পশ্চিমবঙ্গে আশা কর্মী পদে লোক নিয়োগ ২০২২ । মাধ্যমিক পাশ/ফেলে। বিনামূল্যে আবেদন করুন । West Bengal Ashakarmi Recruitment 2022 ।

  চাকরির খবর ২৪৭ঃ পূর্ব মেদেনীপুর জেলার 13 টি ব্লকে আশা কর্মী পদে লোক নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ব্লকে আবেদন করার জন্য, শিক্ষাগত যোগ্যতা, বয়স, নিয়োগ প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া, এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট একই।


পদের নামঃ-

আশাকর্মী

 গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহে মোট ১০টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে।


আবেদন পদ্ধতিঃ- 

সবকটি ব্লকের জন্য আবেদন পদ্ধতি অফলাইন,

আবেদনপত্র সরাসরি নিজ নিজ সমষ্টি উন্নয়ন আধিকারিক (BD0) অফিসে এসে জমা করা যাবে অথবা ডাকযােগে প্রেরণ করা যাবে (শুধুমাত্র Speed Post / Registered Post গ্রহণযােগ্য হবে)। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় : ২৪/১২/২০২১, বিকাল ৫টা পর্যন্ত। সরকারি ছুটির দিন বাদে প্রতি সােমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিদিন এই পূরণকরা দরখাস্ত জমা দেওয়া যাবে।

২৪/১২/২০২১ তারিখ বিকাল ৫টার মধ্যে হাতে হাতে বা ডাকযােগে আবেদনপত্র না পৌঁছালে আবেদনপত্রটি বাতিল বলে গন্য হবে, এবং এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।


আবেদনকারীর যােগ্যতা:

* প্রার্থী যে গ্রামে ASHA পদে নিয়ােগের জন্য আবেদন করবেন, তাকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।

* কেবলমাত্র বিবাহিত /বিবাহ-বিচ্ছিন্না/বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। 

* শিক্ষাগত যােগ্যতা - 

মাধ্যমিক বা সমতুল পরীক্ষা দিয়েছেন (উত্তীর্ণ বা অনুত্তীর্ণ)। উচ্চতর শিক্ষাগত যােগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন, কিন্তু কেবলমাত্র মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত ঐচ্ছিক বিষয়ের নম্বর বাদ দিয়ে বাকি সমস্ত বিষয়ে প্রাপ্ত নম্বর ধরা হবে।  


 গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ পশ্চিমবঙ্গের ৮টি সরকারি স্কুলে গ্রুপ D পদে চাকরি ২০২২ ।


বয়স-

০১/০১/২০২১ তারিখ অনুসারে ৩০-৪০ বছর। তপশিলী জাতি/তপশিলীউপজাতিভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে নিম্ন বয়সসীমা ২২ বছর। উৰ্দ্ধ বয়সসীমা সব ক্ষেত্রেই ৪০ বছর। * কেবলমাত্র পশ্চিমবঙ্গের তপশিলী জাতি/উপজাতিভুক্তরাই পরিগণিত হবে।

আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রের নিজ প্রত্যয়িত নকল (Self attested copy) জমা দিতে হবে:

  1. শিক্ষাগত যােগ্যতার প্রমাণপত্র /ভােটার কার্ড)
  2. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (রেশন কার্ড, 
  3. বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক/সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড),
  4. বিবাহিতাদের ক্ষেত্রে স্বামীর নামােল্লিখিত যেকোন সরকারি পরিচয়/প্রমাণপত্র (বিবাহ নিবন্ধন শংসাপত্র/আধার কার্ড/ভােটার কার্ড/রেশন কার্ড),
  5. বিবাহ-বিচ্ছিন্নাদের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের শংসাপত্র/বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণপত্র, 
  6. কেবলমাত্র বিবাহিতদের ক্ষেত্রে শংসাপত্রগুলির কোনােটিও না থাকলে গ্রাম পঞ্চায়েতের Executive Assistant অথবা গ্রাম পঞ্চায়েতের Secretary এর শংসাপত্র বিবেচ্য হবে, 
  7.  তপশিলী জাতি/তপশিলী উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদানকরা জাতি শংসাপত্র,
  8. স্বাক্ষর করা দুই কপি পাসপাের্ট মাপের সাম্প্রতিক ছবি।

 ব্লক অনুযায়ী অফিশিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করুনঃ-

  1. Khejuri-I - Download
  2. Egra-I - Download
  3. Sutahata - Download
  4. Bhagwanpur-I - Download
  5. Egra-II - Download
  6. Kolaghat  - Download
  7. Chandipur  - Download
  8. Bhagwanpur-II - Download
  9. Moyna - Download
  10. Khejuri-II  - Download
  11. Nandigram-I - Download
  12. Patashpur-II - Download
  13. Tamluk/Haldia/Egra/Contai Sub-Divisions - Download


Important Links:-


Tags:- asha karmi recruitment 2021 west bengal form pdf, asha karmi recruitment 2022 west bengal form pdf, asha karmi recruitment 2021 paschim medinipur, asha karmi recruitment 2022 west bengal form, asha karmi recruitment 2022 hooghly, asha kormi salary in west bengal 2022, asha karmi recruitment 2022 purulia, asha karmi application form pdf 2022, asha kormi recruitment 2022 west bengal, asha recruitment 2022 west bengal, asha worker application form 2021, asha karmi application form pdf 2022, asha worker application form pdf, asha kormi form 2022, asha kormi salary in west bengal 2022, 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন