক কম্পিউটার নলেজ লাগবে।

বেতনঃ- ২৬,৬০৫/- টাকা প্রতিমাসে,

ভ্যাকান্সিঃ- মোট ৭টি ।



5) যেই ব্যাঙ্কে নিয়োগ হবে:- নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড,

 পদের নামঃ- কম্পিউটার ক্যাশ ক্লার্ক, পোস্ট কোডঃ- 215002

শিক্ষাগত যোগ্যতাঃ- গ্রাজুয়েশন অথবা পোষ্ট-গ্রাজুয়েশন পাশ এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

বেতনঃ- ২৫,৭৬০/- টাকা প্রতিমাসে,

ভ্যাকান্সিঃ- UR-02 ।


গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ স্টাফ সিলেকশন কমিশনের (SSC) ৫০০০ শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ ।


6) যেই ব্যাঙ্কে নিয়োগ হবে:- বাকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড,

 পদের নামঃ- গ্রেড  ৩, পোস্ট কোডঃ- 215002

শিক্ষাগত যোগ্যতাঃ- গ্রাজুয়েশন পাশ এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

বেতনঃ- ২৫,৭২৯/- টাকা প্রতিমাসে, সাথে ক্যাশ বা ফিল্ড এলাউন্স দেওয়া হবে।

ভ্যাকান্সিঃ- SC-02, OBC(B)-01 ।


7) যেই ব্যাঙ্কে নিয়োগ হবে:- আরামবাগ কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড,

 পদের নামঃ- সুপারভাইজার, পোস্ট কোডঃ- 215001

শিক্ষাগত যোগ্যতাঃ- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ, সাথে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হব এবং দু-চাকার গাড়ি (যেমন বাইক) চালানো জানতে হবে।

বেতনঃ- ১৬,৪০০/- টাকা প্রতিমাসে,

ভ্যাকান্সিঃ- UR-03 ।



গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ 25/1/2021 এই সপ্তাহের কর্মসংস্থান পেপার ডাউনলোড করুন।


বয়সঃ-

০১/০১/২০২১ তারিখ হিসেবে বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে ।


আবেদন ফিঃ- 

UR/OBC:- 650/-

SC/ST:- 250/-

উপরের আবেদন ফি-এর সাথে আরও এক্সট্রা ১৫ টাকা কাটবে ব্যাঙ্ক সার্ভিস চার্জ হিসেবে ।

সিলেকশন প্রসেসঃ- 

কলকাতা পুলিশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লোয়ার ডিভিশন এসিস্ট্যান্ট পদের জন্য সিলেকশন প্রসেস

  1. অনলাইন পরিক্ষা,
  2. Interview / Viva-voice,
  3. Practical Test (Computer Test)
  4. Documents Verification

অনলাইন পরিক্ষার সিলেবাসঃ-

(i) Quantitative Aptitude (ii) Test of Reasoning (iii) General Awareness (iv) English (v) Bengali, (vi) Accountancy.
১৫০ নম্বরের MCQ টাইপের প্রশ্ন থাকবে, পরীক্ষার সময় ০২ ঘন্টা ।

নেগেটিভ মার্কিংঃ-
১টা প্রশ্নের উত্তর ভুল করলে 0.25 নম্বর এবং ৪টি প্রশ্নের উত্তর ভুল করলে আপনার প্রাপ্ত নম্বর থেকে ০১ নম্বর কেটে নেওয়া হবে।


বাদ বাকি সমস্ত ব্যাঙ্কের পোষ্টগুলির সিলেকশন প্রসেস

  1. অনলাইন পরিক্ষা,
  2. Interview / Viva-voice,
  3. Practical Test (Computer Test)
  4. Documents Verification

অনলাইন পরিক্ষার সিলেবাসঃ-

(i) Quantitative Aptitude (ii) Test of Reasoning (iii) General Awareness (iv) English (v) Bengali

১৫০ নম্বরের MCQ টাইপের প্রশ্ন থাকবে, পরীক্ষার সময় ০২ ঘন্টা ।



নেগেটিভ মার্কিংঃ-
এখানে কোন নেগেটিভ মারকিং নেই ।

আবেদন পদ্ধতিঃ- 

Online



Important Links:- 

Tags:- west bengal state co operative bank recruitment 2021, samabay bank recruitment 2021, samabay bank clerck recruitment 2021, co operative bank list in west bengal, west bengal state cooperative recruitment 2022,west bengal cooperative bank recruitment,wb cooperative bank recruitment,west bengal cooperative bank recruitment 2021, apply online,cooperative bank recruitment in west bengal,west bengal gramin bank recruitment 2021,cooperative bank recruitment 2021 in west bengal,webcsc new notification,wb samabay bank recruitment 2021,gramin bank recruitment in west bengal,graduate job in west bengal,chakrir khobor 247,

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন